বাড়ি ও ব্যবসার জন্য HP আনল নতুন লেজার প্রিন্টার, মোবাইল থেকেও প্রিন্ট করা যাবে, দাম দেখে নিন

HP প্রিন্টারগুলি আরও দ্রুত প্রিন্ট করতে সক্ষম। আবার এগুলিতে ওয়াই-ফাই ডাইরেক্ট ফিচার উপস্থিত, ফলে মোবাইল থেকেও প্রিন্ট করা যাবে

HP ভারতে একঝাঁক নতুন লেজার প্রিন্টার (Laser Printer) লঞ্চ করল। বাড়িতে, ক্ষুদ্র বা মাঝারি ব্যবসার ক্ষেত্রে এই প্রিন্টারগুলি ব্যবহার করা যাবে। আর এই নয়া লেজার প্রিন্টার সিরিজের নাম HP Laser 1008, 1188। এগুলি উচ্চমানের প্রিন্টিং অফার করবে।

পাশাপাশি HP প্রিন্টারগুলি আরও দ্রুত প্রিন্ট করতে সক্ষম। আবার এগুলিতে ওয়াই-ফাই ডাইরেক্ট ফিচার উপস্থিত, ফলে মোবাইল থেকেও প্রিন্ট করা যাবে। আর প্রিন্টারগুলি কম্প্যাক্ট ডিজাইনের সাথে ভারতে এসেছে।

নতুন এই প্রিন্টারগুলির মডেল নম্বর – HP Laser SFP 1008A, 1008W, HP Laser MFP 1188A, 1188W, 1188NW, এবং 1188FNW। উল্লেখিত প্রত্যেকটি প্রিন্টারের ইন্টারফেস যথেষ্ট সাধারণ এবং সহজে সেটআপ করা যাবে।

দামের কথা বললে, HP Laser 1008 সিরিজের দাম শুরু হয়েছে ১৪,২০৫ টাকা থেকে। আর HP Laser MFP 1188 সিরিজের প্রারম্ভিক মূল্য ধার্য করা হয়েছে ২০,৩৪৪ টাকা। এছাড়া HP Laser MFP 1188FNW সিরিজের প্রিন্টার কিনতে গেলে নূন্যতম খরচ হবে ২৬,৫৮১ টাকা।