গেমারদের জন্য সুখবর, HP Omen 16 ল্যাপটপ লঞ্চ হল

HP কোম্পানির গেমিং পোর্টফোলিওতে সর্বশেষ সংযোজন হিসেবে ভারতে লঞ্চ হলো HP Omen 16 গেমিং নোটবুক। নতুন এই গেমিং ল্যাপটপে ১১তম প্রজন্মের ইন্টেল কোর প্রসেসর এবং একটি ১৬.১-ইঞ্চির ইমারসিভ ডিসপ্লে দেওয়া হয়েছে৷ সংস্থার দাবি, HP Omen 16 হল বর্তমানে সবচেয়ে হালকা গেমিং ল্যাপটপগুলির মধ্যে একটি, যার ওজন মাত্র ২.৩ কেজি।

নতুন গেমিং ল্যাপটপটি লঞ্চের সময় সংস্থাটি জানিয়েছে যে, HP Omen 16 উন্নত ফ্যান সহ এসেছে, যাকে কোম্পানির ভাষায় “ক্লাস-লিডিং থার্মালস” বলা হয়। এছাড়া পরিবেশকে দূষণমুক্ত রাখতে ল্যাপটপটিকে ওশান বাউন্ড প্লাস্টিক এবং রিসাইকেল মেটেরিয়াল দিয়ে তৈরি করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এইচপির গেমিং ল্যাপটপের দাম ও স্পেসিফিকেশন।

HP Omen 16 দাম ও লভ্যতা

এইচপি ওমেন ১৬ ল্যাপটপের দাম শুরু হচ্ছে ১,৩৯,৯৯৯ টাকা থেকে। এরপর ল্যাপটপটির পারফরম্যান্স বাড়ানোর জন্য যত ফিচার যুক্ত হবে এর দাম ততই বাড়বে। বর্তমানে এই গেমিং ল্যাপটপটি পাওয়া যাচ্ছে এইচপি অনলাইন স্টোর, এইচপি ওয়ার্ল্ড স্টোর এবং অন্যান্য অফলাইন এবং অনলাইন রিটেল স্টোরে।

HP Omen 16 স্পেসিফিকেশন ও ফিচার

এইচপির নতুন গেমিং নোটবুকে, ১৬:৯ এসপেক্ট রেশিওর ও কিউএইচডি রেজিলিউশনের ১৬.১ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লে ১৬৫ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এটি ১১তম প্রজন্মের ইন্টেল কোর আই ৭-১১৮০০এইচ৩ প্রসেসর দ্বারা পরিচালিত। ল্যাপটপটিতে গেমিং পারফরম্যান্স বাড়াতে গ্রাফিক্সের জন্য থাকছে ৮ জিবি NVIDIA GeForce আরটিএক্স ৩০৭০ জিপিইউ। সাথে পাওয়া যাবে ১৬ জিবি র‌্যাম এবং ১টিবি এসএসডি।

সংস্থার দাবি, এই নয়া গেমিং ল্যাপটপ টেম্পেস্ট কুলিং টেকনোলজির সাথে এসেছে। এতে একটি আপগ্রেড করা নতুন ডিজাইনের একটি ফ্যান রয়েছে, যা আড়াইগুন স্লিম এবং আগের প্রজন্মের তুলনায় দ্বিগুণ ব্লেড সম্পন্ন। এটি গেমিংয়ের সময় ল্যাপটপটির অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণ করতে সহায়তা করে। এইচপি ওমেন ১৬ ল্যাপটপের ব্যাটারির ক্ষমতা ৫২.৫ ওয়াটআওয়ার থেকে শুরু হয়ে ৮৩ ওয়াটআওয়ার পর্যন্ত, যা ৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। এছাড়া, এতে ওমেন ডায়নামিক পাওয়ার টেকনোলজি রয়েছে, যা সঠিকভাবে রিয়েল-টাইম সিপিইউ এবং জিপিইউর ক্ষমতা সনাক্ত করতে সক্ষম।

HP Omen 16 ল্যাপটপের কানেক্টিভিটি অপশনের মধ্যে শামিল আছে ইউএসবি টাইপ সি পোর্টের সঙ্গে থান্ডারবোল্ট ৩, একটি ইউএসবি টাইপ এ, দুটি রেগুলার ইউএসবি টাইপ এ, একটি আরজে ৪৫, একটি এসি স্মার্ট পিন, একটি হেডফোন, মাইক্রোফোন কম্বো জ্যাক এবং একটি এইচডিএমআই ২.০এ।