মোবাইল নম্বর বা IP অ্যাড্রেস থাকলেই জানা যাবে কারো গতিবিধি? জেনে নিন লোকেশন ট্র্যাকিংয়ের সাতকাহন

আপনি কি কোনো ব্যক্তির লোকেশন জানতে আগ্রহী? কিংবা কীভাবে মোবাইল নম্বরের সাহায্যে কারো লোকেশন বের করা যায় সে সম্পর্কে জানতে চান? তাহলে একটু দাঁড়ান, কারণ আপনার সমস্ত কৌতূহল মেটাতে পারে আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ছোঁয়া লেগেছে। প্রযুক্তির নিত্যনতুন ব্যবহারে গোটা দুনিয়াই নতুন রঙে সেজে উঠেছে এবং মানুষের দৈনন্দিন জীবন এখন হয়ে উঠেছে সহজ, সরল এবং প্রাণবন্ত। সেক্ষেত্রে স্মার্টফোনের মতো ডিভাইস এখন মানুষের হাতে হাতে উপলব্ধ হয়ে যাওয়ায় ওপরের প্রশ্নগুলি অনেকেরই মাথাতেই আকছার ঘোরাফেরা করে। আবার অনেক সময় সিনেমায় দেখা যায় যে, অপরাধীদের লোকেশন জানার জন্য পুলিশ তাদের মোবাইল ফোন নম্বর ট্র্যাক করছে; ফলত এই কাজগুলি কীভাবে করা যায়, সেই নিয়েও বহু জনের মনে প্রবল কৌতূহলের সঞ্চার হয়। কিন্তু এই বিষয়ে তারা চট করে কোনো দিশা পান না।

এর মধ্যে অনেকেই নিজেদের কৌতূহল মেটাতে গুগল (Google) সার্চ করেন। তবে গুগলে সার্চ করলে সাধারণভাবে যে উপায়গুলির সন্ধান মেলে, সেগুলিকে বাস্তবে প্রয়োগ করা কিন্তু খুব একটা সহজ কাজ নয়। সেক্ষেত্রে আপনাদের মনেও যদি এই ধরনের প্রশ্নগুলি এসে থাকে তাহলে বলে রাখি যে – আইপি অ্যাড্রেস (IP Address), আইএমইআই নম্বর (IMEI Number) কিংবা ফোন নম্বর দিয়ে লোকেশন ট্র্যাক করার বেশ কিছু উপায় রয়েছে, তবে এই পদ্ধতিগুলি অনেকেরই অজানা বা এগুলি চাইলেও কাজে লাগানো যাবে এমনটা জোর দিয়ে বলা যায় না। যেমন আইপি অ্যাড্রেস দিয়ে যে কারোর লোকেশন ট্র্যাক করা যায়, তবে তার জন্য আপনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকা একান্ত আবশ্যক। আবার আইএমইআই বা মোবাইল নম্বরের সাহায্যে চট করে কারোর লোকেশন জানা যায় না। চলতি সময়ে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় পুলিশ কিংবা হ্যাকাররা এই কাজ করতে পারে, তবে সাধারণ মানুষের পক্ষে এইভাবে লোকেশন ট্র্যাকিং কার্যত অসম্ভব বললেই চলে।

IP Address ও লোকেশন ট্র্যাকিং

এক্ষেত্রে বলে রাখি, আইপি অ্যাড্রেস অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস (Internet Protocol Address) হল চারটি নম্বরের একটি অনন্য সেট। প্রতিটি ডিভাইসেরই নিজস্ব আইপি অ্যাড্রেস রয়েছে। আগেই বলেছি যে, আপনি আইপি অ্যাড্রেসের সাহায্যে যে কারোর লোকেশন খুঁজে বের করতে পারেন। তবে এর জন্য আপনার কাছে সেই ব্যক্তির আইপি অ্যাড্রেসটি থাকতে হবে এবং অ্যাড্রেসটিকে ট্র্যাক করার জন্য আপনাকে আইপি লুকআপ (IP Lookup) বা ওল্ফরাম আলফা (Wolfram Alpha)-র মতো কোনো ওয়েবসাইটের সাহায্য নিতে হবে। সোজা কথায় বললে, এই ওয়েবসাইটগুলির মারফত লোকেশন ট্র্যাক করতে হলে আপনাকে সংশ্লিষ্ট ব্যক্তির আইপি অ্যাড্রেসটি এন্টার করতে হবে এবং তারপরেই আপনি তার সম্ভাব্য লোকেশনটি জানতে সক্ষম হবেন।

পুলিশ যেভাবে লোকেশন ট্র্যাকিং করে 

এবার পুলিশ কীভাবে ফোন নম্বর ট্র্যাক করে অপরাধী বা সন্দেহভাজনদের লোকেশন জানতে পারে, সে সম্পর্কে গুটিকয়েক কথা জেনে নেওয়া যাক। মূলত পুলিশ একটি ফোন নম্বর ট্র্যাক করার জন্য সেই নম্বর বা IMEI নম্বর ব্যবহার করে। আর এই কাজটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পুলিশ প্রধানত টেলিকম সংস্থাগুলির উপর নির্ভরশীল। পুলিশ কোনো ফোন নম্বরকে ট্র্যাক করার জন্য টেলিকম সংস্থার কাছ থেকে সাহায্য চায়। এবার সেই ফোন নম্বরটি কোন সেল টাওয়ারের কাছে সক্রিয়, কিংবা ট্র্যাক করার সময় সেল টাওয়ার থেকে ওই নম্বরটি ঠিক কতটা দূরে রয়েছে, সে সম্পর্কে টেলিকম সংস্থাটি পুলিশকে অবহিত করে। আর এভাবেই পুলিশ অতি অনায়াসে অপরাধীদের লোকেশন ট্র্যাক করতে পারে।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

3 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

3 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

5 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

5 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

6 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

6 hours ago