OnePlus 10R আসছে শক্তিশালী Dimensity 8100 Max প্রসেসর সহ

স্মার্টফোন ব্র্যান্ড ওয়ানপ্লাস আগামী ২৮ এপ্রিল ভারতের বাজারে তাদের OnePlus 10R স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। আবার এই ডিভাইসটির পাশাপাশি সংস্থা ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিংয়ের OnePlus Nord CE 2 Lite 5G স্মার্টফোনটিও উন্মোচন করবে বলে জানা গেছে। আর এই দুটি ওয়ানপ্লাস ফোন ছাড়াও, OnePlus Nord Buds ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাডটিও বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। আপকামিং স্মার্টফোনগুলির লঞ্চের তারিখ ঘোষণা করার পরই, ওয়ানপ্লাস প্রায় প্রতিদিনই ডিভাইসগুলির এক একটি নতুন স্পেসিফিকেশন সামনে আনতে শুরু করেছে। সম্প্রতি, OnePlus 10R-এ ১৫০ ওয়াট সুপারভোক (SuperVooC) ফাস্ট চার্জিং সলিউশন আছে বলে নিশ্চিত করা হয়। এখন এবার সংস্থাটি নিশ্চিত করেছে, আসন্ন OnePlus 10R ফোনটি MediaTek Dimensity 8100-Max প্রসেসর দ্বারা চালিত হবে। প্রসঙ্গত, মিডিয়াটেক (MediaTek) কিছুদিন আগেই Dimensity 8100, Dimensity 8000, এবং Dimensity 9000- এই চিপগুলি লঞ্চ করেছে, তবে ভারতে এই নতুন চিপসেটগুলির সাথে কোনও স্মার্টফোন এখনও উন্মোচিত হয়নি৷

OnePlus 10R-এ থাকবে নতুন Dimensity 8100-Max প্রসেসর

ওয়ানপ্লাস তাদের অফিসিয়াল সাইটে নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস ১০আর ডাইমেনসিটি ৮১০০-ম্যাক্স প্রসেসর দ্বারা চালিত হবে। সাইটে “পাওয়ার পুশড টু দ্য ম্যাক্স” ট্যাগলাইনটি ডিভাইসের পারফরম্যান্সের দিকেই ইঙ্গিত করছে। মনে করা হচ্ছে, এই চিপসেটটি সদ্য লঞ্চ হওয়া ডাইমেনসিটি ৮১০০-এর সামান্য টুইক সংস্করণ হতে পারে।

জানিয়ে রাখি, ডাইমেনসিটি ৮১০০ প্রসেসরটি তাইওয়ান সেমিকন্ডাক্টর মানুফাকচারিং কোম্পানি, TSMC-এর ৫ ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত। এটি ২.৮৫ গিগাহার্টজ পর্যন্ত ক্লক স্পিডের চারটি প্রিমিয়াম আর্ম কর্টেক্স-এ৭৮ (Arm Cortex-A78) কোর এবং চারটি কর্টেক্স-এ৫৫ (Cortex-A55) কোরের সাথে এসেছে। প্রসেসরটি গ্রাফিক্সের জন্য আর্ম মালি-জি৬১০ এমসি৬ (Arm Mali-G610 MC6) জিপিইউ-এর সাথে যুক্ত। লঞ্চের সময়, মিডিয়াটেক নিশ্চিত করেছে যে, প্রসেসরটি ওপেন রিসোর্স আর্কিটেকচার (DORA) ব্যবহার করবে, যার অর্থ স্মার্টফোন নির্মাতারা তাদের ডিভাইসগুলি কাস্টমাইজ করতে এবং এতে ফিচার যোগ করতে পারবে। গত বছর, ওয়ানপ্লাস নর্ড ২ ডাইমেনসিটি ১২০০ এআই প্রসেসর সহ আসে, যা কয়েক মাসের জন্য নর্ড ২-এর জন্য এক্সক্লুসিভ ছিল। আর এবার ম্যাক্স সংস্করণের সাথে, ওয়ানপ্লাস ১০আর-এ আরও দ্রুত ক্লক স্পিড বা আরও শক্তিশালী জিপিইউ দেখা যেতে পারে।

উল্লেখ্য, স্পেসিফিকেশনের কথা বললে, আসন্ন OnePlus 10R-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে। ভারতে এই হ্যান্ডসেটটি আর্কটিক গ্লো, গ্রিন এবং সিয়েরা ব্ল্যাক – এই তিনটি কালার অপশনে উপলব্ধ হতে পারে। ক্যামেরার ক্ষেত্রে, এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৭৬৬ সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর উপস্থিত থাকবে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus 10R-এ একটি ৪,৫০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে বলে জানা গেছে।