আপনার স্মার্টফোনে Google Chat ফিচার কিভাবে সক্রিয় করবেন

Google সম্প্রতি তাদের এন্টারপ্রাইজ অ্যাপ সুইট Workspace ও ইমেইল সার্ভিস Gmail এর জন্য দুটি জনপ্রিয় ফিচার রোল আউট করেছে। এই ফিচার দুটি হল Google Chat (গুগল চ্যাট) ও Rooms (রুমস)। গুগল চ্যাটের মাধ্যমে বন্ধু, পরিবার ও অন্যান্যদের সাথে কথা বলা যাবে। যেখানে কেবল দুজন ব্যক্তি রুমস ফিচার ব্যবহার করতে পারবেন। সুতরাং চলুন জেনে নেওয়া যাক কিভাবে মোবাইল ডিভাইস এবং ব্রাউজারে গুগল চ্যাট ব্যবহার করা যাবে।

Google Chat মোবাইল ডিভাইস ও ব্রাউজারে এনাবেল কীভাবে করবেন

১. মোবাইল ডিভাইস ও ব্রাউজারে গুগল চ্যাট সক্রিয় করার জন্য সর্বপ্রথম Gmail অ্যাপ ওপেন করুন।

২. এবার বাম কোনে তিনটি লাইন আইকনে ক্লিক করুন এবং স্ক্রল ডাউন করে ‘Setting’ অপশনে আসুন।

৩. এখন আপনার অ্যাকাউন্ট নির্বাচন করুন।

৪. এবার ‘General’ সিলেক্ট করুন।

৫. এখানে আপনি ‘ Show the Chat and Rooms Tabs” পেয়ে যাবেন।

৬. এরপর ডায়লগ বক্সে টিক মার্ক দিয়ে ফিচারটি এনাবেল করুন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন