অনলাইনে বিনামূল্যে কীভাবে সিনেমা দেখবেন ও ডাউনলোড করবেন

করোনা ভাইরাসের জেরে বিগত এক বছরে আমাদের জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। দিন, সপ্তাহ বা মাস কাটছে ঘরের চার দেওয়ালের মধ্যেই। ফলে এখন কাজ বা পড়াশোনার পাশাপাশি, অবসরে বিনোদন জরুরি হয়ে পড়েছে। এদিকে বিনোদনের অন্যতম উৎস সিনেমা উপভোগ করার ক্ষেত্রে, স্মার্টফোন-ইন্টারনেট বা ওটিটি প্ল্যাটফর্মের এই যুগে গুনতে হচ্ছে নানা ধরনের সাবস্ক্রিপশন ফি। তবে আপনি যদি এই মুহূর্তে কোনো স্ট্রিমিং পরিষেবার জন্য টাকা খরচ না করে বাড়িতে বসে সিনেমা দেখতে চান, তাহলে আপনাদের জন্য রইল তিনটি সেরা উপায় যা ব্যবহার করে অনলাইনে বিনামূল্যে সিনেমা দেখা যাবে। কী সেই মাধ্যম? আসুন দেখে নিই…

এই সমস্ত জায়গা থেকে দেখুন ফ্রি সিনেমা

YouTube

বিনামূল্যে সিনেমা দেখার জন্য ইউটিউব একটি সেরা মাধ্যম। তবে এতে সাম্প্রতিক সিনেমার কালেকশন নেই, আগ্রহীরা চাইলে পুরনো সিনেমাগুলি দেখতে পারবেন। এদিকে ইউটিউবের সাধারণ ভার্সনের ইউজাররা সিনেমা দেখার সময় বিজ্ঞাপন দ্বারা বাধাগ্রস্ত হতে পারেন। সেক্ষেত্রে এই জাতীয় অসুবিধা থেকে মুক্তি পেতে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারেন, এমনকি চাইলে কিছু সিনেমা অফলাইনে ডাউনলোডও করতে পারবেন।

Eros Now

ইরোস নাও-এর ওয়েবসাইট এমনিতে সাবস্ক্রিপশন ভিত্তিক পরিষেবা প্রদান করে। তবে, আপনারা চাইলে এই প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে সিনেমা দেখতে পারেন। সেক্ষেত্রে এতে কোনো সিনেমা ডাউনলোড করা যাবে না।

Disney+Hotstar

সিনেমা, ওয়েব শো, সিরিয়াল ইত্যাদি দেখার জন্য ডিজনি+হটস্টার একটি সেরা বিনোদন মাধ্যম। এমনিতে এটি দু ধরণের (VIP, Premium) সাবস্ক্রিপশন সরবরাহ করে। তবে এতে বিনামূল্যেও প্রচুর কন্টেন্ট দেখা যায়। তাই আপনারা চাইলে এটির অনলাইন ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সময় কাটাতেই পারেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন