আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে কিভাবে করোনা ভ্যাকসিনের জন্য নাম রেজিস্টার করবেন

কোভিড -১৯-এর বিস্তার কমিয়ে আনতে মার্চের এক তারিখ থেকেই দ্বিতীয় দফায় করোনাভাইরাস টিকাকরণের প্রক্রিয়া শুরু করেছে ভারত সরকার। দেশের নাগরিকদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই প্রথম নয়াদিল্লির এইমস থেকে কোভিড -১৯ ভ্যাকসিনের ডোজ নিয়েছিলেন। কোভিড -১৯ ভ্যাকসিনের দ্বিতীয় পর্বটি মূলত ষাটোর্ধ্ব নাগরিকদের জন্য। এছাড়াও ৪৫ বছরের বেশি বয়সী মানুষ যারা কো-মবিডিটিতে ভুগছেন অর্থাৎ একটির বেশী রোগ যাঁদের শরীরে আছে তারাও এই দ্বিতীয় দফার ভ্যাকসিনের জন্য নাম নথিভুক্ত করতে পারেন।

টিকাকরণে ইচ্ছুক প্রত্যেকে ‘কোউইন’ (Co-WIN) অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের মাধ্যমে নিজেকে নিবন্ধিত করতে পারেন। এছাড়া ‘আরোগ্য সেতু’ (Aarogya Setu) অ্যাপ্লিকেশনটির মাধ্যমেও রেজিস্টার করার বিকল্প রয়েছে।

আপনি যদি নিজের বা আপনার বাড়িতে প্রবীণ নাগরিকদের নাম ‘আরোগ্য সেতু’র মাধ্যমে রেজিস্ট্রেশন করতে আগ্রহী হন তবে নীচে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করতে পারেন:


১. সবার আগে আরোগ্য সেতু অ্যাপটি নিজের অ্যান্ড্রয়েড বা আইওএসে ফোনে ডাউনলোড করুন। যদি আপনি ইতিমধ্যেই ডাউনলোড করে থাকেন তবে দেখে নেবেন অ্যাপটি যেন আপডেটেড থাকে।

২. এবার অ্যাপটি খুলে পরপর পদ্ধতি অনুযায়ী নিজস্ব নথি এন্ট্রি করুন।

৩. এরপর ক্লিক করুন ভ্যাকসিনেশন ট্যাবে।

৪. আপনার মোবাইল নম্বর দিন এবং ওটিপিটি নির্ভুলভাবে এন্টার করুন।

৫. এরপর ভ্যাকসিনের জন্য প্রয়োজনীয় ডিটেলস্ পূরণ করুন।

পদ্ধতিটি শেষ হলেই আপনার ফোনে একটি মেসেজ আসবে, যেখানে পরবর্তীতে কি করতে হবে সেই বিষয়ে জানানো হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন