হোয়াটসঅ্যাপ থেকে আসা নোটিফিকেশনে বিরক্ত? এভাবে বন্ধ করুন

পরিবার এবং বন্ধু-বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বর্তমানে হোয়াটসঅ্যাপ হয়ে উঠেছে সবথেকে গুরুত্বপূর্ণ মেসেজিং প্ল্যাটফর্ম। চ্যাটিং ছাড়াও এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করতে পারেন নিজের বন্ধুদের সঙ্গে। তবে হোয়াটসঅ্যাপে চ্যাটের সংখ্যা বেড়ে গেলে লাগাতার আসতে থাকা মেসেজ নোটিফিকেশনে অনেকে বিরক্ত বোধ করেন।

যদি আপনারাও এরকম কোন সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমরা এখানে আপনাকে জানাবো কিভাবে আপনি হোয়াটসঅ্যাপের মেসেজ নোটিফিকেশন বন্ধ করতে পারবেন।

আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হন তাহলে-

• প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করুন।
• তারপর যেই গ্রুপের নোটিফিকেশন আপনি বন্ধ করতে চান সেই গ্রুপে পৌঁছান।
• যেখানে গ্রুপের নাম লেখা আছে সেখানে ট্যাপ করুন।
• তারপর নিচে একটি টগল বাটন পাবেন যেখানে লেখা থাকবে Mute Notification।
• ওই টগল বাটনে ক্লিক করে দিন, বাটনটিতে ক্লিক করলে আপনারা মিউট করার সময় নির্বাচন করতে পারবেন। এখানে আপনি আট ঘন্টা, এক সপ্তাহ এবং এক বছরের অপশন পাবেন।
• আবার যখন আপনি মনে করবেন তখন টগল বাটনটিকে চালু করে পুনরায় নোটিফিকেশন পেতে পারেন।

যদি আপনি আইফোন ব্যবহারকারী হন তাহলে কিভাবে মিউট করবেন-

• প্রথমে আপনাকে যেতে হবে চ্যাট ট্যাবে, তারপর লেফট সোয়াইপ করে More অপশনে ট্যাপ করতে হবে।
• এখানে আপনি পেয়ে যাবেন মিউট অপশন। এই অপশনে ট্যাপ করলেই নোটিফিকেশন বন্ধ হয়ে যাবে।
• পুনরায় নোটিফিকেশন চালু করতে গেলে ঠিক একই পদ্ধতি অবলম্বন করবেন।