Smartphone Fast: স্লো স্মার্টফোন ফাস্ট করবেন কীভাবে জেনে নিন

সদ্য কেনার পর Android ফোনের দুরন্ত পারফরম্যান্সে আমরা সবাই মুগ্ধ হয়ে যাই। ফলে সব কাজ ফেলে সারাদিন ফোনটা হাতে নিয়ে ঘাঁটাঘাঁটি করতে ইচ্ছে করে। কিন্তু যত দিন যায়, দেখা যায় যে ফোনটি ধীরে ধীরে স্লো হয়ে যাচ্ছে, বেশ কিছু আনুষঙ্গিক সমস্যা দেখা দিচ্ছে, এবং পারফরম্যান্সও আগের তুলনায় বহুগুণে কমে যাচ্ছে। এর এক অন্যতম মূল কারণ হল আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি শেষ হয়ে আসা। বর্তমান ডিজিটাল যুগে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মাধ্যমে চ্যাটিংয়ের দরুন আমাদের ফোনে রাশি রাশি ইমেজ এবং ভিডিও জমা হয়ে যায়, এবং আস্তে আস্তে সেগুলি ফোনের স্টোরেজ স্পেসকে সম্পূর্ণভাবে গ্রাস করে নেয়। এর ফলস্বরূপ ধীরে ধীরে ফোনটি স্লো হয়ে যেতে থাকে।

এছাড়া, দীর্ঘদিন ধরে ব্যবহার না করা কোনো অ্যাপ, অপ্রয়োজনীয় ফাইল সহ আরও একাধিক অবাঞ্ছিত জিনিসও ফোনের স্টোরেজ স্পেস দখল করে। মজার ব্যাপার হল, আপনার ফোনে যত বড়ো মাপের (জিবি) এসডি কার্ডই থাকুক না কেন, কিছু জিনিস ফোনের ইন্টারনাল স্টোরেজেই কেবলমাত্র জমা হয়, সেগুলিকে এসডি কার্ডে অনেকক্ষেত্রে মুভ করানো যায় না। কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনকে সচল এবং দুরন্তভাবে সক্রিয় রাখার জন্য স্টোরেজ স্পেস খালি রাখা অত্যন্ত জরুরী। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদের চারটি উপায়ের কথা বলব, যেগুলি অনুসরণ করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্টোরেজ খালি করতে পারবেন, যাতে ফোনটি আবার নতুনের মতো পারফরম্যান্স দিতে সক্ষম হয়।

স্লো অ্যান্ড্রয়েড স্মার্টফোন দ্রুত করতে করণীয় কাজ (Speed Up Slow Android Smartphone)

ক্যাশে ডিলিট করুন

বেশিরভাগ অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন রান করালেই ফোনে অপ্রয়োজনীয় cached data জমা হতে থাকে। এটি নিয়মিতভাবে আপনার ফোনের বেশ খানিকটা করে জায়গা দখল করতে থাকে। যত বেশি অ্যান্ড্রয়েড অ্যাপ রান করাবেন, তত বেশি করে ক্যাশে ফাইল জমা হতে থাকবে। তাই ফোনের ইন্টারনাল স্টোরেজ খালি রাখার জন্য দিনান্তে ক্যাশে ডেটা ডিলিট করা একান্ত আবশ্যক। এরফলে স্লো মোবাইল ফাস্ট কাজ করবে।

কোনো একটি নির্দিষ্ট অ্যাপের ক্যাশে ডেটা ডিলিট করতে হলে, প্রথমে Settings > Applications > Application Manager-এ গিয়ে অ্যাপটিকে বেছে নিন। এরপর অ্যাপটির ক্যাশে ডেটা ডিলিট করার জন্য অ্যাপের Application details মেনুতে যান, এরপর Storage-এ টাচ করুন, এবং তারপর Clear Cache প্রেস করুন। আবার সমস্ত অ্যাপ থেকে ক্যাশে ডেটা ডিলিট করার জন্য প্রথমে Settings-এ যান, তারপর Storage, এবং তারপরে Cached data বাটনে ক্লিক করুন।

পুরোনো ইমেইল অ্যাটাচমেন্ট বা ডাউনলোড করা ফাইলগুলি ডিলিট করুন

যদিও ইমেইলগুলির সাথে সংযুক্ত ডকুমেন্ট বা ফাইলগুলি রেখে দিলে পরে প্রয়োজনমতো সেগুলি ব্যবহার করতে সুবিধা হয়, কিন্তু আস্তে আস্তে জমা হতে হতে এই জিনিসগুলি আপনার ফোনের স্টোরেজকে গ্রাস করতে থাকে। তাই অযথা পুরোনো ফাইলগুলি রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই, বরং ফোনের শারীরিক সুস্থতার কথা মাথায় রেখে এগুলি ডিলিট করে দেওয়াই শ্রেয়। এর জন্য অ্যান্ড্রয়েডে অ্যাপ ট্রে ওপেন করুন এবং Downloads folder-এ নেভিগেট করুন। তারপর কোনো একটি ফাইলকে ডিলিট করার জন্য সেটিতে ট্যাপ করে হোল্ড করে রাখুন, তারপর Delete-এ সিলেক্ট করুন।

Files by Google অ্যাপের মাধ্যমে নিয়মিতভাবে জাঙ্ক ক্লিয়ার করুন

কেবলমাত্র কয়েকটি ক্লিকের দ্বারা Files by Google অ্যাপের সাহায্যে রোজ জাঙ্ক ফাইল ক্লিয়ার করে আপনার ফোনের অনেকটা জায়গা আপনি খালি করতে সক্ষম হবেন। শুধু তাই নয়, আপনি যদি কখনো ভুলেও যান, তাহলে Files আপনাকে ফোনের অবাঞ্ছিত আবর্জনা বা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করার জন্য সময়ে সময়ে আপনাকে রিমাইন্ডারও দেবে। আর অপ্রোজনীয় ফাইল ডিলিট করার ফলে আপনার ফোনের স্টোরেজ খালি হবে এবং ফোন আরো দ্রুত হবে।

Cloud-এ আপনার ডেটা ব্যাকআপ নিয়ে রাখুন

ফোনের স্টোরেজ স্পেস খালি রাখা অত্যন্ত জরুরী হলেও ফোনে একাধিক প্রয়োজনীয় তথা গুরুত্বপূর্ণ তথ্য থেকে থাকে, যেগুলো চাইলেও ডিলিট করা সম্ভব হয় না। তাহলে সেগুলিও রাখতে হবে, আবার ফোনের কর্মক্ষমতা দুর্দান্ত রাখার জন্য স্টোরেজ স্পেসও খালি করতে হবে – এই দুই দিক একসাথে বজায় করা সম্ভব কীভাবে? এর একমাত্র উত্তর হল Cloud সার্ভিস ব্যবহার করা। Google Drive-এ যাবতীয় প্রয়োজনীয় ফাইল স্টোর করার জন্য বিনামূল্যে ১৫ জিবি স্পেস দেওয়া হয়, তাই আপনার ফোন থেকে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলি Google Drive-এ সেভ করে রাখুন। এর ফলে চিরজীবনের মতো আপনার ফাইলগুলি সুরক্ষিতভাবে স্টোর করা থাকবে, পাশাপাশি ফোনের স্টোরেজও খালি রাখা সম্ভব হবে।