Pan-Aadhaar Link: প্যান-আধার লিঙ্ক না করলে কি ক্ষতি হবে, SMS এর মাধ্যমে কীভাবে লিঙ্ক করবেন

PAN Card-এর সাথে Aadhaar Card লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে আয়কর বিভাগ। যারা ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান কার্ড…

PAN Card-এর সাথে Aadhaar Card লিঙ্ক করার সময়সীমা বাড়িয়েছে আয়কর বিভাগ। যারা ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করেননি, তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় যাতে না হয় সেই কারণে এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে। পাশাপাশি সম্প্রতি আয়কর বিভাগ, কোনো ব্যক্তির প্যান কার্ড নিষ্ক্রিয় হলে তার কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কেও জানিয়েছে।

আইটি বিভাগের অফিসিয়াল সার্কুলারে বলা হয়েছে, সেকশন ২-এর অন্তর্গত সাব সেকশন ১৩৯এএ ধারা অনুযায়ী, ১লা জুলাই, ২০১৭ তারিখের মধ্যে প্রতিটি ব্যক্তির একটি করে প্যান কার্ড থাকা জরুরি। আর প্রতিটি ব্যক্তি যাতে আধার এবং প্যান কার্ড লিঙ্ক করতে পারে সেই কারণে এই নিয়ম জারি করা হয়েছে।

প্যান কার্ড নিষ্ক্রিয় হলে কী হবে?

আইটি নিয়ম অনুসারে, যদি কোনও ব্যক্তি আয়কর আইন, ১৯৬১-এর ধারা ১৩৯এএ অনুযায়ী তাদের প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে ব্যর্থ হন, তাহলে তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। এর অর্থ হল করদাতারা তাদের আয়কর জমা, ফেরত ইত্যাদি কাজের জন্য তাদের প্যান কার্ড ব্যবহার বা উল্লেখ করতে পারবেন না। এছাড়াও করদাতা ব্যাঙ্ক এবং অন্যান্য আর্থিক পোর্টালগুলিতে সমস্যার সম্মুখীন হতে পারেন। কারণ প্যান কার্ড আর্থিক লেনদেনের জন্য একটি অপরিহার্য কেওয়াইসি (KYC) মানদণ্ড হিসাবে কাজ করে।

অনলাইনে PAN Card-এর সাথে Aadhaar Card লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন?

  • আয়কর ই-ফাইলিং ওয়েবসাইট খুলুন, Incometax.gov.in/iec/foportal/ ।
  • তারপর পেজে্য বাম দিকে “কুইক লিঙ্ক” সেকশনে ক্লিক করুন।
  • এবার “লিঙ্ক আধার স্ট্যাটাস” এ ক্লিক করুন।
  • এরপর আপনাকে আপনার ১০-সংখ্যার প্যান নম্বর এবং ১২-সংখ্যার আধার নম্বর লিখতে বলা হবে।
  • প্রয়োজনীয় তথ্য দেওয়ার পরে, “ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস” এ ক্লিক করুন।
  • যদি আপনার আধার নম্বর ইতিমধ্যেই আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা থাকে, তবে আপনি আপনার আধার নম্বরটি স্ক্রিনে দেখতে পাবেন।

SMS-এর মাধ্যমে PAN Card-এর সাথে আধার লিঙ্ক করা আছে কিনা তা কীভাবে পরীক্ষা করবেন?

  • প্রথমে আপনাকে ৫৬৭৬৭৮ বা ৫৬১৬১ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। সেখানে লিখতে হবে, “UIDPAN <১২ সংখ্যার আধার নম্বর> <১০ সংখ্যার প্যান নম্বর>”।
  • যদি আপনার আধার কার্ড আপনার প্যান কার্ডের সাথে লিঙ্ক করা থাকে তবে আপনি একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।

Aadhaar-PAN লিঙ্ক পেনাল্টি ফি কত

প্রাথমিকভাবে প্যান ও আধার কার্ডের লিঙ্ক করার সময়সীমা ছিল ৩১ মার্চ, ২০২২। প্রসঙ্গত সেই সময় কোনো পেনাল্টি ফি লাগতো না। তারপর সরকার এই সময়সীমা বাড়িয়ে ৩১ মার্চ, ২০২৩ পর্যন্ত করে, আর জরিমানা হিসেবে ১০০০ টাকা ধার্য করে। এখন আবার এই সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করা হয়েছে এবং বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে ১০০০ টাকা জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, যে সকল নাগরিকের বয়স ৮০ ঊর্ধ্ব, যারা ভারতের নাগরিক নন এবং ইনকাম ট্যাক্স প্রদত্ত সংজ্ঞা অনুযায়ী যারা ভারতের বাসিন্দা নন তাদের Aadhaar Card ও PAN Card-এর লিঙ্ক করানোর কোনো প্রয়োজন নেই।