KKR News: নাইট শিবিরে সুখবর, চোট সারিয়ে অনুশীলনে ফিরলেন‌ রানা, এই ম্যাচে নামবেন মাঠে

কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে প্রথম ম্যাচে দুরন্ত জয় তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে নিতীশ রানা ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান।

এই বছর আইপিএলে (IPL 2024) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) পুরোনো ছন্দে ফিরে এসেছে। অধিনায়ক শ্রেয়াস আইয়ার এবং মেন্টর গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে নাইট বাহিনী একের পর এক ম্যাচে জয় তুলে নিয়ে এখন দুরন্ত ফর্মে আছে। তবে সম্প্রতি দলের সহ অধিনায়ক নিতীশ রানা (Nitish Rana) চোটের কারণে দলের বাইরে থাকায় কলকাতা শিবিরে চিন্তা বাড়ছিল। এবার এই ক্রিকেটারের চোটের বিষয়ে গুরুত্বপূর্ন তথ্য সামনে এল।

কলকাতা নাইট রাইডার্স এই বছর আইপিএলের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে মাঠে নামে। প্রথম ম্যাচেই তারা ব্যাট করে বিপক্ষদের ২০৯ রানের লক্ষ্যমাত্রা দেয়। এই ম্যাচে হায়দ্রাবাদের বিপক্ষে কলকাতা দুরন্ত জয় তুলে নিলেও দ্বিতীয় ইনিংসে নিতীশ রানা ফিল্ডিং করার সময় চোট পেয়ে মাঠের বাইরে চলে যান। এরপর পরপর ৩ ম্যাচে তিনি একাদশে অনুপস্থিত ছিলেন। তাই নিতীশ রানা কবে দলে ফিরে আসবেন তা নিয়ে সমর্থকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল।

এবার খেল নাউয়ে সূত্র অনুযায়ী এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। প্রকাশিত খবর অনুযায়ী চোট সারিয়ে আবার নাইট শিবিরে ভারতীয় এই ব্যাটসম্যান যোগ দিয়েছেন। কলকাতা নাইট রাইডার্সের একটি সূত্র অনুযায়ী জানানো হয়েছে, “নিতীশ রানার আঙুল ভেঙে গিয়েছিল। তবে তিনি গতকাল অর্থাৎ ৯ এপ্রিল কলকাতায় কেকেআর শিবিরে যোগ দিয়েছেন।” উল্লেখ্য নিতীশ রানা কলকাতার হয়ে এই বছর আইপিএলে প্রথম ম্যাচে ব্যাট হাতে নজর কাড়তে পারেননি। তিনি ১১ বলে মাত্র ৯ রান করেন।

রানা চোটের কারণে মাঠের বাইরে বেরিয়ে গেলে তরুণ ব্যাটসম্যান অঙ্গকৃষ রঘুবংশীকে কলকাতার ব্যাটিং অর্ডারে দায়িত্ব দেওয়া হয়েছিল। অঙ্গকৃষ প্রথম ম্যাচেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নেমে দুরন্ত অর্ধশতরান করে সকলকে চমকে দেন‌। তবে কলকাতার হয়ে চেন্নাই সুপার কিংস এর বিপক্ষে মাত্র ২৪ রান করে তিনি মাঠ ছাড়েন। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স এখনও পর্যন্ত এই চলমান টুর্নামেন্টে ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান অবস্থান করছে।