WhatsApp: অ্যাপ আন-ইনস্টল না করলেও আসবে না মেসেজ, দেখাবে না অনলাইনও! কীভাবে হবে এই কেরামতি?

এ কথার কোনো দ্বিমত নেই যে, ভারতসহ গোটা বিশ্বের অধিকাংশ মানুষেরই একটি অত্যন্ত প্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হল WhatsApp (হোয়াটসঅ্যাপ)। প্রতিদিন কোটি কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করেন। কাজের প্রয়োজনে কিংবা নিতান্ত ঘরোয়া কথাবার্তার জন্য রোজ হাজারো মেসেজ এই প্ল্যাটফর্মটির মারফত করা হয়ে থাকে, আর মেসেজ আসা মাত্রই ফোনে চলে আসে নোটিফিকেশন। তবে অনেকক্ষেত্রেই কোনো জরুরী কাজে থাকাকালীন সময়ে ফোনে আসা এই বিপুল সংখ্যক মেসেজ ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে এইরকম ব্যস্ত পরিস্থিতিতে সব ইউজারেরই মনে হয় যে, কোনোভাবে যদি WhatsApp-এ মেসেজ আসাটা বন্ধ করা যেত তাহলে খুবই ভালো হতো!

কিন্তু যদি আপনার ওয়াই-ফাই কিংবা মোবাইল ডেটা অন থাকে, তাহলে কিন্তু আপনি কোনোমতেই হোয়াটসঅ্যাপে মেসেজ আসা বন্ধ করতে পারবেন না। আর ফোনে মেসেজ এসে যাওয়া মাত্রই তাতে পড়ে যাবে দুটি টিক, ফলে সেন্ডার বুঝে যাবেন যে আপনি মেসেজটি পেয়ে গিয়েছেন। সেক্ষেত্রে মেসেজ পেয়ে যাওয়া সত্ত্বেও আপনি যদি দীর্ঘক্ষণ তাকে রিপ্লাই না করেন, তবে তার মনঃক্ষুণ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। তাহলে এমত পরিস্থিতিতে সমস্যা এড়ানোর উপায় কী? সেই কথাই আমরা আপনাকে এই প্রতিবেদনে জানাতে চলেছি।

আসলে আজ আমরা আপনাকে এমন একটি টিপস দিতে চলেছি, যার মাধ্যমে আপনি হোয়াটসঅ্যাপ আনইন্সটল না করেও মেসেজিং প্ল্যাটফর্মটি থেকে অদৃশ্য হয়ে থাকতে পারবেন। অর্থাৎ আপনি অনলাইন থাকবেন, অথচ হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ পাবেন না। ফলে কোনো মেসেজ এলেও তাতে ডাবল টিক পড়বে না। সেক্ষেত্রে ওপাশের সেন্ডার ভাববেন হয়তো আপনার নেট অফ আছে, তাই আপনি কোনো মেসেজ পাননি। এতে আপনার ফোনের নেট অন থাকবে এবং অনর্গল হোয়াটসঅ্যাপ মেসেজ এসে বিরক্ত না করায় আপনি শান্তিতে সব কাজ সম্পন্নও করতে পারবেন। তাহলে চলুন, আর দেরি না করে এই মজাদার উপায়টির সম্পর্কে একটু বিশদে জেনে নেওয়া যাক।

কীভাবে WhatsApp আনইন্সটল না করেও প্ল্যাটফর্মটি থেকে উধাও হয়ে যাওয়া যাবে?

১. প্রথমে হোয়াটসঅ্যাপের আইকনটিকে দীর্ঘক্ষণ প্রেস করুন এবং তারপরে ‘অ্যাপ ইনফো’ (App Info) আইকনে ট্যাপ করুন।

২. এরপরে আপনি ‘ফোর্স স্টপ’ (Force Stop) বিকল্পটি দেখতে পাবেন, সেটিতে ট্যাপ করুন।

এই পদ্ধতিটি অনুসরণ করলে অর্থাৎ হোয়াটসঅ্যাপ ‘ফোর্স স্টপ’ করলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে, অর্থাৎ আপনি আর কোনো মেসেজ পাবেন না। এছাড়া আপনি চাইলে স্মার্টফোনের ডেটা সেটিং থেকে নির্দিষ্ট অ্যাপের ডেটা ইউসেজ বন্ধ করতে পারেন।

উল্লেখ্য যে, এই পদ্ধতিটি অনুসরণ করলে আপনাকে যদি কেউ কোনো মেসেজ পাঠায়, তাহলে তিনি তাতে সিঙ্গেল টিক দেখতে পাবেন। আর সিঙ্গেল টিকের অর্থ হল, মেসেজটি ডেলিভার হলেও তা রিসিভারের কাছে গিয়ে পৌঁছোয়নি। ডাবল টিক মানে প্রাপক মেসেজটি পেয়ে গেলেও তিনি এখনও সেটি দেখেননি। আর ডাবল ব্লু টিকের অর্থ হল রিসিভার মেসেজটি পড়ে ফেলেছেন। তবে মনে রাখবেন, উপরিউক্ত উপায়টি অবলম্বন করলে আপনি মেসেজ এসেছে কি না তা বুঝতে পারবেন না, কিন্তু আপনার WhatsApp-এ সমস্ত মেসেজই আসতে থাকবে। সেক্ষেত্রে অ্যাপটি ওপেন করলেই আপনি আবার অ্যাক্টিভেট হয়ে যাবেন এবং সেইসাথে সমস্ত মেসেজগুলিও পেয়ে যাবেন। তবে আপনি যদি আবার উধাও হয়ে যেতে চান, তাহলে আপনাকে উপরিউক্ত পদ্ধতিটি পুনরায় অবলম্বন করতে হবে!