Barbie Download: বার্বি মুভি বিনামূল্যে ডাউনলোড করেছেন? ভাইরাসে আক্রান্ত আপনার ডিভাইস

Barbie নামটির সাথে অনেকেরই ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই যখন গ্রেটা গারউইগ পরিচালিত এবং মার্গট রবি অভিনীত বার্বি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন একে…

Barbie নামটির সাথে অনেকেরই ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তাই যখন গ্রেটা গারউইগ পরিচালিত এবং মার্গট রবি অভিনীত বার্বি সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়, তখন একে নিয়ে অনেকের মনে কৌতূহল এবং অসম্ভব উত্তেজনা দেখা যায়। সম্ভবত এই কারণেই বার্বি সিনেমাটি ইতিমধ্যেই গোটা বিশ্বে ২৭৬.৩৯ কোটি টাকা আয় করেছে। আর এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে স্ক্যামাররা তাদের কার্যসিদ্ধি করতে মাঠে নেমে পড়েছে। তারা ব্যবহারকারীদের ভুয়ো বার্বি মুভি (Barbie Movie) ডাউনলোড লিঙ্কের পাশাপাশি ভুয়ো ফ্রি মুভি টিকিট দেবার প্রতিশ্রুতি দিচ্ছে৷ আপনি যদি সম্প্রতি এই ধরনের লিঙ্কগুলি দেখে থাকেন তাহলে সতর্ক হয়ে যান।

বার্বি মুভি বিনামূল্যে ডাউনলোড স্ক্যাম

অনলাইন সুরক্ষা সংস্থা McAfee জানিয়েছে, বর্তমানে অনলাইনে বিভিন্ন ধরণের স্ক্যাম শুরু হয়েছে। আর বার্বি মুভিকে (Barbie Movie) কাজে লাগিয়ে প্রতারকরা নতুন পদ্ধতিতে প্রতারণা করা শুরু করে দিয়েছে। তারা এই সিনেমা ডাউনলোড করার জন্য যে লিঙ্কগুলি দিচ্ছে সেগুলি আসলে ব্যবহারকারীর ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করার জন্য ডিজাইন করা হয়েছে। আর একবার এই লিঙ্কে ক্লিক করলেই ডিভাইসটি সংক্রমিত হয়ে যাবে এবং স্পাইওয়্যার ব্যবহার করে প্রতারকেরা ব্যবহারকারীর ডেটা চুরি করার চেষ্টা করবে। বিশ্বের যে তিনটি দেশে সব থেকে বেশি এই ধরনের অনলাইন স্ক্যাম করা হচ্ছে তার মধ্যে ভারতও রয়েছে।

ম্যাকাফির চিফ টেকনোলজি অফিসার স্টিভ গ্রবম্যান বলেছেন, সাইবার অপরাধীরা সবসময় ফিশিং এবং অন্যান্য স্ক্যামগুলিকে আকর্ষণীয় এবং বিশ্বাসযোগ্য করার চেষ্টা করে থাকে। তাই তারা সিনেমার প্রিমিয়ার, কনসার্ট বা স্পোর্টসের মতো জনপ্রিয় ইভেন্টগুলিকে কাজে লাগায় এবং ব্যবহারকারীদের সংক্রমিত লিঙ্কে ক্লিক করার জন্য প্ররোচিত করে।

তাই আপনি যদি বার্বি মুভি ডাউনলোডের কোনো লিঙ্ক পান অথবা কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে এমন কোনো ভিডিও পান যার মাধ্যমে আপনি বিনামূল্যে এই মুভিটির টিকিট পেতে পারেন, তাহলে ভুলেও সেই সমস্ত লিঙ্কগুলিতে ক্লিক করবেন না। কারণ এর মাধ্যমে প্রতারকেরা আপনার ডিভাইসে বিভিন্ন ধরনের ভাইরাস ইনস্টল করে আপনার সংবেদনশীল ডেটা নষ্ট করতে ও চুরি করতে পারে।

ম্যাকাফে গবেষকরা বেশ কিছু ভুয়ো এবং দূষিত ভিডিও আবিষ্কার করেছেন, যে ভিডিওগুলি দ্বারা স্ক্যামাররা বিনামূল্যে টিকিট দেওয়ার প্রলোভন দেখাচ্ছিলো। গবেষকরা এই ফাইলগুলিতে ‘রেড লাইন স্টিলার’ নামে পরিচিত ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন, যা ডিভাইস থেকে ব্যক্তিগত তথ্য, লগইন ডিটেলস এবং আরো অন্যান্য তথ্য চুরি করতে সক্ষম।

আর এই ম্যালওয়্যার ইনস্টল করে স্ক্যামাররা নিজেরাই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য এবং ব্যাঙ্কিং ডিটেইলস চুরি করে নানা ধরনের অপরাধমূলক কাজ করতে পারে। অথবা তারা ডার্ক ওয়েব মার্কেটপ্লেসগুলিতে চুরি করা তথ্য গুলি পোস্ট করে বিক্রি করে দিতে পারে।

কিভাবে এই ধরনের স্ক্যাম থেকে নিরাপদে থাকবেন?

  • এই ধরনের স্ক্যাম থেকে নিজেকে রক্ষা করার জন্য ডিভাইসে বিভিন্ন ধরনের অনলাইন প্রটেকশন অ্যাপ ইনস্টল করতে পারেন। যেগুলি আপনাকে অপরিচিত লিঙ্কে কোনো ম্যালওয়্যার আছে কিনা তা শনাক্ত করতে সাহায্য করবে।
  • অনলাইনে সর্বদা সতর্ক থাকতে হবে। কখনোই সন্দেহজনক কোনো লিঙ্কে ক্লিক করবেন না।
  • ডিসকাউন্টের প্রলোভন দেখিয়ে কোনো অপরিচিত নম্বর থেকে ফোন বা মেসেজ এলে সেই প্রোডাক্টের বিষয়ে ভালো করে জেনে নিয়ে তবেই কোনো লেনদেন করবেন।
  • অনলাইনে সিনেমার টিকিট বুক করতে হলে সিনেমার অফিসিয়াল ওয়েবসাইট অথবা কোনো নামী টিকিট বুকিং অ্যাপের মাধ্যমে করবেন।
  • এছাড়াও ঝাপসা অথবা অদ্ভুত রকমের ডিজাইন করা সাইটগুলি এড়িয়ে চলবেন। স্ক্যাম সাইটগুলি সাধারণত এই রকমই হয়ে থাকে।
  • এছাড়াও ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলে এমন প্রমোশনাল অফার গুলির থেকে সচেতন থাকবেন।