ঝামেলায় না পড়তে চাইলে ১ মিনিটে চেক করে নিন আপনার নামে কতগুলো SIM Card চলছে

আপনি যদি কোনও জালিয়াতি বা ঝামেলায় না পড়তে চান তাহলে আপনার নামে কতগুলি মোবাইল সিম কার্ড সক্রিয় আছে সে বিষয়ে সঠিক ধারণা রাখুন। কারণ সম্প্রতি…

আপনি যদি কোনও জালিয়াতি বা ঝামেলায় না পড়তে চান তাহলে আপনার নামে কতগুলি মোবাইল সিম কার্ড সক্রিয় আছে সে বিষয়ে সঠিক ধারণা রাখুন। কারণ সম্প্রতি এমন অনেক রিপোর্ট সামনে এসেছে, যেখানে দেখা গেছে জালিয়াতরা অন্যকারো নামের ভুয়ো সিম কার্ড ব্যবহার করছেন। আর এই সমস্যা সমাধানের জন্য কেন্দ্রীয় সরকার কিছুদিন আগে সঞ্চার সাথী পোর্টাল (Sanchar Saathi Portal) চালু করেছে। এই পোর্টালের মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে জেনে যেতে পারবেন আপনার নামে কয়টি সিম কার্ড সক্রিয় আছে।

সঞ্চার সাথী পোর্টালের মাধ্যমে নিজের নামে কতগুলি সিম কার্ড চলছে কীভাবে জানবেন (How to Check Registered Mobile SIM Numbers on Sanchar Saathi Website)

এজন্য আপনাকে প্রথমে https://sancharsaathi.gov.in/ পোর্টালে যেতে হবে।

এখানে আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।

এখন ক্যাপচা কোড টাইপ করুন এবং লগইন এ ক্লিক করুন।

এর পরে আপনি একটি ওটিপি পাবেন। এটি এন্টার করুন।

আপনার আইডিতে কয়টি মোবাইল নম্বর (সিম কার্ড) লিঙ্ক করা আছে তার সব তথ্য আপনার সামনে চলে আসবে।

এখান থেকে আপনি রিপোর্টও করতে পারেন, অর্থাৎ আপনার যদি কোনো নম্বর না ব্যবহার করে থাকেন, তাহলে সেটি বন্ধ করতে পারেন।