Huawei matepad se 11 2024 launched in China

Huawei MatePad: নতুন ট্যাব চলে এল বাজারে, পাবেন বড় স্ক্রিন, দুর্দান্ত ব্যাটারি

হুয়াওয়ে সম্প্রতি চীনে কিরিন ৭১০এ চিপসেট দ্বারা চালিত হুয়াওয়ে মেটপ্যাড ১১ ভাইটালিটি এডিশন লঞ্চ করেছে। আর আজ ব্র্যান্ডটি হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) নামে আরেকটি নতুন ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে। এই ট্যাবলেটটি আইপিএস এলসিডি ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর, বিশাল ৭,৭০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ অফার করে। আসুন নবাগত হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবের স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবলেটের স্পেসিফিকেশন এবং ফিচার

হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবলেটে ১১ ইঞ্চির আইপিএস এলসিডি প্যানেল রয়েছে, যা ১,৯২০ x ১,২০০ পিক্সেলের রেজোলিউশন, ৬০ হার্টজ রিফ্রেশ রেট, ২০৭ পিপিআই পিক্সেল ঘনত্ব এবং ৪০০ নিট ব্রাইটনেস প্রদান করে। স্লিম বেজেল সহ ট্যাবলেটটি ৮৫ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে। পারফরম্যান্সের জন্য, হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮৫ চিপসেট ব্যবহার করা হয়েছে, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি বিল্ট-ইন স্টোরেজ যুক্ত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৭,৭০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য, হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবলেটের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ক্যামেরা উপস্থিত রয়েছে। আর এর রিয়ার প্যানেলে একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর বিদ্যমান। যেহেতু এটি একটি ওয়াইফাই-এনেবল ডিভাইস, তাই এতে সেলুলার কানেক্টিভিটির জন্য সাপোর্টের অভাব রয়েছে৷ ট্যাবলেটটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ব্লুটুথ ৫.১ এবং হারমনিওএস ৪.০ ইউআই। পরিশেষে, হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবের পরিমাপ ২৫২.৩ x ১৬৩.৮ x ৬.৯ মিলিমিটার এবং ওজন ৪৭৫ গ্রাম।

হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) ট্যাবের মূল্য এবং লভ্যতা

চীনের বাজারে হুয়াওয়ে মেটপ্যাড এসই ১১ (২০২৪) এর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম রাখা হয়েছে যথাক্রমে ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৫,০০০ টাকা) এবং ১,৪৯৯ ইউয়ান (প্রায় ১৭,১০০ টাকা)। এটি ভিমল অনলাইন প্ল্যাটফর্মে দুটি কালার অপশনে কেনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে, এগুলি হল – স্পেস গ্রে এবং স্টার ওশান ব্লু। তবে ট্যাবলেটটি লাইট গ্রীন, হোয়াইট এবং লাইট পার্পল কালার শেডেও আসতে পারে। এটি বিশ্ব বাজারে লঞ্চ হবে কিনা, তা এখনও জানা যায়নি।