Smartphone tips: কাজের সময় ঠিকঠাক মিলছেনা মোবাইল সিগন্যাল? কাজে আসবে এই 5 টিপস

সময়ের পরিবর্তনে মোবাইল ফোনের সাথে ‘স্মার্ট’ শব্দটি জুড়ে গেলেও এবং এতে হাজার রকম ফিচার দেওয়া হলেও, এখনও এর সবচেয়ে বড় সমস্যা হল নেটওয়ার্ক সিগন্যালের দুর্বলতা।…

সময়ের পরিবর্তনে মোবাইল ফোনের সাথে ‘স্মার্ট’ শব্দটি জুড়ে গেলেও এবং এতে হাজার রকম ফিচার দেওয়া হলেও, এখনও এর সবচেয়ে বড় সমস্যা হল নেটওয়ার্ক সিগন্যালের দুর্বলতা। বাজারে বর্তমানে 5G উপলব্ধ, অথচ এই সময়ে দাঁড়িয়েও কল কোয়ালিটি, ডেটা স্পিড এবং অনেক ক্ষেত্রে সামগ্রিক সংযোগে সমস্যা হচ্ছে। জরুরি কাজের সময় কখনও ডেটা ঠিকঠাক করে ব্যবহার করা যাচ্ছেনা, তো কখনও আবার হঠাৎ প্রয়োজনে কল করতে গিয়ে বা কলে কথা বলতে বলতে নেটওয়ার্ক বিভ্রাটের মুখে পড়তে হচ্ছে। নিঃসন্দেহে এটি একটি জটিল সমস্যা, আর মোবাইল কোম্পানিগুলি এই বিষয়ে ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও সমস্যা হতে পারে। তবে আজ আমরা মোবাইল নেটওয়ার্ক সংক্রান্ত ৫টি টিপস আপনাদের সাথে শেয়ার করব, যার মাধ্যমে আপনারা কিছুটা হলেও মোবাইল নেটওয়ার্ক উন্নত করতে পারবেন বা সমস্যা এড়াতে পারবেন।

নেটওয়ার্ক সিগন্যাল নিয়ে সমস্যা? এই পাঁচটি টিপস ট্রাই করলে মিলতে পারে সুফল

১. নেটওয়ার্ক কভারেজ পরীক্ষা করা: কোনো বিঘ্ন ছাড়া ফোন কল করতে বা ভালো স্পিডে ডেটা ব্যবহার করতে হলে আগে নিশ্চিত করতে হবে যে আপনি যে কোম্পানির সিম ব্যবহার করছেন, তার কভারেজ এলাকায় আছেন কিনা। কোনো জায়গায় আপনার টেলিকম অপারেটরের পরিষেবা উপলব্ধ না থাকলে, আপনি নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হবেন।

২. ফোন রিস্টার্ট করা: অনেক সময় ফোনে কোনো ধরনের বাগ বা গ্লিচ দেখা যায়, যার কারণে তাতে নেটওয়ার্ক সমস্যা শুরু হয়। এসব ক্ষেত্রে ফোন রিস্টার্ট করলে নেটওয়ার্ক সংক্রান্ত সমস্যার সমাধান হতে পারে।

৩. নেটওয়ার্ক সেটিংস অ্যাডজাস্ট: সাধারণত ফোন কোম্পানি এবং নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডাররা ইউজারদের নেটওয়ার্ক সেটিংস অ্যাডজাস্ট করার বিকল্প দেয়৷ তাই আপনাকে দেখে নিতে হবে আপনার হ্যান্ডসেটে কোন নেটওয়ার্ক (যেমন 4G বা 5G) মোড অন আছে।

৪. VoLTE এনাবেল: ভয়েস ওভার এলটিই মোড ব্যবহার করে কলের গুণমান এবং ডেটা ব্যবহারের এক্সপিরিয়েন্স উন্নত করা যেতে পারে। তাই ফোনের সেটিংসে গিয়ে অবশ্যই এই অপশনটি অন করুন।

৫. সিগন্যাল বুস্টার বা রিপিটার ব্যবহার: সিগন্যাল বুস্টার বা রিপিটারের মতো ডিভাইস সেলুলার সিগন্যালের কভারেজ এবং কর্মক্ষমতাকে উন্নত করে। তাই আপনি দুর্বল সিগন্যালযুক্ত এলাকায় বসবাস করলে এগুলি ব্যবহার করতে পারেন।