Vivo Y30 5G আসছে বড় ব্যাটারি ও শক্তিশালী ব্যাটারির সাথে, থাকবে Dimensity 810 প্রসেসর

সম্প্রতি স্মার্টফোন ব্র্যান্ড ভিভো তাদের Y-সিরিজের অধীনে ভারতীয় বাজারে লঞ্চ করেছে Vivo Y77 5G হ্যান্ডসেটটি। এই ফোনটি ৬.৫৮ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং MediaTek Dimensity 810 চিপসেট সহ বাজারে উন্মোচিত হয়েছে৷ আর এখন একটি নতুন রিপোর্ট থেকে জানা গেছে যে, সংস্থাটি Y-সিরিজের অধীনে আরেকটি নতুন 5G ডিভাইস শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আসন্ন ফোনটি Vivo Y30 5G নামে এদেশে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

Vivo Y30 5G শীঘ্রই আসছে ভারতের বাজারে

প্রাইসবাবা (Pricebaba)-এর একটি নতুন রিপোর্ট অনুসারে, ভিভো ওয়াই৩০ ৫জি একটি বাজেট-কেন্দ্রিক ৫জি স্মার্টফোন হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি ইতিমধ্যেই থাইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC) সার্টিফিকেশন ওয়েবসাইটের অনুমোদন লাভ করেছে, যা থেকে অনুমান করা যায়, ফোনটি শীঘ্রই থাইল্যান্ডের বাজারে পা রাখতে পারে।

প্রসঙ্গত, ভিভো ওয়াই৩০ ৫জি-তে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ চিপসেট থাকবে। ফোনটি ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ইন-ডিসপ্লে স্টোরেজ সহ পাওয়া যেতে পারে। ডিভাইসের স্টোরেজটি সম্ভবত একটি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে প্রসারিত করা যেতে পারে। এছাড়া, ফোনটিতে এইচডি+ স্ক্রিন রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫১ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে।

ফটোগ্রাফির জন্য, Vivo Y30 5G-এর ব্যাক প্যানেলে ১৩ মেগাপিক্সলের প্রাইমারি সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসবে বলে জানা গেছে। সেলফির জন্য, ডিভাইসটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য, ভিভো হ্যান্ডসেটটিতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হতে পারে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে।