WhatsApp: হোয়াটসঅ্যাপে কীভাবে মেসেজ শিডিউল করবেন, অ্যান্ড্রয়েড ও আইওএস ফোনের জন্য রইল টিপস

WhatsApp ব্যবহারকারীদের জন্য এখনো পর্যন্ত মেসেজ শিডিউল করার ফিচার উপলব্ধ নয়। সেক্ষেত্রে পূর্বনির্ধারিতভাবে কাউকে মেসেজ পাঠাতে হলে উক্ত মেসেজিং প্ল্যাটফর্মের সদস্যেরা বেশ অসুবিধার সম্মুখীন হন। যেমন উদাহরণ হিসেবে জন্মদিনের নির্ধারিত ক্ষণে কাউকে শুভেচ্ছা জানানোর কথা বলতে পারি। এক্ষেত্রে WhatsApp ব্যবহারকারীদের কাছে প্রত্যক্ষ কোনো উপায় নেই। যদিও থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করে তারা এই কাজ করতে পারেন। এজন্য আপনাকে Google Play-Store থেকে নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে।

WhatsApp -এ শিডিউল মেসেজ ফিচার ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা যা করবেন

১। প্রথমে Play-Store ওপেন করুন।

২। এরপর SKEDit মোবাইল অ্যাপ ডাউনলোড করতে হবে।

৩। অ্যাপ্লিকেশনে লগ-ইন করুন।

৪। মেনু থেকে WhatsApp বিকল্প বেছে নিন।

৫। এবার অ্যাক্সেসিবিলিটি (Accessibility) সক্রিয় করুন।

৬। SKEDit অ্যাপ্লিকেশনে ফিরে যান এবং টগল (Toggle) অন করুন।

৭। Allow ট্যাপ করুন।

৮। এরপর পুনরায় অ্যাপে ফিরে যান।

৯। এবার এখান থেকে আপনি Ask me before sending বিকল্প বেছে নিতে পারবেন। এই বিকল্প সক্রিয় করলে নির্ধারিত দিনে মেসেজ প্রেরণের আগে আপনি নোটিফিকেশন পাবেন। সেক্ষেত্রে আপনি সম্মতি না দিলে মেসেজ সেন্ড হবে না।

১০। একই সময়ে উপরোক্ত বিকল্প সক্রিয় না করেও আপনি শিডিউল মেসেজ ফিচারের সুবিধা ভোগ করতে পারবেন। তবে এমনটা হলে আপনি কোনো নোটিফিকেশন পাবেন না।

WhatsApp -এ শিডিউল মেসেজ ফিচার ব্যবহারের জন্য অ্যাপল পরিবারের সদস্যেরা যা করবেন

১। এক্ষেত্রে আইওএস ব্যবহারকারীদের জন্য উপযুক্ত কোনো থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন উপলব্ধ নেই। তবে বিকল্প উপায়ে আইফোন ব্যবহারকারীরা শিডিউল মেসেজ ফিচার ব্যবহার করতে পারবেন। এজন্য আগ্রহীকে Siri Shortcuts App ডাউনলোড করতে হবে।

২। আইফোনে Siri Shortcuts অ্যাপ ওপেনের পর অটোমেশন ট্যাবে (Automation Tab) পৌঁছে যান।

৩। এবার প্লাস সিম্বলে ক্লিক করে পার্সোনাল অটোমেশন তৈরী করুন।

৪। অটোমেশন রান করানোর জন্য নির্ধারিত দিনের নির্দিষ্ট সময় বেছে নিন।

৫। তারিখ এবং সময় নির্দিষ্ট করার পর অ্যাকশনে (Action) ক্লিক করুন। এরপর সার্চবারে WhatsApp লিখে সার্চ করতে হবে।

৬। এখানে প্রেরণোপযোগী মেসেজ প্রদান করুন। এরপর সময় নিশ্চিত করে Next অপশনে ট্যাপ করুন।

৭। এরপর আপনার মেসেজ নির্ধারিত দিনক্ষণে বন্ধুর কাছে পৌঁছে যাবে।