Huawei MatePad Pro 13.2: বিশ্বের সবচেয়ে হালকা ও স্লিম ট্যাব আনল হুয়াওয়ে, ফিচার্সে iPad-কেও টেক্কা

হুয়াওয়ে আজ (২৫ সেপ্টেম্বর) তাদের নিজ দেশ চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা একগুচ্ছ নতুন ডিভাইস উন্মোচন করেছে। এগুলির মধ্যে অন্যতম হল নতুন…

হুয়াওয়ে আজ (২৫ সেপ্টেম্বর) তাদের নিজ দেশ চীনে একটি লঞ্চ ইভেন্টের আয়োজন করেছিল, যেখানে তারা একগুচ্ছ নতুন ডিভাইস উন্মোচন করেছে। এগুলির মধ্যে অন্যতম হল নতুন MatePad Pro 13.2, যেটি কোম্পানির একটি হাই-এন্ড ট্যাবলেট। এতে রয়েছে একটি বিশেষ ফ্লেক্সিবল ওলেড (OLED) ডিসপ্লে, kirin 9000s চিপসেট, এম-পেন স্টাইলাস এবং বিশাল ১০,১০০ এমএএইচ ব্যাটারি। আসুন এই নয়া হুয়াওয়ে ট্যাবটির স্পেসিফিকেশন, মূল্য এবং উপলব্ধতা সম্পর্কিত বিবরণগুলি দেখে নেওয়া যাক।

Huawei MatePad Pro 13.2 ডিজাইন ও স্পেসিফিকেশন

হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১৩.২ ইঞ্চি ট্যাবলেট মডেলটিতে ১৩.২ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। হুয়াওয়ের কনজিউমার চিফ ইয়ু চেংডং বলেছেন যে, এটি বিশ্বের প্রথম ট্যাবলেট যা একটি নমনীয় ওলেড (OLED) প্যানেলের সাথে এসেছে। এই স্ক্রিনটি ২,৮৮০ x ১,৯২০ পিক্সেলের রেজোলিউশন, একটি ওয়াইড পি৩ কালার গ্যামট, ১০,০০,০০০:১-এর কনট্রাস্ট রেশিও, ১,০০০ নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা, ৩:২ অ্যাসপেক্ট রেশিও, ১,৪৪০ হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি এবং গ্লোবাল আরডব্লিউএম ডিমিং, আই প্রোটেকশন ৩.০ সার্টিফিকেশন অফার করে।

ট্যাবলেটটির সামনের দিকে এজ-টু-এজ স্ক্রিন ডিজাইন দেখা যায়, আর পিছনে একটি মসৃণ প্যানেল এবং একটি বৃত্তাকার ক্যামেরা মডিউল বর্তমান। উল্লেখযোগ্যভাবে, এটি ইন্ডাস্ট্রির সর্বোচ্চ স্ক্রিন-টু-বডি রেশিও (৯৪ শতাংশ) অফার করে। সামনের দিকে স্লিম বেজেলও রয়েছে। হুয়াওয়ে মেটপ্যাড প্রো ১৩.২ ইঞ্চির ওজন মাত্র ৫৮০ গ্রাম এবং ৫.৫ মিলিমিটার স্লিম। হুয়াওয়ে দাবি করেছে যে, এটি বড় ডিসপ্লে যুক্ত বিশ্বের সবচেয়ে স্লিম এবং হালকা ট্যাবলেট।

পারফরম্যান্সের জন্য, Huawei MatePad Pro 13.2 কিরিন ৯০০০এস প্রসেসর দ্বারা চালিত, যা ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১ টিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। ডিভাইসটিতে হিট ডিসিপেশন এবং ভিসি লিকুইড কুলিংয়ের জন্য ৫২,০০০ বর্গ মিলিমিটার গ্রাফাইট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে বিশাল ১০,১০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৮৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ৪০ মিনিটের চার্জিংয়ের মধ্যে, ডিভাইসটির ৮৫ শতাংশ চার্জ পূর্ণ হতে পারে, আর সম্পূর্ণ চার্জ হতে প্রায় ৬৫ মিনিট সময় লাগে।

অডিওর জন্য, Huawei MatePad Pro 13.2 ছয়টি ডুয়েল-চ্যানেল স্পিকার (ডুয়েল হয় ফ্রিকোয়েন্সি এবং চারটি লো ফ্রিকোয়েন্সি), স্পেসিয়াল অডিও এবং হুয়াওয়ে সাউন্ড সার্টিফিকেশন সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য, ট্যাবটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা এবং একটি টিওএফ (ToF) সেন্সর রয়েছে, আর পিছনে একটি ১৩ মেগাপিক্সেলের ও ৮ মেগাপিক্সেলের লেন্স সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে৷ ট্যাবটির অন্যান্য উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.২, এএসি (AAC) এবং এলডিএসি (LDAC) কোডেক। ডিভাইসটি হারমনিওএস ৪ (HarmonyOS 4) অপারেটিং সিস্টেমে রান করে।

এছাড়া, Huawei MatePad Pro কোম্পানির তৃতীয় প্রজন্মের এম-পেন স্টাইলাসের সাথে এসেছে। এই পেনটি ১০,০০০-এরও বেশি প্রেসার লেভেল সহ স্টারলাইট প্রযুক্তি ব্যবহার করে এবং এর লেটেন্সি শূন্য মিলিসেকেন্ড (0ms) পর্যন্ত কম হতে পারে। কোম্পানির দাবি, এম-পেন স্টাইলাসটি পূর্বসূরির তুলনায় আরও দ্রুত এবং একটি উন্নত লেখা এবং আঁকার অভিজ্ঞতা দিতে সক্ষম। সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যবহারকারীরা এই নতুন হুয়াওয়ে ট্যাবের লম্বা ডিসপ্লে এবং নতুন স্টাইলাসের সাথে একটি মসৃণ অভিজ্ঞতা পাবেন বলে আশা করা যায়।

Huawei MatePad Pro 13.2″-এর মূল্য এবং উপলব্ধতা

লেটেস্ট প্রিমিয়াম গ্রেড Huawei MatePad Pro 13.2″ ট্যাবটি ব্লু, হোয়াইট এবং ব্ল্যাক – এর মতো কালার অপশনে উপলব্ধ। এটি একাধিক কনফিগারেশনে চীনা বাজারে পা রেখেছে। এগুলির দাম নিম্নরূপ –

১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ – ৫,১৯৯ ইউয়ান (প্রায় ৫৯,১১৫ টাকা)

১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ – ৫,৬৯৯ ইউয়ান (প্রায় ৬৪,৮০০ টাকা)

১২ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৬,৬৯৯ ইউয়ান (প্রায় ৭৬,১৭০ টাকা)

১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৬,৯৯৯ ইউয়ান (প্রায় ৭৯,৫৮০ টাকা)

কীবোর্ড এবং স্টাইলাস সেট সহ ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ – ৮,২৯৯ ইউয়ান (প্রায় ৯৪,৩৭০ টাকা)

হুয়াওয়ে আগামী ২৫ অক্টোবর ডিভাইসটির প্রি-সেল শুরু করবে ও ২৮ অক্টোবর চীনা বাজারে বিক্রির জন্য উপলব্ধ হবে। ট্যাবটি ভারত সহ গ্লোবাল মার্কেটে কবে আসবে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।