আশে পাশে কে করোনায় আক্রান্ত জানাবে আরোগ্য সেতু, কিভাবে ব্যবহার করবেন

করোনাভাইরাস থেকে ভারতের মানুষকে সুরক্ষিত রাখার জন্য ভারত সরকারের আইটি দপ্তর একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যার নাম আরোগ্য সেতু। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এবং…

করোনাভাইরাস থেকে ভারতের মানুষকে সুরক্ষিত রাখার জন্য ভারত সরকারের আইটি দপ্তর একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে এসেছে যার নাম আরোগ্য সেতু। ইতিমধ্যেই গুগল প্লে স্টোরে এবং অ্যাপল অ্যাপ স্টোরে এই অ্যাপটির ১০ মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে।

আরোগ্য সেতু অ্যাপ্লিকেশনটি আপনাকে জানিয়ে দেয় যে আপনি কোনো করোনা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি গিয়েছেন কিনা। ব্লুটুথ এবং লোকেশন জেনারেটেড সোশ্যাল গ্রাফের মাধ্যমে ট্র্যাকিং চলে।

আসুন দেখে নিই এই অ্যাপটি চালানোর জন্য আপনাকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে-

• অ্যাপটি ডাউনলোড করা মাত্রই প্রথমে আপনার কাছে একটি পপ আপ আসবে যেখানে আপনাকে আপনার ডিভাইসের লোকেশন অ্যালাউ করতে হবে।

• তারপর আপনার কাছে একটি ওটিপি পাঠানো হবে যা আপনাকে ওই অ্যাপে বসাতে হবে।

• এরপর আপনাকে আপনার লিঙ্গ বেছে নিতে হবে এবং তারপর নিজের পুরো নাম বয়স এবং আপনার পেশা লিখতে হবে।

• তারপর আপনার কাছে আপনার বিগত এক মাসের বিদেশযাত্রার নথি চাওয়া হবে। যদি আপনার বিদেশযাত্রার কোন ইতিহাস থাকে তাহলে আপনার ডাটা ম্যাচ করানো হবে এখনও অবধি ভারতে করোনা আক্রান্ত ব্যক্তিদের সাথে। এভাবেই আপনারা জানতে পারবেন যে আপনি কোন করোনা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *