ফোনে পৌঁছাতে পারে ভাইরাস, সাবধান থাকতে এই পাঁচটি বিষয় অবশ্যই মাথায় রাখুন

এই ডিজিটাল যুগে নিরাপদে থাকা যুদ্ধের প্রস্তুতির চেয়ে কম নয়! কারণ বর্তমান সময়ে আমরা প্রচুর অ্যাপ ইন্সটল করি। আর এই সব অ্যাপ যে ফোনের বা ইউজারদের জন্য সুবিধাজনক হয় তা নয়। বরঞ্চ অনেক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফোনে ভাইরাস পৌঁছায় এবং ইউজাররা অস্বস্তিতে পড়েন। বেশির ভাগ সময় এই ধরণের ভাইরাস প্রতারণার কারণ হয়ে দাঁড়ায়। সেক্ষেত্রে আজকের প্রতিবেদনে আমরা জানাব যে ভাইরাস আপনার কম্পিউটার ও ফোনে পৌঁছালে তা থেকে কিভাবে বাঁচবেন।

প্লে স্টোর রিভিউ পড়ুন

আপনি যখনই কোনো অ্যাপ ডাউনলোড করবেন, তখন অবশ্যই তার রিভিউ চেক করুন। অ্যাপ স্টোরে একটি ৫ স্টার রেটিং প্রাপ্ত অ্যাপ্লিকেশন সব সময় দুর্দান্ত হবে এমন নয়। কখনও কখনও জাল রেটিংয়ের মাধ্যমেও অ্যাপটিকে ট্রেন্ডিংয়ে আনা হয়। এর পরে অবশ্যই অ্যাপটির ডেভেলপার সংক্রান্ত তথ্য বা অন্যান্য বিষয় পরীক্ষা করে দেখুন।

পারমিশন চেক

আপনি যে অ্যাপটি ডাউনলোড করছেন সেটি আপনার কাছ থেকে ডিভাইসের কী অনুমতি নিচ্ছে তা অবশ্যই পরীক্ষা করে দেখবেন। যেমন, আপনি যদি একটি অ্যালার্ম অ্যাপ ডাউনলোড করেন তবে সেটির স্মার্টফোনে ছবি দেখার জন্য গ্যালারির অনুমতির প্রয়োজন হবে না। একইভাবে, ক্যালকুলেটর অ্যাপের নেটওয়ার্ক অ্যাক্সেসের প্রয়োজন নেই।

অ্যাপ ডাউনলোড

অনেক সময় কেউ কেউ বন্ধুদের কাছ থেকে পাওয়া লিঙ্কের মাধ্যমে অ্যাপ ডাউনলোড করেন। কেউ কেউ এপিকে (apk) ফাইল থেকেও অ্যাপ ইনস্টল করেন, আবার অনেকে থার্ড পার্টি স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করেন যা খুবই বিপজ্জনক।

পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে চলুন

যখন তখন বিমানবন্দর বা রেলস্টেশনে আপনার ফোন ফ্রি ওয়াই-ফাইয়ের সাথে সংযুক্ত করবেন না। ফ্রি ওয়াই-ফাই হ্যাকারদের প্রথম টার্গেট, কারণ এই নেটওয়ার্কগুলি নিরাপদ নয়। তাই একেবারে প্রয়োজন হলে তবেই ফোনটিকে রেলওয়ে বা বিমানবন্দরের ওয়াইফাইয়ের সাথে সংযুক্ত করুন৷

অজানা ডিভাইসের সাথে সংযুক্তি

কোন অজানা কম্পিউটার বা ল্যাপটপের সাথে আপনার ফোন কানেক্ট করবেন না। আপনি যে সিস্টেমে আপনার ফোন সংযুক্ত করেছেন তাতে অনেক সময়েই ভাইরাস থাকতে পারে।