ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই ATM থেকে কিভাবে টাকা তুলবেন, জেনে নিন

এবার ডেবিট কার্ড ছাড়াই এটিএম (অটোমেটেড টেলার মেশিন) থেকে টাকা তোলা যাবে। হ্যাঁ, প্রথমে শুনতে অবিশ্বাস্য লাগলেও প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশে এই ধরনের সুবিধা আমাদের জন্য উপলব্ধ হয়ে যাচ্ছে। ফলে বাড়িতে ডেবিট কার্ড রেখে গেলেও, রাস্তায় ক্যাশ টাকার প্রয়োজন হলে আর চিন্তা নেই। নতুন একটি রিপোর্ট অনুযায়ী, ভারতবর্ষে এটিএম নির্মাণকারী ফার্ম, ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কর্পোরেশন (NCR corporation) সম্প্রতি ইউনিফায়েড পেমেন্ট (UPI) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে কার্ড ছাড়াই ক্যাশ তোলার ব্যবস্থাটি সম্ভব করেছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এবং সিটি ইউনিয়ন ব্যাংক (City Union Bank) একটি অংশীদারিত্বের মাধ্যমে এই পরিষেবাটি চালু করেছে।

এর আগে এসবিআই (SBI) ও আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের এটিএম (Atm) থেকে কার্ড ছাড়াই টাকা তোলা যেত। সিটি ইউনিয়ন ব্যাংক (City Union Bank) জানিয়েছে যে, দেশজুড়ে প্রায় ১,৫০০ এটিএম ইতিমধ্যেই এই পরিষেবাটি সরবরাহ করতে প্রস্তুত এবং অন্যান্য আরও এটিএমে এই পরিষেবাটি দ্রুত চালু করার চেষ্টা চলছে। এটিএম থেকে ডেবিট কার্ড ছাড়াই টাকা তোলার জন্য আপনার স্মার্টফোনে গুগল পে (GPay), ভিম (BHIM), পেটিএম (Paytm), ফোনপে (PhonePe) ইত্যাদি যে কোনও ইউপিআই (UPI) অ্যাপ থাকতে হবে। এবার জেনে নিন কীভাবে কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলবেন।

পদ্ধতি

১. আপনাকে এমন একটি এটিএমে যেতে হবে যেখানে এই পরিষেবাটি উপলব্ধ। এরপর আপনার স্মার্টফোনের যে কোনো ইউপিআই (UPI) অ্যাপ যেমন গুগল পে (GPay), ভিম (BHIM), পেটিএম (Paytm), ফোনপে (PhonePe), যে কোনো একটি খুলে এটিএম মেশিনে দৃশ্যমান কিউআর কোডটি (QR Code) স্ক্যান করতে হবে।

২. স্ক্যান করার পরে আপনি যে পরিমাণ অর্থ তুলতে চান তা আপনাকে টাইপ করতে হবে এবং তারপরে প্রসেস অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর আপনাকে একটি ৪ বা ৬ সংখ্যার ইউপিআই (UPI) পিন এন্ট্রি করার সঙ্গে সঙ্গে আপনি এটিএম থেকে টাকা পেয়ে পাবেন।

পরিষেবাটির জন্য আপনার কয়েকটি জিনিস মনে রাখা দরকার

১. এটিএমগুলিতে আপনি যে কিউআর (QR code) কোডগুলি স্ক্যান করেন সেগুলি সমস্ত গতিশীল তাই প্রতিটি লেনদেনের জন্য কিউআর কোডটি (QR Code) পরিবর্তিত হয়ে যায় এবং অনুলিপি করা যায় না। সেই জন্য প্রত্যেকবার টাকা তোলার সময় আপনাকে বারবার নতুন কিউআর কোড (QR Code) স্ক্যান করতে হবে। এটি একটি ক্লান্তিকর প্রক্রিয়া বটে তবে এটি আপনার লেনদেনগুলি সুরক্ষিত করার সেরা উপায়।

২. বর্তমানে ৫০০০ টাকার বেশী এই পদ্ধতিতে তোলা যাবে না তবে পরবর্তী ক্ষেত্রে টাকার পরিমাণ বাড়ানো হবে।

ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কর্পোরেশন (NCR Corporation) এবং ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) একসাথে বর্তমানে দেশের সকল এটিএমগুলিতে এই সুবিধা কীভাবে প্রয়োগ করা যেতে পারে তা নিয়ে আলোচনায় রয়েছে এবং তারা সরকারী ও বেসরকারী উভয় ব্যাংকের সাথে কথা বলছে।

ন্যাশনাল ক্যাশ রেজিস্টার কর্পোরেশনের (NCR Corporation) একজন মুখপাত্র বলেছেন যে, তারা সফটওয়্যার আপগ্রেডের মাধ্যমে এই সুবিধাটি সিটি ইউনিয়ন ব্যাঙ্কের এটিএমগুলিতে কার্যকর করেছে, ফলে আর হার্ডওয়্যার আপগ্রেড করার দরকার নেই। বর্তমানে কর্মরত সমস্ত এটিএমগুলিকে নতুন সফটওয়্যার দিয়ে আপগ্রেড করা সম্ভব।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন