HP ভারতে আনলো Envy 13 ও 15 সিরিজের ল্যাপটপ, জেনে নিন দাম

ভারতে লঞ্চ হল HP এর Envy সিরিজের তিনটি নতুন ল্যাপটপ। এই ল্যাপটপ গুলি হলো- HP Envy 15, HP Envy 13 এবং HP x360 13। এছাড়া HP আরো দুটি মোবাইল ওয়ার্কস্টেশান ক্যাটেগরীর HP ZBook Studio এবং HP Zbook Create ল্যাপটপও Envy সিরিজের সাথে এদেশের বাজারে লঞ্চ করেছে। সম্প্রতি HP আমেরিকাতে Envy 15 ল্যাপটপ লঞ্চ করবে বলে ঘোষনা করেছিল। তার পর থেকেই জল্পনা চলছিল, প্রিমিয়াম রেঞ্জের এই ল্যাপটপটিকে সংস্থা ভারতের বাজারেও আনতে পারে। Envy সিরিজের ল্যাপটপগুলি কনটেন্ট ক্রিয়েটারদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে বলে জানা গেছে।

HP Envy 15 স্পেসিফিকেশন

এই ল্যাপটপটি প্রিইনস্টলড ৬৪ বিট উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমের সাথে এসেছে। এটিতে ১৫.৬ ইঞ্চি 4K ইউএইচডি AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। যার রেজুলেশান ৩,৮৪০ x ১,২৬০ পিক্সেল। ডিসপ্লেটি ৪০০ নিট পিকের উজ্জ্বলতা এবং ডিসিআই-পি৩ কালার গ্যামাটের ১০০ শতাংশ কভারেজ দেয়। এছাড়া ল্যাপটপটিতে কিবোর্ডে ক্যামেরা শাটার, মাইক মিউট, এইচপি কমান্ড সেন্টারের জন্য আলাদা বাটন রাখা হয়েছে এবং নিরাপত্তার জন্য থাকছে ফিঙ্গারপ্রিন্ট রিডার।

পারফরম্যান্সের কথায় আসলে Envy 15 ল্যাপটপে ইন্টেলের দশম জেনারেশান i7-10750H প্রসেসরের সাথে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০ ৬ জিবি পর্যন্ত জিপিইউ কনফিগার করা যাবে। স্টোরেজের জন্য থাকছে ১৬ জিবি র‌্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত এসএসডি।

সাউন্ডের জন্য ল্যাপটপে ব্যবহার করা হয়েছে অডিও বুস্ট ২.০ সহ ব্যাং ও অলুফসেন স্পিকার। ল্যাপটপটিতে ৮৩ Whr ব্যাটারি দেওয়া হয়েছে। HP দাবী করেছে, সিঙ্গল চার্জে ব্যাটারিটি ১৬.৫ ঘন্টা মতো ব্যাকআপ দিতে পারবে। এছাড়া ফার্স্ট চার্জের সুবিধাযুক্ত ব্যাটারিটি ৪৫ মিনিটেই ৫০ শতাংশ পর্যন্ত চার্জ হতে পারবে। এছাড়া গেমিং বা মাল্টিটাস্কিং করার সময় ল্যাপটপটি ভেপার চেম্বার এবং উন্নত এয়ার ফ্লো এর মাধ্যমে সিস্টেমকে ঠান্ডা রাখে। কানেক্টিভিটি অপশানের জন্য ল্যাপটপটিতে থাকছে, ওয়াই ফাই ৬ এএক্স ২০১, ব্লুটুথ ভার্সান ৫.০, দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট, দুটি ইউএসবি টাইপ-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি মাইক্রোএসডি কার্ড রিডার, এবং একটি ৩.৫ মিমি হেডফোন / মাইক জ্যাক। ল্যাপটপটির ওজন ২.১৪ কেজি।

HP Envy 13 স্পেসিফিকেশন

Envy 13 ল্যাপটপে ইন্টেলের দশম প্রজন্মের কোর i9 সিপিইউ এবং এনভিডিয়া জিফর্স এমএক্স ৩৫০ গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে। এটিতে এইচডি ডিসপ্লে আছে এবং স্ক্রিন-টু-বডি অনুপাত ৮৮ শতাংশ। HP জানিয়েছে, ল্যাপটপটি ১৯.৫ ঘন্টার ব্যাটারি লাইফ সরবরাহ করতে পারবে। এছাড়া কানেক্টিভিটির জন্য থাকছে ওয়াই-ফাই ৬ এর সুবিধা। এই ল্যাপটপটি কনভার্টেবেল। এটিতে রেডিয়ন গ্রাফিক্স সহ এএমডি এর রাইজেন ৪০০০ সিরিজের মোবাইল প্রসেসর রাখা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে থাকছে ওয়াই-ফাই ৫ এবং ব্লুটুথ ৫.০।

HP Envy সিরিজের দাম

Hp Envy 13 Laptop Launched In India

Hp Envy 15 ল্যাপটপটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছে ৷ প্রথম ভ্যারিয়েন্টে ইন্টেলের দশম জেনারেশান i5-10300H প্রসেসর ব্যবহার করা হয়েছে। র‌্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি এবং এসএসডি ৫১২ জিবি। এই ভ্যারিয়েন্টে এনভিডিয়ার জি ফোর্স জিটিএক্স 1650Ti গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,১৯,৯৯৯ টাকা।

দ্বিতীয় ভ্যারিয়েন্টে ইন্টেলের দশম জেনারেশান i7-10750H প্রসেসর দেওয়া হয়েছে। এছাড়াও আছে ১৬ জিবি র‌্যাম এবং এসএসডি ১ টেরাবাইট। এই ভ্যারিয়েন্টে এনভিডিয়ার জিফোর্স জিটিএক্স 1660Ti ৪ জিবি গ্রাফিক্স কার্ড দেওয়া হয়েছে। এই ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৪৯,৯৯৯ টাকা।

HP Envy 15 এর সবচেয়ে দামি ভ্যারিয়েন্টটির দাম রাখা হয়েছে ১,৬৯,৯৯৯ টাকা। ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চি 4K টাচ ডিসপ্লে আছে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেলের দশম জেনারেশান i7-10750H। আগের ভ্যারিয়েন্টের মতো এটিতে র‌্যাম দেওয়া হয়েছে ১৬ জিবি এবং এসএসডি ১ টেরাবাইট। এছাড়া ল্যাপটপটিতে এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৬০ ম্যাক্স-কিউ ৬ জিবি জিপিইউ রাখা হয়েছে।

এছাড়া Envy 13 ল্যাপটপের দাম রাখা হয়েছে ৭৯,৯৯৯ টাকা। Envy 13 ও 15 মডেলের ল্যাপটপগুলি HP এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পাওয়া যাচ্ছে।

ZBook Studio এবং ZBook Create স্পেসিফিকেশন

মোবাইল ওয়ার্কস্টেশন ক্যাটেগরীর এই ল্যাপটপ দুটিতে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। পারফরম্যান্সের কথায় আসলে এগুলি ইন্টেল জিওন প্রসেসর দ্বারা চালিত এবং কোয়াড্রো আরটিএক্স ৫০০০ বা জিফোর্স আরটিএক্স ২০৮০ যে কোনো একটি গ্রাফিক্স কার্ডের সাথে এটি আসতে পারে। সাউন্ডের জন্য ল্যাপটপ দুটিতে ব্যাং ও অলুফসেনের কাস্টম-সুরযুক্ত ১৫০ হার্জ রোল-অফ বেস এবং স্পিকার ব্যবহার করা হয়েছে। এছাড়াও ভেপার কুলিং চেম্বার ও লিক্যুইড ক্রিস্টাল পলিমারটি ল্যাপটপটিকে ঠান্ডা রাখে।

ZBook Studio এবং ZBook Create দাম

ল্যাপটপদুটির দাম ১,৭৭,০০০ টাকা থেকে শুরু হচ্ছে এবং এটি সেপ্টেম্বরের ১ থেকে কেনার জন্য উপলব্ধ হবে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro
Tags: HP Envy 13

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 25 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স গেমের রিডিম কোড দেখুন

আপনি যদি Garena Free Fire-এর নিয়মিত প্লেয়ার হন, তাহলে ফ্রি ফায়ার ডায়মন্ডের গুরুত্ব নিশ্চয়ই জানেন।…

5 hours ago

Honor Magic V3: এত হালকা ও পাতলা ফোল্ডেবল ফোন‌ দেখেননি, তাসের ইমারতও ভেঙে পড়ছে না

অনার এর ফোল্ডেবল ফোন Honor Magic V3 বিশ্বব্যাপী লঞ্চের আগে বিশ্ব রেকর্ড করল। আসন্ন আইএফএ…

5 hours ago

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

7 hours ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

7 hours ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

8 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

8 hours ago