AC-র মতো ঘর ঠান্ডা রাখবে Cooler, কেনার সময় অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

এই গ্রীষ্মে গরমের তীব্রতা এতই বেড়েছে যে, ফ্যানের হাওয়াও ক্রমে দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অনেক মানুষই ভরসা করতে শুরু করেছেন Air Cooler এর উপর।…

এই গ্রীষ্মে গরমের তীব্রতা এতই বেড়েছে যে, ফ্যানের হাওয়াও ক্রমে দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে অনেক মানুষই ভরসা করতে শুরু করেছেন Air Cooler এর উপর। কিন্তু মাঝে মাঝে নানা সমস্যার কারণে Cooler-ও ঠিক মতন ঘর ঠান্ডা করতে পারে না। আর আপনি যদি এমন সমস্যার সম্মুখীন হন তবে আপনার বেশ কিছু বিষয়ের প্রতি যত্নবান হওয়া উচিত। আসুন সঠিক Air Cooler কীভাবে নির্বাচন করবেন জেনে নেওয়া যাক।

সঠিক কুলিংপ্যাড নির্বাচন

কুলার কেনার সময় বেশিরভাগ ক্রেতাই তাতে কোন কুলিং প্যাড ব্যবহার করা হয়েছে সেদিকে বিশেষ মনোযোগ দেন না। কিন্তু ক্রেতাদের কুলার কেনার উড উল কুলিং প্যাডের পরিবর্তে হানিকোম্ব কুলার নেওয়া উচিত। আসলে উড উল যুক্ত কুলিংপ্যাডের পরিবর্তে হানিকোম্ব ব্যবহার করলে কুলারটি বেশি শীতলতা প্রদান করে। এই হানিকোম্ব একটি বিশেষ সেলুলোজ উপাদান দ্বারা তৈরি, সেই কারণে জল শোষণ করার ক্ষমতা বেশি থাকায় এটি বাইরের গরম বাতাসকে দ্রুত ঠান্ডা করতে পারে।

হানিকোম্ব-এর উপকারিতা

কমপক্ষে দুই থেকে তিন বছর অনায়াসেই এই হানিকোম্ব ব্যবহার করা যায়। এমনকি এটির অতিরিক্ত রক্ষণাবেক্ষণের প্রয়োজনও হয় না। কিন্তু কুলিং প্যাডে ধুলো জমার কারণে প্রতিবছর এটি পরিবর্তন করতে হয়। হানিকোম্ব-এর ডিজাইন এয়ারওয়েবের মত হওয়ায় বায়ু চলাচল ঠিকমতো হয়, ফলে হাওয়া ঠান্ডা হয়ে যায়। কিন্তু উড উল কুলিং প্যাডে অসমান ছিদ্র থাকায় ঠিক মত বায়ু চলাচল হয়না। ফলে গরম হাওয়া নির্গত হতে থাকে।

উড উল কুলিং প্যাডের উপকারিতা

এই ধরনের কুলিং প্যাডেরও কিছু সুবিধে আছে। যদিও টাকা বাঁচানোর জন্য অনেক কুলারে কম উল ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে আলাদা করে এই উল কিনে কুলারে লাগাতে পারেন, আর এর ফলে বায়ু চলাচলের ছিদ্রগুলি অনেক ছোটো হয়ে আসবে এবং আগের তুলনায় ঘর বেশি ঠান্ডা হবে।

মূল্যের তারতম্য

বাজারে ৭০০ থেকে শুরু করে ১৪০০ টাকা মূল্যেরও হানিকোম্ব পাওয়া যায়। আর কুলারের উলগুলি (ঘাসের মতো) পাওয়া যায় ৮০ থেকে ১০০ টাকায়।