জল লাগলেও নষ্ট হবে না, ২৮ ঘন্টা ব্যাটারি লাইফ সহ লঞ্চ হল Huawei FreeBuds 5i ইয়ারফোন

Huawei আজ তাদের দলীয় মার্কেটে লঞ্চ করল নতুন FreeBuds 5i ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন। এটি গত বছরে লঞ্চ হওয়া Huawei FreeBuds 4i ইয়ারফোনের উত্তরসূরী। টাচ কন্ট্রোল সাপোর্ট সহ আসা নতুন এই ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার। সংস্থার মতে, এটি একবার চার্জে ২৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। চলুন দেখে নেওয়া যাক নতুন Huawei FreeBuds 5i ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Huawei FreeBuds 5i ইয়ারফোনের দাম ও লভ্যতা

হুয়াওয়ে ফ্রি বাডস ৫আই ইয়ারফোনটির দাম ধার্য করা হয়েছে ৪৯৯ ইউয়ান (প্রায় ৫,৮০০ টাকা)। সেরামিক হোয়াইট, ইন্টারস্টেলার ব্ল্যাক এবং আইল্যান্ড ব্লু – এই তিনটি কালারে এসেছে নতুন এই ইয়ারফোন।

Huawei FreeBuds 5i ইয়ারফোনের স্পেসিফিকেশন

নবাগত হুয়াওয়ে ফ্রি বাডস ৫আই ইয়ারফোন কানে শক্তভাবে আটকে থাকার জন্য ইয়ার ক্যানেল ক্লোস ফিট ডিজাইনের সাথে এসেছে। হালকা ওজনের এই ইয়ারফোনে রয়েছে সিলিকন ইয়ারবাড। এছাড়া হাই -রেস ওয়্যারলেস সার্টিফাইড ইয়ারফোনটিতে ব্যবহৃত হয়েছে ১০ এমএম ডায়নামিক ড্রাইভার। শুধু তাই নয়, এর ইয়ারবাডগুলি ৪২ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন অফার করবে। আবার ইয়ারবাডগুলিকে কান থেকে খুলে নিলে এটি স্বয়ংক্রিয়ভাবে মিউজিক বন্ধ করে দেবে, আবার কানে পরে নিলে মিউজিক চালু হয়ে যাবে। এমনকি কল ধরা কিংবা বন্ধ করা অথবা মিউজিক প্লে/পজ করার জন্য এতে টাচ কন্ট্রোল সাপোর্ট করবে।

অন্যদিকে, দ্রুত সংযোগের জন্য এতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.২ ভার্সন। প্রথমে একবার পেয়ার হয়ে গেলে এটি পরবর্তী সময় স্বয়ংক্রিয়ভাবে নিকটবর্তী ডিভাইসের সঙ্গে সংযুক্ত হয়ে যাবে। আবার এর ইয়ারবাডে ট্যাপ করে মিউজিক প্লে /পজ কিংবা মিউজিক ট্র্যাক পরিবর্তন করা সম্ভব । তাছাড়া অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন চালু করার জন্য ইয়ারবাড দুটিকে লং ট্যাপ করতে হবে।

Huawei FreeBuds 5i ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে বলতে গেলে, এর প্রত্যেকটি ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ৫৫ এমএএইচ ব্যাটারি। আবার এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪১০ এমএএইচ ব্যাটারি। সংস্থার মতে, এএনসি ফিচার বন্ধ থাকলে এটি ২৮ ঘন্টা এবং এএনসি ফিচার চালু থাকলে এটি সাড়ে ১৮ ঘণ্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি, ইয়ারবাডগুলি এক ঘন্টায় চার্জ হয়ে যাবে। কিন্তু এর চার্জিং কেস চার্জ হতে সময় লাগবে ১১০ মিনিট। পরিশেষে জানাই, জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এটি IPX4 রেটিং সহ এসেছে।