সোজা ঘরে পৌঁছে যাবে Airtel 5G SIM, অনলাইনে অর্ডার করুন এভাবে

গত অক্টোবরে দেশে 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকেই Airtel 5G Plus সার্ভিস নিয়ে নানা ধরনের খবর সামনে আসছে। এর মধ্যে নেটওয়ার্কটির লঞ্চের সময় থেকে…

গত অক্টোবরে দেশে 5G নেটওয়ার্ক চালু হওয়ার পর থেকেই Airtel 5G Plus সার্ভিস নিয়ে নানা ধরনের খবর সামনে আসছে। এর মধ্যে নেটওয়ার্কটির লঞ্চের সময় থেকে এখনো পর্যন্ত যে খবরটি বারবার নেটপাড়ায় ঘোরাফেরা করছে তা হল – 5G নেটওয়ার্কের সুবিধা পেতে মোবাইল গ্রাহকদের একটি নতুন সিম লাগবে। এই প্রসঙ্গে আমরা আগের মতই বলব যে, Jio বা Airtel (যারা এই মুহূর্তে 5G পরিষেবা দিচ্ছে) কোম্পানির পক্ষ থেকে এখনো এরকম কোনো বিষয় নিশ্চিত করা হয়নি। বর্তমানে এই দুই সংস্থার গ্রাহকরা পুরনো সিমে 5G নেটওয়ার্ক উপভোগ করতে পারছেন। তবে আপনি যদি কোনো কারণে Airtel-এর নতুন সিম পেতে চান এবং কীভাবে এই সিম হাতে পাবেন সেবিষয়ে অবগত না থাকেন, তাহলে আপনার মুশকিল আসান করবে আমাদের আজকের এই প্রতিবেদন। আসলে আজ আমরা বাড়িতে বসে বিনামূল্যে Airtel 5G সিম অর্ডার করার প্রক্রিয়া আপনাদের সাথে শেয়ার করব।

কীভাবে Airtel 5G সিম অর্ডার করবেন?

ঘরে বসে এয়ারটেল ৫জি সিম পেতে গেলে আগ্রহীদের বিশেষ কিছু করতে হবেনা, কারণ এই প্রক্রিয়া বেশ সহজ। এক্ষেত্রে আপনাকে এয়ারটেলের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং নতুন নম্বরের জন্য অনুরোধ করতে হবে। এখানে আপনি নির্দিষ্ট অপশনটি বেছে নেওয়ার সাথে সাথে স্ক্রিনে একটি নতুন ফর্ম খুলবে। এতে, আপনি উপরের দিকে নতুন কানেকশনের বিকল্প দেখতে পাবেন, যেখান থেকে আপনাকে এয়ারটেল প্রিপেইড থেকে পোস্টপেইডে স্যুইচ করার অপশনটি বেছে নিতে হবে।

প্রথমে এই বিকল্পগুলি নির্বাচন করার পর, আপনাকে আরো কিছু অপশন দেওয়া হবে। এই অপশনগুলিতে আপনাকে নির্দিষ্ট তথ্য (যেমন নাম, মোবাইল নম্বর, শহর ও ঠিকানা) লিখে ‘সাবমিট’ (Submit) বাটনে ক্লিক করতে হবে। মনে রাখবেন, এখানে আপনি নিজের যেখানে ঠিকানা দেবেন, ঠিক সেখানেই সিমটি পৌঁছে দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ওয়েবপেজে উল্লিখিত সহজ প্রক্রিয়া অনুসরণ করে ‘সাবমিট’-এ ক্লিক করার পরই আপনি এয়ারটেল কোম্পানির কাছ থেকে একটি কল পাবেন। এই ফোন কলে আপনাকে কিছু সাধারণ বিষয় জিজ্ঞাসা করা হবে। এরপর আবেদন অনুমোদিত হলে, সিম কার্ডটি সরাসরি আপনার বাড়িতে পৌঁছে যাবে।