Laptop tips: আপনার স্লো ল্যাপটপকে ফাস্ট করতে চান? তাহলে মেনে চলুন এই পাঁচটি টিপস

আপনার ল্যাপটপটি কি এখন আগের তুলনায় অনেক স্লো হয়ে গেছে? যে কোনো কাজ করতেই অনেকটা বেশি সময় লেগে যাচ্ছে? আসলে সাম্প্রতিককালে করোনা মহামারীর জন্য ওয়ার্ক ফ্রম হোমের প্রচলন শুরু হওয়ায় বাড়িতে থেকে কাজ করার জন্য মানুষের প্রধান অবলম্বন হয়ে উঠেছে ল্যাপটপ বা কম্পিউটার। আর ফলস্বরূপ সারাদিন ধরে তীব্র কাজের চাপে ল্যাপটপগুলি আস্তে আস্তে কচ্ছপের গতিসম্পন্ন হয়ে যাচ্ছে, ফলে কোনো কাজ তাড়াতাড়ি করার ক্ষেত্রে ইউজাররা বেশ ভালোরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন।

এমত পরিস্থিতিতে অনেকেরই হয়তো মনে হচ্ছে যে, ল্যাপটপটা বোধহয় এবার খারাপ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে বাতিলের খাতায় চলে যাবে, এবং একগাদা টাকা খরচা করে আবার একটা নতুন ল্যাপটপ কিনতে হবে। কিন্তু না, এমন ভাবার কোনো কারণ নেই। বাড়িতে থেকে ছোটখাটো কয়েকটি টিপস অনুসরণ করে চললেই স্লো ল্যাপটপটি আবার ফার্স্ট হয়ে যাবে। কিন্ত তা কীভাবে সম্ভব? হ্যাঁ, সেটাই তো আমরা আপনাদের এই প্রতিবেদনে জানাতে চলেছি। এখানে আমরা আপনাদের সাথে পাঁচটি সহজ টিপস শেয়ার করব, যেগুলি মেনে চললেই আপনাদের ল্যাপটপ আগের থেকে আরও অনেক বেশি দ্রুত চলবে। তাহলে চলুন, টিপসগুলি জেনে নেওয়া যাক।

স্লো ল্যাপটপ ফাস্ট করার ৫টি টিপস (5 tips to fast your slow laptop)

১. একাধিক ট্যাব ওপেন করে রাখবেন না

কাজ করার সুবিধার জন্য বেশিরভাগ ইউজারই ট্রেনের বগির মতো একের পর এক ট্যাব ওপেন করে কাজ করেন, যাতে প্রতিটি রেজাল্ট তাদের চোখের সামনে থাকে এবং খুব তাড়াতাড়ি কাজ করা যায়। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার ব্রাউজারে যত বেশি ট্যাব ওপেন রাখবেন, আপনার ডিভাইসের র‌্যাম বা প্রসেসরের ওপর তত বেশি চাপ পড়বে। আর ফলস্বরুপ আপনার ডিভাইসটি অত্যন্ত স্লো হয়ে যাবে। তাই অযথা একাধিক ট্যাব ওপেন করে কাজ করবেন না, কোনো ট্যাবের কাজ হয়ে গেলে তা তৎক্ষণাৎ বন্ধ করে দিন, এবং কাজ করার জন্য যে ট্যাবগুলির প্রয়োজন হবে শুধুমাত্র সেগুলিকে ওপেন রাখুন।

২. অব্যবহৃত প্রোগ্রামগুলিকে আনইনস্টল করুন

আপনার ল্যাপটপে কি এমন কোনো প্রোগ্রাম রয়েছে যা আপনি বেশ কয়েক মাস আগে ডাউনলোড করেছিলেন, কিন্তু কোনোদিনই ব্যবহার করেননি? যদি থেকে থাকে, তাহলে সেগুলিকে অবিলম্বে আনইনস্টল করুন। ল্যাপটপকে স্লো থেকে ফাস্ট করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

৩. ব্যাকগ্রাউন্ডের প্রোগ্রামগুলির দিকে নজর রাখুন

আপনি ব্যবহার না করা সত্বেও আপনার অজান্তেই ল্যাপটপের ব্যাকগ্রাউন্ডে একাধিক লুকিয়ে থাকা প্রোগ্রাম রান হতে থাকে, যা আপনার ডিভাইসকে স্লো করে দেয়। তাই অযথা কোনো প্রোগ্রাম ব্যাকগ্রাউন্ডে চলছে কি না সেদিকে নজর রাখুন। এর জন্য একসাথে Ctrl+Shift+Esc প্রেস করে টাস্ক ম্যানেজারে যান এবং সেখানে গিয়ে চেক করুন যে ব্যাকগ্রাউন্ডে অযথা কোনো প্রোগ্রামগুলি চলছে। এর মধ্যে আপনি যে প্রোগ্রামটি বন্ধ করতে চান তাতে রাইট ক্লিক করে তারপরে ‘End Task’-এ ক্লিক করুন।

৪. আপনার ডিভাইসটি রিস্টার্ট করুন

আপনার ল্যাপটপটিকে স্লো থেকে ফাস্ট করার ক্ষেত্রে ডিভাইসটি রিস্টার্ট করা একটি অত্যন্ত দুর্দান্ত উপায়। এর ফলে আপনার ল্যাপটপের অস্থায়ী ক্যাশে মেমোরি ক্লিয়ার হয়ে যায়, যার ফলে আপনার ল্যাপটপটি আগের তুলনায় অনেক ফাস্ট কাজ করে। এছাড়া যখনই আপনার ল্যাপটপে অপারেটিং সিস্টেম আপডেট করার কোনো নোটিফিকেশন আসবে, তাহলে তৎক্ষণাৎ আপডেট করতে ভুলবেন না কিন্তু! মনে রাখবেন, আপনার স্লো ল্যাপটপটিকে ফাস্ট করার ক্ষেত্রে অপারেটিং সিস্টেম আপডেটও বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৫. স্টার্টআপ অ্যাপস বন্ধ করুন

আপনি ল্যাপটপ অন করলেই কি স্বয়ংক্রিয়ভাবে বেশ কয়েকটি প্রোগ্রাম ওপেন হয়ে যায়? এগুলি হল স্টার্টআপ অ্যাপ্লিকেশন যা সময়ের সাথে সাথে চুপিসারে আপনার ল্যাপটপে তৈরি হয় এবং ধীরে ধীরে আপনার ল্যাপটপের কর্মক্ষমতাকে প্রভাবিত করে। তাই এই অপ্রয়োজনীয় স্টার্টআপ প্রোগ্রামগুলিকে অবিলম্বে বন্ধ করুন। এর জন্য একসাথে Ctrl+Shift+Esc প্রেস করে টাস্ক ম্যানেজারে গিয়ে expanded view-তে যান, এরপর ‘Startup’ tabs-এ নেভিগেট করুন এবং সেগুলিকে বন্ধ করুন।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

15 mins ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

23 mins ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

56 mins ago

মাত্র 8999 টাকার এই 108 মেগাপিক্সেল ক্যামেরার ফোনের সাথে বিনামূল্যে স্মার্টওয়াচ

কম দামে ভালো ক্যামেরার স্মার্টফোন খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। আসলে অ্যামাজনে চলছে itel…

3 hours ago

ইঞ্জিনে আগুন ধরে গিয়ে বড় দুর্ঘটনার আশঙ্কা, 85,000 গাড়ি ফেরত নিচ্ছে এই সংস্থা

ইঞ্জিন বন্ধ হয়ে গিয়ে ধরে যেতে পারে আগুন, এমনই আশঙ্কায় 85,000 গাড়ি ফেরত নেওয়ার ঘোষণা…

3 hours ago

Dear Lottery Results 1pm 6pm 8pm: 24 আগস্ট তারিখের ডে, ইভিনিং ও নাইট ডিয়ার লটারি রেজাল্ট

ডিয়ার লটারি রেজাল্ট খোঁজ করলে সুখবর। এই প্রতিবেদনে আজ অর্থাৎ 24 আগস্ট তারিখের ডিয়ার লটারি…

3 hours ago