আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি ভুলে গেলে কীভাবে খুঁজে পাবেন জেনে নিন

কোভিড-১৯-এর ভ্যাকসিন নেওয়া থেকে শুরু করে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, আধার কার্ড (Aadhaar Card)-এর প্রয়োজন এখন সব জায়গায়। বর্তমান সময়ে আমাদের যাবতীয় পরিচয়পত্রগুলির মধ্যে আধার কার্ড হল সর্বাধিক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট৷ এটিতে কার্ডধারীর সবরকমের ব্যক্তিগত তথ্যাদির পাশাপাশি বায়োমেট্রিক ডেটাও সামিল থাকে। এর সাথে থাকে আধার নম্বর বা UID নামক একটি অনন্য ১২ ডিজিটের কোড। এখনকার দিনে বহু প্রয়োজনীয় কাজ সারতে এই ১২ ডিজিটের কোডটির প্রয়োজন হয়। এর পাশাপাশি এই সংখ্যাটির আরেকটি গুরুত্বপূর্ণ উপযোগিতা হল, আপনি এটি ব্যবহার করে আপনার আধার কার্ডটি নিজেই ডাউনলোড করতে পারেন। এছাড়া ১৪ সংখ্যার এনরোলমেন্ট আইডি দিয়েও আধার কার্ড ডাউনলোড করা যায়।

কিন্তু আপনি যদি আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি (UID/ EID) মনে না রাখেন বা কোনো কারণবশত ভুলে যান তাহলে কি হবে? না! একদম চিন্তা করবেন না, এর জন্যও একটি উপায় আছে। আপনি যদি আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি ভুলেও গিয়ে থাকেন, তাহলেও আপনি অনলাইনে সেটিকে খুঁজে বের করতে পারেন এবং তার জন্য যা প্রয়োজন তা হল নিবন্ধিত (রেজিস্টার্ড) মোবাইল নম্বর। এই প্রতিবেদনে আমরা আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি (UID/ EID) হারিয়ে গেলে তা খুঁজে পাওয়ার পদ্ধতি জানাবো।

আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি হারিয়ে গেলে কীভাবে খুঁজে পাবেন

১. আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি খুঁজে পেতে দরকার নিবন্ধিত নম্বর বা নিবন্ধিত ইমেল আইডি (email ID)।

২. মোবাইল নম্বরটি SMS ফেসিলিটি সহ অ্যাক্টিভ থাকতে হবে।

৩. সক্রিয় ইন্টারনেট সংযোগ।

অনলাইনে আধার নম্বর বা UID খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় স্টেপসমূহ

১. যে কোনো ব্রাউজারে ‘https://resident.uidai.gov.in/’ ওপেন করুন।

২. MyAadhaar বাটনে ক্লিক করুন।

৩. নীচে স্ক্রল করুন এবং আধার সার্ভিস সেকশনটি লোকেট করুন।

৪. এখন ‘Retrieve Lost or Forgotten EID/UID’-তে ক্লিক করুন।

৫. প্রাপ্ত OTP এবং ক্যাপচা কোডটি এন্টার করুন এবং এবং Login বাটনে ক্লিক করুন।

৬. এর পরে, আপনি আপনার নিবন্ধিত ফোন নম্বর বা ইমেল আইডিতে (যেটা আপনি চুজ করেছেন) আপনার আধার নম্বর বা এনরোলমেন্ট আইডি পাবেন।

৭. পরের পেজে Aadhaar No (UID) বিকল্পটি নির্বাচন করুন।

দ্রষ্টব্য: আপনি যদি এনরোলমেন্ট আইডি বা EID খুঁজে পেতে চান তবে এনরোলমেন্ট আইডি (EID) বিকল্পটি বেছে নিন এবং বাকি স্টেপগুলি অনুসরণ করুন।

৮. এখন, আধার কার্ডে নথিভুক্ত তথ্য অনুযায়ী আপনাকে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল আইডি এন্টার করতে হবে।

এক্ষেত্রে মনে রাখবেন যে, আপনি আপনার ফোন নম্বর বা ইমেল আইডি-র মধ্যে যে বিকল্পটি বেছে নেবেন, তাতে একটি OTP পাবেন। তাই পুরো প্রক্রিয়াটি শুরু করার আগে এগুলি ঠিকঠাক কাজ করছে কি না সে সম্পর্কে নিশ্চিত হয়ে নিন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন