Aadhaar Card Update: ফোন নম্বর বদলে গেছে? আধার কার্ডে নতুন মোবাইল নম্বর কীভাবে যুক্ত করবেন

আধার কার্ড (Aadhaar Card) কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। ১২ ডিজিটের আধার নম্বর এখন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড সহ অনেক কিছু পেতে…

আধার কার্ড (Aadhaar Card) কতটা গুরুত্বপূর্ণ তা আমরা সকলেই জানি। ১২ ডিজিটের আধার নম্বর এখন ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড সহ অনেক কিছু পেতে ব্যবহৃত করা যায়। এই আধার নম্বর ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) দ্বারা জারি করা হয়।

নতুন আধার কার্ড তৈরির সময় কোনও ব্যক্তির ডেমোগ্রাফিক এবং বায়োমেট্রিক ডেটা নেওয়া হয়। পরবর্তীতে আপনি চাইলে এই ডেটা আপডেট করতে পারেন। অনলাইনের পাশাপাশি আধার সেন্টারে গিয়েও বিভিন্ন তথ্য আপডেট করা সম্ভব।

তবে এরমধ্যে নাম, ঠিকানা, জন্ম তারিখের মতো ডেমোগ্রাফিক ডেটা অনলাইন অর্থাৎ Aadhaar Self Service Update পোর্টাল থেকে আপডেট করা যায়। কিন্তু আধার কার্ডে নতুন মোবাইল বা ফোন নম্বর যুক্ত করতে বা বায়োমেট্রিক ডেটা আপডেট করতে আপনাকে আধার সেন্টারে যেতে হবে।

Aadhaar Card এর Mobile/Phone নম্বর এভাবে আপডেট করুন

আপনাকে আধার সেবা কেন্দ্রে যেতে হবে। এখানে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। সেখানে কি আপডেট করতে চান তা লিখতে হবে। এখানে আপনি আধার নম্বর সহ নতুন মোবাইল নম্বর লিখবেন। এরপর অপারেটর আপনার তথ্য আপডেট করে দেবে। সাতদিনের মধ্যে নতুন ফোন নম্বর আধার কার্ডে যুক্ত হয়ে যাবে।