Aadhaar Card-এ ফোন নম্বর আপডেট করতে চান? মাত্র 50 টাকা দিয়ে এভাবে সেরে ফেলুন কাজ

How To Change Mobile Number In Aadhaar: আধার কার্ড (Aadhaar Card) আজকালকার দিনে ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ সেকথা সবারই জানা। কিন্তু…

How To Change Mobile Number In Aadhaar: আধার কার্ড (Aadhaar Card) আজকালকার দিনে ভারতীয় নাগরিকদের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে কতটা গুরুত্বপূর্ণ সেকথা সবারই জানা। কিন্তু আপনি কি জানেন, নিজের আধার কার্ডে সঠিক বিবরণ থাকা বা সময়ে সময়ে সেটির ডেটা আপডেট করা কতটা জরুরী? হ্যাঁ, আমাদের জীবন, সময়ের সাথে দ্রুত পাল্টাচ্ছে। তাই গুরুত্বপূর্ণ নথি হিসেবে আধারে ঠিকঠাক তথ্য থাকা বাঞ্ছনীয়, নাহলে নানা অসুবিধের মুখে পড়তে হতে পারে – এমনকি ঘাড়ে আসতে পারে জালিয়াতির দায়ও! এক্ষেত্রে আধারের তথ্য হিসেবে যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হল মোবাইল নম্বর। কারণ সঠিক মোবাইল নম্বর লিঙ্ক থাকলে, আপনি ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই আধার সংক্রান্ত বিভিন্ন প্রয়োজন মেটাতে পারবেন। তাই যদি আপনার আধার কার্ডে থাকা ফোন নম্বরটি পুরোনো হয় বা আপনি একটি নতুন নম্বর নিয়ে থাকেন, তাহলে অবিলম্বে আধারটি আপডেট করুন। এর জন্য বেশি কাঠ-খড় পোহাতে হবেনা, নিচে উল্লিখিত প্রক্রিয়া ধাপে ধাপে অনুসরণ করলেই কাজ মিটে যাবে।

কীভাবে অনলাইনে Aadhaar Card-এর মোবাইল নম্বর পরিবর্তন করবেন?

  • আধার কার্ডের মোবাইল নম্বর পরিবর্তন করতে, আধার কর্তৃপক্ষ তথা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-র ওয়েবসাইটে হয়ে নিজের ডিটেইলস লিখুন এবং ওটিপি (OTP) জেনারেট করুন।
  • পুরোনো নম্বর সংযুক্ত না থাকলে ক্যাপচা দিন এবং নতুন মোবাইল নম্বর লিখুন এবং ‘সেন্ড ওটিপি’ (Send OTP) অপশনে ক্লিক করুন।
  • এরপর ফোনে আসা ওটিপি এবং অন্যান্য বিবরণ লিখুন।
  • নতুন মোবাইল নম্বর এন্টার করার পর চেকবক্সে ক্লিক করে তা সাবমিট করুন।
  • আবার মোবাইলটি লিখুন এবং ‘সাবমিট আপডেট রিকোয়েস্ট’ (Submit Update Request)-এ ক্লিক করুন। এরপর স্ক্রিনে মোবাইল নম্বরটি যাচাই করে সেটি নিশ্চিত করুন।

কীভাবে অফলাইনে Aadhaar Card-এর মোবাইল নম্বর পরিবর্তন করবেন?

যদি আপনার ফোন হারিয়ে যায় বা মোবাইল নম্বরটি কোনো কারণে নিষ্ক্রিয় হয়ে যায়, কিংবা আপনি অনলাইনে নম্বর আপডেট করতে না চান তাহলে ইউআইডিএআইয়ের ডেটাবেসের দ্বারস্থ হতে পারেন। এক্ষেত্রে আপনাকে নিকটতম আধার কেন্দ্রে গিয়ে এক্সিকিউটিভের কাছে নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা জমা দিতে এবং ফি মেটাতে হবে।

কত ফি দিতে হবে?

আধারে মোবাইল নম্বর আপডেটের জন্য আপনাকে মাত্র ৫০ টাকা ফি দিতে হবে। অর্থাৎ নামমাত্র টাকা দিয়ে আপনি নিজের কাজ সেরে ফেলতে পারবেন এবং ভবিষ্যতের ঝামেলা এড়াতে পারবেন।