নতুন উপায়ে প্রতারণা, ভুলেও রিসিভ করবেন না এই Call, নইলে নিঃস্ব হয়ে যাবেন

বর্তমানে স্ক্যামাররা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে থাকে। সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য তাদের কাছে নিত্য নতুন উপায়ের অভাব হয়…

বর্তমানে স্ক্যামাররা মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ভাবে মানুষের সাথে প্রতারণা করে থাকে। সাধারণ মানুষকে প্রতারিত করার জন্য তাদের কাছে নিত্য নতুন উপায়ের অভাব হয় না। কিছুদিন আগে Telegram এবং WhatsApp-এর মাধ্যমে নতুন একটি প্রতারণার খবর সামনে এসেছিল। এই টেলিগ্রাম জালিয়াতি কান্ডে তারা সাধারণ মানুষকে প্রতিদিন কিছু ভিডিও লাইক করে টাকা উপার্জন করার মতো বিভিন্ন কাজের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলছিল। তবে বর্তমানে সব থেকে বড় চিন্তার বিষয় হল প্রতারকরা এবার সাধারণ মানুষকে ফোন কলের মাধ্যমেও কল বা ভিডিও কল করে একই ভাবে প্রতারণা করা শুরু করেছে।

যদিও, দেশের টেলিকম অপারেটরগুলি স্প্যাম কল বন্ধ করার জন্য AI ব্যবহার করার কথা বলেছে। তবে, কোনোরকম পরিবর্তন দেখা না যাওয়ায়, অনেকেই মনে করছেন এখনো পর্যন্ত টেলকোগুলির তরফ থেকে কোনোরকম পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

প্রসঙ্গত, এই ধরনের প্রতারণায় সাধারণ ফোন কলের মতনই কোনো কলার আইডি থেকে একটি ফোন আসে। তারপর তারা কম্পিউটারাইজড ভয়েসের মাধ্যমে কথা বলা শুরু করে। আর এই কলগুলি রিসিভ করলে ভিডিওতে লাইক দিয়ে হাজার হাজার টাকা উপার্জনের প্রলোভন দেখানো হয়। একবার এই প্রলোভনে পা দিলে প্রতারকরা ভিকটিমের অ্যাকাউন্টে অর্থ প্রদানের জন্য ইউপিআই আইডির মত ব্যাঙ্কিং ডিটেলস জানতে চায়। আর তারা ধীরে ধীরে তাদের এই অপারেশনের নানা পরিবর্তন করতে থাকে এবং ভিকটিমকে বিভিন্ন ধরনের স্কিমে বিনিয়োগ করার প্রলোভনও দেখাতে থাকে। প্রথমে তারা ভিকটিমকে অল্প পরিমাণে টাকা ইনভেস্ট করতে বলে, যার রিটার্নও তারা শীঘ্রই দিয়ে দেয়। আর এই ভাবেই তারা ভিকটিমের বিশ্বাস অর্জন করে তাদের কাছ থেকে এক সময় বড় রকমের অর্থ আদায় করে তাদের প্রতারণার জালে জড়িয়ে ফেলে।

চলতি বছরের তুলনায় এই ধরনের জালিয়াতির ঘটনা বহুবার সামনে এসেছে। তবে, বর্তমানে এই জালিয়াতি ভয়েস কলের মাধ্যমে শুরু হওয়ায়, সাধারণ মানুষের পক্ষে কলকারী আসল নাকি প্রতারক সেটা বোঝা মুশকিল হয়ে উঠেছে। তাই যদি আপনার কাছে অজানা নম্বর থেকে কোনো ফোন কল আসে এবং অর্থ উপার্জনের প্রলোভন দেখায়, তাহলে সেই কলগুলি এড়িয়ে যান।