Homeঅ্যাপ্লিকেশনটিকটক আনইনস্টল করলেও আপনার তথ্য মুছবেনা, জানুন কিভাবে ডিলিট করবেন

টিকটক আনইনস্টল করলেও আপনার তথ্য মুছবেনা, জানুন কিভাবে ডিলিট করবেন

আপনি যদি TikToK-র উপর বিরক্ত হয়ে থাকেন বা অন্য কোনও কারণে আপনি যদি এই অ্যাপ থেকে মুক্তি পেতে চান, তাহলে কেবল ফোন থেকে এই অ্যাপ আনইনস্টল করা যথেষ্ট নয়। ফোন থেকে অ্যাপটি সরিয়ে দেওয়ার পরেও, আপনার টিকটক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে। যতক্ষণ না আপনি ম্যানুয়ালি এটিকে মুছবেন, আপনার অ্যাকাউন্টটি সংস্থার সার্ভারে থাকবে এবং সক্রিয় থাকবে। এখানে আমরা আপনাকে টিকটক অ্যাকাউন্ট ডিলিট করার সঠিক উপায় বলবো।

সবার আগে, আপনার স্মার্টফোনে টিকটক অ্যাপটি খুলুন এবং লগইন করুন।

অ্যাপের নিচের দিকে ‘Me’ বাটনে ক্লিক করুন।

এরপর অ্যাপের উপরে তিনটি ডটে ক্লিক করুন।

এখানে ‘ম্যানেজ মাই অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করুন।

এরপর ‘ডিলিট মাই অ্যাকাউন্ট’ অপশনে পেয়ে যাবেন।

এখানে ক্লিক করে আপনি নিয়মাবলী অনুসরণ করে অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন।

টিকটকের বিকল্প ভারতীয় অ্যাপ চিঙ্গারি সাড়া ফেলে দিয়েছে :

 টিকটকের বিকল্প অ্যাপ, Chingari ভারতে লঞ্চ করার সাথে সাথে সাড়া ফেলে দিয়েছে। অ্যাপল অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর দুই জায়গাতেই অ্যাপ্লিকেশনটি উপলব্ধ। টিকটকের বিকল্প এই অ্যাপটি বেঙ্গালুরুর দুই প্রোগ্রামার বিশ্বাত্মা নায়ক এবং সিদ্ধার্থ গৌতমিন দ্বারা নির্মিত। তাদের দাবি অনুযায়ী মাত্র ৩৬ ঘণ্টায় এই অ্যাপটি ট্রেন্ডিং লিস্টে চলে এসেছে এবং ৭২ ঘণ্টার মধ্যে ৫ লক্ষ ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

আরও পড়ুন