সিঙ্গারা খেতে গিয়ে ১.৪০ লক্ষ টাকা খোয়ালেন যুবক ডাক্তার, অনলাইন জালিয়াতির নতুন উপায় সম্পর্কে সজাগ হোন

বর্তমানে প্রতিটি দেশেই Online Scam বেড়ে চলেছে। ভারতের বিভিন্ন অংশেও প্রচুর অনলাইন স্ক্যাম রিপোর্ট করা হচ্ছে। প্রায়ই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে মানুষ বিপুল পরিমাণ…

বর্তমানে প্রতিটি দেশেই Online Scam বেড়ে চলেছে। ভারতের বিভিন্ন অংশেও প্রচুর অনলাইন স্ক্যাম রিপোর্ট করা হচ্ছে। প্রায়ই এই প্রতারণার ফাঁদে পা দিয়ে মানুষ বিপুল পরিমাণ অর্থ হারাচ্ছেন। সম্প্রতি অনলাইন প্রতারনার শিকার হয়েছেন মুম্বাইয়ের কেইএম হাসপাতালের ২৭ বছর বয়সী এক ডাক্তার। তিনি মুম্বাইয়ের সিয়ন-এর একটি জনপ্রিয় খাবারের দোকান থেকে ২৫ প্লেট সিঙ্গারা অর্ডার করেছিলেন, এরপর তার অ্যাকাউন্ট থেকে খোয়া যায় ১.৪০ লক্ষ টাকা। এক পুলিশ কর্মকর্তা সমগ্র বিষয়টি সামনে এনেছেন।

ওই পুলিশ অফিসার পিটিআইকে জানান, ওই ব্যক্তি তার সহকর্মীদের সাথে কারজতে একটি পিকনিকের আয়োজন করেছিলেন, সেখানে যাবার সময় তারা সিঙ্গারা অর্ডার করার সিদ্ধান্ত নেন এবং অনলাইনে একটি দোকান খুঁজে সেখানে খাবারের অর্ডার দেন। দোকানটিতে ফোন করার পর ২৫টি সিঙ্গারার জন্য তার কাছে অগ্রিম ১৫০০ টাকা জমা দেবার অনুরোধ করা হয়। অর্ডার কনফার্ম করার পর তরুণ ডাক্তারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সহ হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পান এবং বিশ্বাস করে ১৫০০ টাকা ট্রান্সফার করেন। ফোনের অন্য প্রান্তে থাকা ব্যক্তিটি পেমেন্ট করার জন্য একটি ট্রানজ্যাকশন আইডি তৈরি করতে বলেন। দুর্ভাগ্যবশত, আইডি তৈরি করার পদ্ধতি অনুসরণ করতে গিয়ে ওই ডাক্তার ১.৪০ লাখ টাকা হারান।

গত সপ্তাহের শেষের দিকে, সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টার মধ্যে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর ভুক্তভোগী ভোইওয়াদা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভারতে Online Scams দিন দিন বেড়েই চলেছে, এমন পরিস্থিতিতে আপনি কিভাবে সুরক্ষিত থাকবেন?

১) ফিশিং অ্যাটাক থেকে সতর্ক থাকুন:

ফিশিং অ্যাটাক সম্পর্কে সজাগ থাকুন, স্ক্যামাররা আপনার ব্যক্তিগত তথ্য জানার জন্য যে কোনো সংস্থার ছদ্মবেশ ধারণ করতে পারে। তাই সেন্ডারের ইমেল অ্যাড্রেস যাচাই করুন এবং লগইন ক্রেডেন্সিয়াল বা ফিনান্সিয়াল তথ্য কারোর সাথে শেয়ার করবেন না।

২) স্ক্যাম সম্পর্কে জানুন :

লেটেস্ট অনলাইন স্ক্যাম এবং জালিয়াতি সম্পর্কে অবগত থাকুন। ইনভেস্ট স্ক্যাম, লটারি বা পুরস্কার স্ক্যাম, রোম্যান্স স্ক্যাম এবং প্রযুক্তি সহায়তা স্ক্যাম থেকে সতর্ক থাকুন।

৩) সন্দেহজনক কিছু মনে হলেই সতর্ক হয়ে যান:

যদি কিছু সত্য না মনে হয় বা সন্দেহজনক মনে হয়, তখন আপনার সহজাত প্রবৃত্তিকে বিশ্বাস করুন। আপনার যদি কোনও অফার বা ওয়েবসাইট সম্পর্কে সন্দেহ থাকে তবে এগিয়ে যাওয়ার আগে সেটিকে যাচাই করার জন্য সময় নিন।

৪) ব্যক্তিগত তথ্যের ব্যাপারে সতর্ক থাকুন:

অত্যন্ত প্রয়োজনীয় এবং বিশ্বস্ত সূত্র ছাড়া সংবেদনশীল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করা এড়িয়ে চলুন। সোশ্যাল সিকউরিটি নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ কারোর সাথে শেয়ার করবেন না।

৫) সন্দেহজনক ইমেল থেকে সতর্ক থাকুন:

সন্দেহ জনক ইমেল পেলে সতর্কতা অবলম্বন করুন, বিশেষ করে যারা ইমেলে ব্যক্তিগত তথ্য, আর্থিক বিবরণ জানতে চায়, তাদের এড়িয়ে চলুন। কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না, বা আননোন সোর্স থেকে কিছু ডাউনলোড করবেন না।

৬) ওয়েবসাইটের সত্যতা যাচাই করুন:

অনলাইনে কেনাকাটা করার আগে বা সংবেদনশীল তথ্য শেয়ার করার আগে ওয়েবসাইটের বৈধতা যাচাই করুন। কানেকশনটি সিকিওর কিনা দেখুন (https://), অন্য ব্যবহারকারীদের রিভিউস এবং ফিডব্যাক গুলি দেখুন।