Android নয়, নতুন Harmony OS সহ লঞ্চ হল Huawei MatePad 11, MatePad Pro 12.6 ও 10 10.8

গতকাল, HarmonyOS অফিসিয়ালি লঞ্চ করার পাশাপাশি, Huawei তার MatePad লাইনআপের অধীনে তিনটি নতুন ট্যাবের ঘোষণা করেছে। যেগুলি হল – Kirin 9000 প্রসেসরের ট্যাবলেট MatePad Pro (12.6″), Snapdragon 870 প্রসেসরযুক্ত MatePad Pro (10.8″), এবং Snapdragon 865 প্রসেসরের সাথে আসা MatePad 11। তিনটি ট্যাবেই Harmony OS 2 (দ্বিতীয় সংস্করণ) প্রি-ইনস্টলড থাকবে। অর্থাৎ এই প্রথম Android অপারেটিং সিস্টেম ছাড়াই ট্যাব নিয়ে এল চীনা সংস্থাটি। আসুন Huawei MatePad ট্যাবলেটগুলির ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Huawei MatePad Pro 12.6 : স্পেসিফিকেশন ও ফিচার

নাম শুনেই বুঝতে পারছেন Huawei MatePad-এর এই ফ্ল্যাগশিপ ট্যাবটি 12.6 ইঞ্চি ডিসপ্লের সাথে এসেছে। ডিসপ্লে হিসেবে এতে OLED প্যানেল ব্যবহার হয়েছে। যার রেজোলিউশন 2560×1600 পিক্সেল। আবার এটি বিশ্বের প্রথম ট্যাবলেট যা TUV Rheinland Full Care Display 2.0 সার্টিফিকেশন পেয়েছে। Huawei ট্যাবটির সাইড বেজেলে সেলফি ক্যামেরা রাখার ফলে ল্যান্ডস্কেপ পজিশনে রেখে ভিডিও কল করার সুবিধা পাওয়া যাবে।

MatePad Pro 12.6 Wi-Fi ও 5G ভার্সনে পাওয়া যাবে। Wi-Fi ভার্সনে Kirin 9000E প্রসেসর এবং 5G ভার্সনে Kirin 9000 প্রসেসর থাকবে। দু’টি ভার্সনেই 8 জিবি র‌্যাম আছে। তবে, Wi-Fi ভার্সন 128 জিবি ও 256 জিবি স্টোরেজে এবং 5G ভার্সন 256 জিবি সিঙ্গল মেমরি কনফিগারেশনে পাওয়া যাবে।

MatePad Pro 12.6-এ 8 মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং পিছনে f/1.8 অ্যাপারচার সহ 13 মেগাপিক্সেল মেইন ক্যামেরা + f/2.4 অ্যাপারচারযুক্ত আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এবং 3D ডেপ্থ সেন্সর বর্তমান।

MatePad Pro 12.6 ট্যাবে Histen 7.0 সাউন্ড এফেক্ট সহ Harman Kardon-এর টিউন করা 8-টি স্পিকার রয়েছে। ট্যাবে চারটি মাইক্রোফোন আছে যা কয়েক মিটার দূর থেকেও ইউজারের ভয়েস পিক-আপ করতে পারবে। আবার ভিডিও কল বা ভিডিও রেকর্ডিং করার সময় এটি ব্যাকগ্রাউন্ড নয়েজ ক্যান্সেল করতে পারবে।

Huawei এই ট্যাবে পাওয়ার ব্যাকআপের জন্য 10050mAh ব্যাটারি রেখেছে, যা 14 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম সরবরাহ করবে। এর সাথে 40W ফাস্ট ওয়্যারড চার্জিং, 27W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। MatePad Pro 12.6-এর সাথে Huawei 40W সুপারচার্জ পাওয়ার অ্যাডাপ্টার শিপিং করেছে।

Huawei MatePad Pro 12.6: দাম ও লভ্যতা

আজ থেকেই MatePad Pro 12.6-এর প্রি অর্ডার শুরু হচ্ছে এবং 10 জুন থেকে ট্যাবটির সেল শুরু হবে। সিলভার ফ্রস্ট, ম্যাট গ্রে, এবং অলিভ গ্রীন কালার অপশনে MatePad Pro 12.6 পাওয়া যাবে।

MatePad Pro 12.6 ট্যাবলেটের 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ + Wi-Fi, 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ + Wi-Fi, এবং 8 জিবি র‌্যাম + 128 জিবি স্টোরেজ + Wi-Fi (কীবোর্ড কেস এবং M-Pencil 2 স্টাইলাস) ভার্সনের দাম যথাক্রমে 4999 ইউয়ান (প্রায় 57,000 টাকা), 5499 ইউয়ান‌ (প্রায় 62,700 টাকা), ও 6,699 ইউয়ান (প্রায় 76,400 টাকা)।

আবার 5G + 8 জিবি র‌্যাম + 256 জিবি স্টোরেজ (কীবোর্ড কেস এবং M-Pencil 2 স্টাইলাস) ভার্সনে MatePad Pro 12.6-এর দাম 7,999 ইউয়ান (প্রায় 92,100 টাকা)।

Huawei MatePad Pro 10 10.8 : স্পেসিফিকেশন ও ফিচার

MatePad Pro 10 10.8 ট্যাবলেট IPS LCD ডিসপ্লে সহ এসেছে। এটি 2560×1600 পিক্সেল রেজোলিউশন,120hz রিফ্রেশ রেট, DCI-P3 কালার গ্যামেট সাপোর্ট করবে। সেলফি ক্যামেরার জন্য ডিসপ্লের বাম দিকে পাঞ্চ হোল কাটআউট আছে। MatePad Pro 10.8-এর বেজেল 4.9 মিমি পাতলা।

এখানে Huawei Kirin প্রসেসরের বদলে Qualcomm Snapdragon 870 প্রসেসর ব্যবহার হয়েছে। সঙ্গে আছে 8 জিবি র‌্যাম ও 128 জিবি / 256 জিবি ইন্টারনাল স্টোরেজ। ট্যাবের পিছনে এলইডি ফ্ল্যাশ সহ 13 মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে 8 মেগাপিক্সেল ক্যামেরা দেখা যাবে।

MatePad Pro 10 10.8-এ 7250mAh ব্যাটারি আছে এবং এর সাথে 22.5W ফাস্ট ওয়্যারড চার্জিং, 27W ওয়্যারলেস ফাস্ট চার্জিং, ও 10W রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। Histen 7.0 সাউন্ড এফেক্ট সহ এই ট্যাবেও Harman Kardon-এর টিউন করা কোয়াড স্পিকার পাওয়া যাবে। আবার এতেও মাইক্রোফোনের সংখ্যা চারটি যা কয়েক মিটার দূর থেকেও ইউজারের ভয়েস পিক-আপ করতে পারবে।

Huawei MatePad Pro 10 10.8 : দাম ও লভ্যতা

MatePad Pro 10.8 গ্রীন, গ্রে, এবং হোয়াইট কালার অপশনে এসেছে। ট্যাবটির 128 জিবি ভার্সনের দাম 3799 ইউয়ান ও 256 জিবি ভার্সনের দাম 4299 ইউয়ান। কীবোর্ড কেস এবং M-Pencil 2 স্টাইলাস সহ MatePad Pro 10.8 -এর 256 জিবি ভার্সনও রয়েছে, যার দাম 5299 ইউয়ান (প্রায় 60,400 টাকা)।

Huawei MatePad 11 : স্পেসিফিকেশন ও ফিচার

Huawei MatePad 11 ট্যাবে রয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত, 2560×1600 পিক্সেল রেজোলিউশনের 10.95 ইঞ্চি ডিসপ্লে। Snapdragon 870 প্রসেসর দ্বারা ট্যাবটি পরিচালিত হবে। সাথে থাকবে 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ।

Huawei MatePad 11 কোয়াড স্পিকার, কোয়াড মাইক্রোফোন, সিঙ্গল রিয়ার ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা সহ এসেছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 7250mAh ব্যাটারি। USB-C কেবলের মাধ্যমে যা 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Huawei MatePad 11 : দাম ও লভ্যতা

ইউরোপে Huawei MatePad 11-এর 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজের দাম রাখা হয়েছে 399 ইউরো (প্রায় 35,400 টাকা)।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন