অচিরেই খালি হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট, স্মার্টফোন হাতছাড়া হলে অবিলম্বে করুন এই কাজগুলি

বর্তমান ডিজিটাল যুগে স্মার্টফোন প্রত্যেক ব্যক্তির দৈনন্দিন জীবনেরই এক অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় এবং অবিচ্ছেদ্য অঙ্গ। এই ক্ষুদ্র ডিভাইস ছাড়া এক মুহূর্তও চলা মুশকিলই নয়, নামুমকিনও বটে! তবে স্মার্টফোন এখন শুধুমাত্র বিনোদনের জন্য সর্বক্ষণের সঙ্গী নয়, এতে ইউজারের অনলাইন ব্যাংকিং ডিটেলস এবং মোবাইল ওয়ালেট সহ প্রচুর ব্যক্তিগত তথ্য মজুত থাকে। যাবতীয় দরকারি কাজ এখন স্মার্টফোনে কয়েকটি টাচের মাধ্যমে এক চুটকিতেই করা হয়ে যায়। তাই এটি একটি প্রয়োজনীয় ডিভাইসের পাশাপাশি এখন অধিকাংশ মানুষেরই প্রিয় বন্ধুও বটে! তাই স্মার্টফোন চুরি হয়ে গেলে কিংবা হারিয়ে গেলে যে কারোরই গভীর চিন্তায় আচ্ছন্ন হয়ে যাওয়া খুবই স্বাভাবিক।

এদিকে এতদিন পর্যন্ত সাধারণত স্মার্টফোন চুরি করে চোরেরা সেগুলিকে পুনরায় বাজারে বিক্রি করে টাকা কামাত, তবে এখনকার ডিজিটাল যুগে ব্যাপক হারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহারের সুবাদে চোরেদের বুদ্ধিমত্তাও বেশ খানিকটা বৃদ্ধি পেয়েছে! তাই এখন চোরেরা দ্রুত অর্থ উপার্জনের জন্য ডিভাইসটি পুনরায় বিক্রি করার পরিবর্তে ইউজারের ব্যাংকিং ডিটেলস এবং অন্যান্য ব্যক্তিগত ডেটা অ্যাক্সেস করার জন্য মোবাইল ফোন চুরি করছে।

তাই আপনার স্মার্টফোন চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে শুধুমাত্র স্মার্টফোনটির কথা না ভেবে দুঃখ না করে ব্যাংকে সঞ্চিত অর্থ যাতে অনলাইন জালিয়াতির হাত থেকে সুরক্ষিত থাকে, সেদিকেও নজর দেওয়া উচিত। তাই আমাদের আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন, এবং দুর্ভাগ্যবশত কখনো স্মার্টফোন খোয়া গেলে কপাল না চাপড়ে তৎক্ষণাৎ এই কাজগুলি করুন।

১. অবিলম্বে SIM কার্ড ব্লক করুন

স্মার্টফোন খোয়া যাওয়া মাত্রই তৎক্ষণাৎ আপনি আপনার SIM (সিম) কার্ডটি ব্লক করুন, যাতে চোরেরা কোনো ফিন্যান্সিয়াল সার্ভিসের OTP (ওটিপি) বা অন্যান্য ব্যক্তিগত মেসেজের অ্যাক্সেস পেতে, কিংবা অন্য কোনো উপায়ে আপনার মোবাইল নম্বরের অপব্যবহার করতে সক্ষম না হয়। সিম কার্ড ব্লক করার পিছনে সবচেয়ে বড়ো কারণটি হল, যদি আপনার ফোন নম্বরটি ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো অন্য কোনো গুরুত্বপূর্ণ জিনিসের সাথে লিঙ্ক করা থাকে, তাহলে আপনার অ্যাকাউন্ট সংক্রান্ত কোনো ওটিপি বা মেসেজ যদি কোনোভাবে চোরেরা পেয়ে যাবে, আর আপনার অ্যাকাউন্ট খালি করতে তাদের এক সেকেন্ডও সময় লাগবে না।

সিম কার্ডটি ব্লক করার জন্য আপনাকে অন্য কোনো নম্বর থেকে আপনার টেলিকম অপারেটরকে কল করতে হবে, তবে দ্বিতীয় নম্বরটিও যেন ওই একই টেলিকম অপারেটরের হয়। উদাহরণস্বরূপ, যদি আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের ফোন নম্বরটি এয়ারটেলের হয়, তাহলে আপনি অন্য যে-কোনো এয়ারটেল নম্বর থেকে কাস্টমার কেয়ারে কল করে আপনার সিম কার্ডটি ব্লক করতে পারেন।

২. মোবাইল ওয়ালেটগুলির অ্যাক্সেস ব্লক করুন

স্মার্টফোন হারিয়ে যাওয়া মাত্রই সেটিতে বিদ্যমান যে-কোনো ওয়ালেট অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস যাতে আর অন্য কেউ না পেতে পারে, সেজন্য সেগুলিকে বন্ধ করে দেওয়া একান্ত আবশ্যক। অ্যাপের মাধ্যমে বা অন্য কোনো ভেরিফায়েড হেল্পডেস্কে কল করে আপনার ফোন নম্বরের সাথে লিঙ্ক থাকা Paytm, Google Pay-এর মতো যাবতীয় মোবাইল ওয়ালেটগুলির অ্যাক্সেস ব্লক করুন। কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে এই কাজটি করা খুবই জরুরি।