জুস জ্যাকিং: সামান্য মোবাইল চার্জে দিতে গিয়ে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সতর্ক করল RBI

Juice Jacking Scam: সাইবার জালিয়াতি এখন আমাদের রোজকার জীবনের একটি সাধারণ জুস জ্যাকিং হয়ে গেছে বললে বোধহয় খুব একটা ভুল হবেনা। বারবার এই বিষয়ে জনসাধারণকে…

Juice Jacking Scam: সাইবার জালিয়াতি এখন আমাদের রোজকার জীবনের একটি সাধারণ জুস জ্যাকিং হয়ে গেছে বললে বোধহয় খুব একটা ভুল হবেনা। বারবার এই বিষয়ে জনসাধারণকে সতর্ক করা হলেও এবং স্ক্যামের শিকার হওয়ার প্রচুর খবর সামনে এলেও, এতে কোনো লাগাম পরানো যাচ্ছেনা! আসলে স্ক্যামাররা এখন মানুষকে বোকা বানানোর জন্য নিত্য নতুন কৌশল অবলম্বন করছে – এক্ষেত্রে কখনও WhatsApp কল-মেসেজের মাধ্যমে, কখনও YouTube ভিডিও লাইকের নামে তো কখনও আবার কোনো প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হচ্ছে। এমনকি অনলাইন মাধ্যম ছাড়াও নানাবিধ প্রযুক্তিগত প্রয়োজনকে জালিয়াতির হাতিয়ার বানিয়ে তুলছে এক শ্রেণীর মানুষ। এমতাবস্থায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তথা RBI সম্প্রতি ‘জুস জ্যাকিং’ (Juice Jacking) নামক কেলেঙ্কারী সম্পর্কে সতর্কতা জারি করেছে, যা থেকে সাবধান না থাকলে এক নিমেষে শেষ হয়ে হয়ে যাবে সারা জীবনের উপার্জন।

সামান্য অসাবধানতা হলেই পড়বেন Juice Jacking স্ক্যামের ফাঁদে

বিভিন্ন ধরণের জালিয়াতি বা অনলাইন স্ক্যামের কথা আকছার শোনা গেলেও, জুস জ্যাকিং সম্পর্কে অনেকেই অবগত নন। অথচ এই ধরণের কেলেঙ্কারির মাধ্যম হচ্ছে আমাদেরই রোজদিনের প্রয়োজন। আসলে প্রায়শই বাইরে বেরিয়ে আমাদের মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের ব্যাটারি লো হলে আমরা রেলস্টেশন, বিমানবন্দর বা হোটেলের মতো জায়গায় ডিভাইসের চার্জিং কেবল ইউএসবি পোর্ট দিয়ে সেটি চার্জ করা শুরু করি। কিন্তু এই চার্জিংয়ের দরুনই ব্যক্তিগত মেসেজ, ইমেইল, মোবাইলের পাসওয়ার্ড বা অন্যান্য গুরুত্বপূর্ণ ডেটা চুরির পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এটিই পোশাকি ভাষায় জুস জ্যাকিং নামে পরিচিত। শুধু তাই নয়, এই কেলেঙ্কারিতে আপনার ফোন, ল্যাপটপ ইত্যাদি চিরতরে লকও হয়ে যেতে পারে।

স্বাভাবিকভাবেই এই জুস জ্যাকিংয়ের ব্যাপারটি চট করে কারো মাথায় আসা সম্ভব নয়। অথচ আজ সারা বিশ্বের বড় বড় হ্যাকাররা পাবলিক ক্যাবল বা ইউএসবি পোর্টে ‘ম্যালওয়্যার’ বসিয়ে এভাবে মানুষকে বিপদে ফেলছে।

Juice Jacking থেকে বাঁচতে এই পদ্ধতিগুলি অনুসরণ করুন

১. রেল স্টেশন, এয়ারপোর্ট বা হোটেলে ইনস্টল করা চার্জিং কেবল ব্যবহার করবেননা।

২. প্রচারমূলক উপহার (promotional gift) হিসেবে কোনো চার্জিং কেবল বা পোর্ট পেলে তা ব্যবহার করার আগে সতর্ক হন।

৩. সবসময় ফোনের সাথে পাওয়া আসল চার্জার এবং কেবল ব্যবহার করুন।

৪. বাইরে বেরোলে সাথে একটি পাওয়ার ব্যাঙ্ক রাখুন।

৫. চার্জিং স্টেশনে বা হোটেলেও ইউএসবি পোর্ট ব্যবহার করার পরিবর্তে একটি অ্যাডাপ্টার ব্যবহার করুন।