এক চুটকিতে ডিলিট হবে Gmail এর সমস্ত প্রোমোশনাল ও অপ্রয়োজনীয় ইমেইল, জেনে নিন পদ্ধতি

কয়েক মাস আগেই Google Photos, Gmail থেকে শুরু Google Drive-এর মত প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট ফ্রি স্টোরেজ লিমিট (১৫ জিবি) বেঁধে দিয়েছে টেক জায়ান্ট Google। ফলত এখন সংস্থা প্রদত্ত স্টোরেজ সঠিকভাবে ব্যবহার না করলে প্ল্যাটফর্মগুলিতে বিদ্যমান প্রয়োজনীয় জিনিস খোয়া যাওয়ার বা বেশি স্টোরেজ ব্যবহারের জন্য সংস্থাকে সাবস্ক্রিপশন ফি (Google One প্রোগ্রামের আওতায়) দেওয়ার অস্বস্তিতে থাকছেন বহু ইউজার। আর এই সাবস্ক্রিপশন চার্জ খুব একটা কম নয়। ভারতীয় ইউজারদের জন্য, Google One-এর সাবস্ক্রিপশন ফি প্রতি মাসে ১৩০ টাকা থেকে শুরু হয়, যেখানে মোট ১০০ জিবি ক্লাউড স্টোরেজের জন্য খসাতে হয় বছর পিছু ১,৩০০ টাকা। এছাড়া মাসে ২১০ টাকা বা প্রতি বছরে ২,১০০ টাকা ব্যয় করে আগ্রহীরা দ্বিগুণ স্টোরেজ উপভোগ করতে পারেন। এছাড়া রয়েছে বছরে ৬,৫০০ টাকা দিয়ে ২ টিবি পর্যন্ত স্টোরেজ ব্যবহারের সুবিধাও। তবে যারা অতিরিক্ত খরচ করতে চান না, তারা চাইলে কয়েকটি বিষয় মাথায় রেখে ফ্রি স্টোরেজের মাধ্যমেও কাজ চালিয়ে যেতে পারেন। এরজন্য অপ্রয়োজনীয় ফাইলগুলি কে ডিলিট করা আবশ্যক। আজ আমরা এই প্রতিবেদনে Gmail-এর স্টোরেজ কীভাবে খালি রাখা যায় সে সম্পর্কে জানাবো।

Gmail-এর স্টোরেজ বাঁচানোর পদ্ধতি

স্মার্টফোন বা ইন্টারনেট ব্যবহারের জন্য জিমেইল অ্যাকাউন্ট যে বেশ অপরিহার্য সে কথা আমরা সবাই জানি। কিন্তু এই ইমেইল প্ল্যাটফর্মটিতে প্রায়শই এমন সব বিজ্ঞাপনী বা অপ্রয়োজনীয় মেইল এসে জমা হয় যা স্টোরেজ তো দখল করেই, পাশাপাশি এগুলিকে আলাদা করে ডিলিট করার ঝক্কি পোহাতে হয়। তবে আপনি চাইলে জিমেইলের প্রোমোশনাল, সোশ্যাল ইমেইল খুব সহজেই একসাথে মুছে ফেলতে পারেন।

Gmail-এর প্রোমোশনাল, সোশ্যাল ইমেইল কীভাবে ডিলিট করবেন

১. এর জন্য প্রথমে ‘ইনবক্স’ নামের একটি অ্যাপ্লিকেশন (গুগলের নয়) ইনস্টল করতে হবে।

২. এরপর অ্যাপটি খুলে ‘প্রায়োরিটি ইনবক্স’ অপশন বেছে নিতে হবে যেখানে আপনার সমস্ত মেইল ​​( আনরিড, প্রায়োরিটি, পারচেস, আপডেট, ফোরাম ইত্যাদি ক্যাটেগরি) সেকশন অনুযায়ী প্রদর্শিত হবে।

৩. এই নির্দিষ্ট সেকশনগুলি থেকে আপনারা সমস্ত অপ্রয়োজনীয় মেইল একসাথে ডিলিট বা আর্কাইভ করতে পারবেন। স্বতন্ত্রভাবে মেইল ​​নির্বাচন করার প্রয়োজন হবে না। এতে সময় তো বাঁচবেই, একইসাথে স্টোরেজ স্পেসও অনেকটা খালি থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন