HTC U23 Pro: স্মার্টফোন মার্কেটে এইচটিসির দুর্দান্ত কামব্যাক, 108MP ক্যামেরা সহ দারুণ সব ফিচার্স

এইচটিসি তাদের একটি আপার-মিডরেঞ্জ স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে, যা HTC U23 Pro নামে বাজারে পা রাখবে। আর এখন লঞ্চের আগে, ফোনটির কিছু লাইভ ইমেজ অনলাইনে ছড়িয়ে পড়েছে। যা বিভিন্ন কোণ থেকে HTC U23 Pro-এর ডিজাইন উন্মোচনের পাশাপাশি কিছু বৈশিষ্ট্যও প্রকাশ করেছে। এটি ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেহা অফার করবে। আসুন তাহলে ফাঁস হওয়া ইমেজগুলি থেকে আপকামিং এইচটিসি হ্যান্ডসেটটির বিষয়ে আর কি কি তথ্য উঠে এল, দেখে নেওয়া যায়।

ফাঁস হল HTC U23 Pro-এর লাইভ ইমেজ

ইতিমধ্যেই জানা গেছে যে, স্মার্টফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট দ্বারা চালিত হবে এবং এর সাথে ১২ জিবি র‍্যাম যুক্ত থাকবে, যা এর পূর্বসূরি এইচটিসি ইউ২০ প্রো-এর থেকে একটি উল্লেখযোগ্য আপগ্রেড হবে। আর আকর্ষণীয় বিষয়টি হল, ফাঁস হওয়া ছবিগুলির মধ্যে একটি প্রকাশ করেছে যে, ডিভাইসটিতে ৮ জিবি র‍্যাম এবং ৪,৬০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা নির্দেশ করে যে এইচটিসি ইউ২৩ প্রো দুটি বা তার বেশি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে বাজারে আসবে।

ফোনটির পিছনের দিকে একটি কোয়াড-ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর থাকবে। আর এইচটিসি ইউ২৩ প্রো-এর সামনে একটি পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা দেখা যাবে।

HTC U23 Pro-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

এইচটিসি ইউ২৩ প্রো সম্প্রতি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইট উপস্থিত হয়েছে, যার তালিকাটি প্রকাশ করেছে যে এতে ১.৮০ গিগাহার্টজ ক্লক স্পিডের চারটি কোর, ২.৩৬ গিগাহার্টজে রান করা তিনটি সিপিইউ কোর এবং সর্বোচ্চ ২.৪০ গিগাহার্টজে ক্লক করা একটি একক সিপিইউ কোর সমন্বিত অক্টা-কোর চিপসেট রয়েছে। এই প্রসেসরটি গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬৪৪ জিপিইউ-এর সাথে যুক্ত থাকবে। আর ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও তালিকায় উল্লেখ করা হয়েছে। গিকবেঞ্চ ৬-এর সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে এইচটিসি ইউ২৩ প্রো যথাক্রমে ৯৩৩ এবং ২,৩৫১ পয়েন্ট স্কোর করেছে।

যদিও, HTC U23 Pro-এর অন্যান্য স্পেসিফিকেশন সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি, তবে শোনা যাচ্ছে যে ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ, উন্নত ক্যামেরা সেটআপ এবং ফাস্ট চার্জিং সাপোর্ট সহ একটি বড় ব্যাটারি অন্তর্ভুক্ত থাকবে। সম্ভবত আগামী জুন মাসে তাইওয়ানে লঞ্চ হবে HTC U23 Pro, যা মিড-রেঞ্জ স্মার্টফোন মার্কেটে একটি উল্লেখযোগ্য বিকল্প হয়ে উঠতে পারে।