ইন্টারনেট ছাড়া চুটকিতেই হবে অনলাইন পেমেন্ট, শুধু কাজে লাগান এই 3 উপায়

আজকালকার দিনে অনলাইন পেমেন্ট আর পাঁচটা বিষয়ের মতোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশই কাছে টাকা রাখা বা নগদে কারবার করার বদলে স্মার্টফোনের কয়েক ক্লিকে পেমেন্টের কাজ…

আজকালকার দিনে অনলাইন পেমেন্ট আর পাঁচটা বিষয়ের মতোই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। অধিকাংশই কাছে টাকা রাখা বা নগদে কারবার করার বদলে স্মার্টফোনের কয়েক ক্লিকে পেমেন্টের কাজ সারছেন। কিন্তু অনলাইন বা UPI ট্রানজাকশনের জন্য ইন্টারনেট একটি বড় প্রয়োজন – কারণ আপাতভাবে ডেটা কানেকশন ছাড়া ক্যাশলেস পেমেন্ট কার্যত অসম্ভব! এমতাবস্থায় আপনাকে যদি কোনো কারণে নগদ টাকার বদলে অনলাইনে টাকা পাঠাতে হয়, এদিকে আপনার কাছে ইন্টারনেট কানেক্টিভিটি না থাকে তাহলে কী করবেন? এই প্রসঙ্গে বলি, নামে অনলাইন পেমেন্ট হলেও সবসময় যে সুবিধা পেতে ইন্টারনেট লাগবে, এমন কিন্তু নয়। আপনি চাইলে তিনটি সহজ উপায়ে ইন্টারনেট ছাড়াই অনলাইনে টাকা পাঠাতে পারেন। কীভাবে? আসুন জেনে নিই তবে মুশকিল আসানের রহস্য।

ইন্টারনেট ছাড়াই এভাবে অনলাইনে পাঠানো যাবে টাকা

১. USSD পরিষেবা ব্যবহার: আপনি চাইলে ব্যাঙ্ক প্রদত্ত ইউজার ডায়াল কোড বা বিশেষ ইএসএসডি পরিষেবা ব্যবহার করে নির্দিষ্ট কোড (যেমন *99#) ডায়াল করে কাউকে প্রয়োজনমতো টাকা পাঠাতে পারেন। এর জন্য ইন্টারনেট লাগবেনা।

২. মোবাইল ওয়ালেট ব্যবহার: আপনার কাছে স্মার্টফোন থাকলেও কোনো কারণে যদি ইন্টারনেট সংযোগ না থাকে, তাহলে আপনি Paytm, PhonePe, Google Pay ইত্যাদি অ্যাপের ওয়ালেট পরিষেবা ব্যবহার করে টাকা পাঠাতে পারেন। এক্ষেত্রে অ্যাপ ওয়ালেটে আগে থেকে পর্যাপ্ত টাকা ব্যালান্স হিসেবে রাখতে হবে।

৩. UPI 123PAY ফিচার: আপনার কাছে যদি স্মার্টফোন কিংবা ইন্টারনেট কানেক্টিভিটি কোনোটাই না থাকে, তাহলে কী-প্যাড ফোনে থাকা এই ফিচার কাজে লাগিয়ে আপনি সহজেই নগদ টাকা ছাড়া পেমেন্ট করতে পারেন। তবে আপনাকে তার জন্য এই ফিচার বিশিষ্ট ফোন ব্যবহার করতে হবে।