বিনামূল্যে ৫ মাস ব্যবহার করুন Apple Music, শুধু করুন এই কাজ

কিছু দিন আগেই Google তাদের অ্যাপে এমন একটি সার্চ ফিচার যুক্ত করেছিল, যার ফলে কোন গানের লিরিক মনে না পড়লেও শুধু সুরটুকু গুনগুন করলেই গানটি খুঁজে পাওয়া যায়। প্রসঙ্গত, Apple-এর এই ধরনের একটি অ্যাপ আছে যা আপনার আশেপাশে চলা গান, সিনেমা, বিজ্ঞাপন ইত্যাদি বিভিন্ন জিনিসের অডিও নমুনা শুনে বলে দিতে পারে সেটি আসলে কি। এই অ্যাপটির নাম Shazam। অ্যাপেল ইউজাররা এবার Shazam অ্যাপের মাধ্যমে একটি অসাধারণ অফার পেতে চলেছেন। এই অফারে ইউজার পেয়ে যেতে পারেন Apple Music-এর ৫ মাসের ফ্রি সাবস্ক্রিপশন। ১৭ জানুয়ারি, ২০২১ অব্দি ভ্যালিড থাকবে এই অফার। চলুন তাহলে দেখে নিই কি কি শর্তে আপনি অ্যাপল মিউজিকের ফ্রি সাবস্ক্রিপশন পেতে পারেন।

Apple Music সাবস্ক্রিপশন পাওয়ার পদ্ধতি

৫ মাসের জন্য বিনামূল্যে Apple Music সাবস্ক্রিপশন পাওয়ার জন্য ইউজারকে প্রথমে Shazam অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর কোনো গান চিহ্নিত করার জন্য অ্যাপটি ব্যবহার করতে হবে। অ্যাপটি থেকে সংশ্লিষ্ট গানটি চিনতে পারলে Apple Music-এ গানটি বাজানোর অপশন আসবে। এবার Apple Music-এ গানটি বাজালে ৫ মাস ফ্রি সাবস্ক্রিপশনের অফারটি দেখা যাবে।

Apple Music সাবস্ক্রিপশন পাওয়ার শর্তাবলী

১. কোন ইউজার যদি আগে থেকেই Apple Music ব্যবহার করে থাকেন তাহলে তিনি এই অফার পাবেন না।
২. ইউজারকে ভারত, অষ্ট্রেলিয়া, কানাডা বা আমেরিকার অধিবাসী হতে হবে।
৩. ১৭ জানুয়ারি, ২০২১-এর আগে অফার ক্লেম করতে হবে।

এমনিতে Apple Music সমস্ত ইউজারকে ৩ মাসের একটি ট্রায়াল পিরিয়ড দিয়ে থাকে। এই ট্রায়াল চলাকালীন কোন চার্জ দিতে হয় না। নতুন অফারটির ফলে এই ট্রায়াল পিরিয়ডকে আরো ২ মাস বাড়ানো যাবে। উল্লেখ্য, অ্যাপেল Shazam-এর অ্যাপ স্টোর পেজেও এই অফারের কথা জানিয়েছে। Shazam অ্যাপের সেটিংস পেজেও এই অফারটি দেখা যাচ্ছে।