৫০০০ mAh ব্যাটারির সাথে কোয়াড ক্যামেরা, বাজারে এল HTC Desire 20 Pro ও HTC U20 5G

শাওমি, স্যামসাং রিয়েলমি প্রভৃতি স্মার্টফোন কোম্পানিদের চাপে হঠাৎ বাজার থেকে হারিয়ে যাওয়া, এইচটিসি আজ দুটি স্মার্টফোন লঞ্চ করলো। কোম্পানির এই দুটি ফোন হল HTC Desire 20 Pro ও HTC U20 5G। এই দুটি ফোনকে এইচটিসি তাদের ঘরের মাঠে অর্থাৎ তাইওয়ানে লঞ্চ করেছে। এইচটিসি ইউ২০ ৫জি ও এইচটিসি ডিজেয়ার ২০ প্রো ফোনের বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এতে অ্যান্ড্রয়েড ১০, কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর, কোয়াড ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি পাবেন। আসুন HTC Desire 20 Pro ও HTC U20 5G এর দাম ও স্পেসিফিকেশন জেনে নিই।

HTC Desire 20 Pro ও HTC U20 5G : দাম

আপনাকে জানিয়ে রাখি এই দুটি ফোনের মধ্যে এইচটিসি ইউ২০ ৫জি হল বেশি দামি ফোন। যদিও কোম্পানি দুটি ফোনের কারও দাম এখনও জানায়নি। তবে ফোন দুটির দাম মিড রেঞ্জে থাকবে বলে জানা গেছে। ভারতে এইচটিসি ইউ২০ ৫জি ও এইচটিসি ডিজেয়ার ২০ প্রো কবে আসবে তাও এখনও জানা যায়নি।

HTC Desire 20 Pro স্পেসিফিকেশন :

এইচটিসি ডিজেয়ার ২০ প্রো ফোনে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২৩৪০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ১৯.৫:৯। পাঞ্চ হোলের মধ্যে এফ/২.০ অ্যাপারচারের সাথে ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপলব্ধ। আবার ফোনের পিছনে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল, এছাড়াও আছে ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।

এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬৫ প্রসেসরের সাথে এসেছে। যার সাথে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ উপলব্ধ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।সিকিউরিটির জন্য ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এতে কুইক চার্জ ৩.০ সাপোর্ট সহ ৫,০০০ এমএএএইচ ব্যাটারি আছে। চার্জিংয়ের জন্য এতে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট।

HTC U20 5G স্পেসিফিকেশন :

এইচটিসি ইউ২০ ৫জি ফোনটি ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস এলসিডির সাথে এসেছে। এই ফোনের ডিসপ্লে ডিজাইন ও পাঞ্চ হোল। এই ডিসপ্লের রেজুলেশন ১০৮০x২,৪০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ৫জি সাপোর্টের এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫জি প্রসেসর দেওয়া হয়েছে। ফোনটিতে পাবেন ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ও বাড়ানো যাবে। সিকিউরিটির জন্য এই ফোনের পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন।

ফটোগ্রাফির জন্য এইচটিসি ডিজেয়ার ২০ প্রো ফোনের মত এই ফোনের পিছনেও কোয়াড ক্যামেরা সেটআপ উপলব্ধ। এখানে এফ/১.৮ অ্যাপারচার সহ ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেকেন্ডারি ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এখানে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আবার পাওয়ারের কথা বললে এই ফোনে পাবেন কুইক চার্জ ৪.০ সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চার্জিংয়ের জন্য এই ফোনে আছে ইউএসবি টাইপ সি পোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *