Truecaller থেকে কিভাবে নিজের নাম ও নম্বর সরিয়ে ফেলবেন

আপনাদের অনেকেই Truecaller অ্যাপ্লিকেশনটির সাথে পরিচিত। বিশ্বের কয়েক কোটি মানুষ এই কলার আইডি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে। ট্রু কলার এমন একটি অ্যাপ্লিকেশন যা অজানা নম্বরগুলি শনাক্ত করে। যদিও অ্যাপটিকে ডায়লার বা মেসেজিং অ্যাপ হিসেবেও ব্যবহার করা যায়। তবে এই অ্যাপের একটি সমস্যাই বলতে পারেন যে, একবার কোনোভাবে এখানে নম্বর রেজিস্টার্ড করার পর অ্যাপটি আন-ইনস্টল করলেও, যতক্ষন না আপনি অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করছেন ততক্ষন পর্যন্ত আপনার সমস্ত তথ্য অ্যাপের ডেটাবেসে থেকে যায়। আবার ধরুন কোনো ব্যক্তি আগে আপনার নম্বরটি ব্যবহার করেছিল, সে হয়তো ট্রু কলারে নিজস্ব ডেটাবেস তৈরি করে রেখেছে। ফলে আপনি Truecaller অ্যাপে নম্বর রেজিস্টার্ড না করলেও সেই পুরানো ডেটা দেখা যাবে।

বেশির ভাগ ক্ষেত্রেই আমরা চাই না প্রত্যেকে কল করার সময় আমাদের নাম বা অন্যান্য ডিটেইলস জানুক। তাই আপনিও যদি না চান, আপনার নম্বরটি ট্রুকলারের ডেটাবেসে থাকুক, তবে আজ আমরা আপনাকে একটি উপায় বলব। কিন্তু মনে রাখবেন, আপনি যদি বর্তমানে ওই নম্বর দিয়ে অ্যাপটি ব্যবহার করেন তবে তা সরানো যাবেনা। ওই নির্দিষ্ট নম্বরের সাথে সংযুক্ত ট্রুকলার অ্যাকাউন্টটি বন্ধ করলেই তবেই অ্যাপের ডেটাবেস থেকে সেটিকে রিমুভ করা যাবে।

Truecaller অ্যাকাউন্ট কিভাবে ডি-অ্যাক্টিভ করবেন:

অ্যান্ড্রয়েড ইউজাররা প্রথমে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের বাম কোণে বা ডান কোণের থ্রি লাইন বা থ্রি ডট আইকনে ক্লিক করুন, এবং সেটিংসে যান। এরপর প্রাইভেসি সেন্টার অপশনে ক্লিক করলেই আপনি Deactivate অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টটি ডি-অ্যাক্টিভেট হয়ে যাবে।

আইফোন ব্যবহারকারীরাও একইভাবে ট্রুকলার অ্যাপটি খুলুন। এরপর ওপরের ডানদিকে গিয়ার আইকনে আলতো ক্লিক করুন। তারপরে About Truecaller অপশনে ক্লিক করুন। একটু নিচের দিকে স্ক্রল করলেই অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেট অপশনটি পেয়ে যাবেন।

এতো গেলো অ্যাকাউন্ট ডি-অ্যাক্টিভেশনের কথা। এবার কিভাবে নিজের নম্বরটি ট্রু কলারের পরিষেবা থেকে অদৃশ্য করতে পারবেন, তা জেনে নিন।

Truecaller অ্যাপ থেকে নিজের নাম ও নম্বর কিভাবে সরাবেন:


১. প্রথমে ট্রু কলারের Unlist ওয়েব পেজে যান।
২. এরপর দেশের কোড সহ সেখানে আপনার ফোন নম্বরটি টাইপ করুন। (যেমন +৯১৯৯৩২xxxxxx)
৩. নম্বরটি টাইপ করা হয়ে গেলে সেটিকে আনলিস্ট করতে কারণ হিসেবে কোনো একটি বিকল্প নির্বাচন করুন।
৪. এবার সেখানে ক্যাপচা এন্টার করুন এবং আনলিস্ট অপশনে ক্লিক করুন।

ট্রু কলার দাবি করে, ২৪ ঘন্টার মধ্যে ওই আনলিস্টেড নম্বরটি সরানো হবে। জানিয়ে রাখি, নম্বরটি রিমুভ করলেও পরবর্তী সময়ে আপনার ফোন নম্বরটি নাম সহ প্রদর্শিত হতে পারে। এক্ষেত্রে অন্য কারো ট্রু-কলার থেকে আপনি ওই নম্বরটি চেক করে দেখতে পারেন, যদি কোনো ডিটেলস না দেখা যায় তাহলে জানবেন আপনি নম্বরটি ট্রু কলার থেকে মুছে ফেলতে সক্ষম হয়েছেন। তবে যদি দেখা যায়, তবে আপনাকে পুনরায় এটি মুছে ফেলার চেষ্টা করতে হবে। জানিয়ে রাখি, আপনার পরিচিত কেউ যদি ওই নম্বরে নাম বা অন্যান্য ডিটেইলস সেভ করে রাখে, সেক্ষেত্রে অনেক সময় নম্বরটি সার্চ করলে ওই নাম বা ডিটেইলস প্রদর্শিত হবে।

Anwesha Nandi

Share
Published by
Anwesha Nandi
Tags: Truecaller

Recent Posts

24 ক্যারাট সোনা দিয়ে তৈরি এই Samsung স্মার্টফোন, কত দাম অনুমান করুন দেখি

অ্যাপল (Apple) এবং স্যামসাং (Samsung) এর ফ্ল্যাগশিপ ফোনের লাক্সারি কাস্টম এডিশন বানানোর জন্য সুপরিচিত ব্র্যান্ড,…

1 hour ago

Best 108MP Camera Smartphone: দাম শুরু 9 হাজার টাকা থেকে, সেরা 3 স্মার্টফোন দেখে নিন

আপনি যদি কম দামে সেরা ক্যামেরা স্পেসিফিকেশনের ফোন কিনতে চান, তবে অ্যামাজন ইন্ডিয়া এবং ফ্লিপকার্টে…

1 hour ago

অতিসস্তায় ভারতে ঝড় তুলতে আসছে 8GB র‌্যামের এই ফোন, ফুল চার্জে চলবে 60 দিন পর্যন্ত

Tecno Spark Go 1 এই সপ্তাহের শুরুতে বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে। এবার ভারতে সাড়া ফেলতে…

3 hours ago

Moto G Stylus: মোটোরোলার নয়া চমক, মন জয় করবে স্টাইলাস পেনের স্মার্টফোন

Moto G Stylus (2025) খুব তাড়াতাড়ি Moto G Stylus (2024)-এর উত্তরসূরী হিসাবে বাজারে পা রাখতে…

4 hours ago

স্প্লেন্ডরের দ্বিগুণ! 23 লিটারের ফুয়েল ট্যাংক এই মোটরসাইকেলে, লঞ্চের আগে শুরু বুকিং

BMW Motorrad ভারতে একজোড়া দুর্দান্ত বাইক লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। জার্মান সংস্থাটির লেটেস্ট মডেল হিসাবে BMW…

5 hours ago

8199 টাকা থেকে পাওয়া যাচ্ছে LED Smart TV, 12 হাজার টাকার কমে সেরা 5 টিভি দেখুন

বাজেটের মধ্যে নতুন Smart TV খোঁজ করলে এই প্রতিবেদন আপনার জন্য। এখানে আমরা অ্যামাজনে বিক্রি…

5 hours ago