লঞ্চের আগেই ফাঁস Oppo A2 5G-এর ছবি ও স্পেসিফিকেশন, থাকছে 50MP ক্যামেরা

ওপ্পো (Oppo) সম্প্রতি তাদের A2-ব্র্যান্ডিংয়ের অধীনে কিছু নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে, বিশেষ করে চীনে। সেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল Oppo A2 Pro 5G এবং Oppo A2x 5G। এই ফোন দুটির মডেল নম্বর ছিল যথাক্রমে PJS110 এবং PJG110। সংস্থা এবার এই সিরিজের আরেকটি ভ্যারিয়েন্ট তৈরির প্রক্রিয়ায় নিয়োজিত রয়েছে বলে জানা গিয়েছে, যা PJU110 মডেল নম্বর সহ Oppo A2m হিসেবে বাজারজাত করা হবে বলে শোনা যাচ্ছে। এছাড়াও, সূত্র মারফৎ জানা গেছে যে, কোম্পানি Oppo A2 5G নামে একটি মিড-রেঞ্জ ফোনের ওপর কাজ করছে। ফোনটি এখন চীনের টেনা (TENAA) ডেটাবেসে উপস্থিত হয়ে নিজের বৈশিষ্ট্য এবং ছবি প্রকাশ করেছে। Oppo A2 5G সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে, চলুন জেনে নিই।

Oppo A2 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)

Oppo PJB110 মডেল নম্বর সহ ওপ্পো এ২ ৫জি ফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ডিভাইসটির পরিমাপ হবে ১৬৫.৬ x ৭৬ x ৭.৯ মিলিমিটার এবং ওজন ১৯৩ গ্রাম। ওপ্পো ফোনটি ৬.৭২ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি পাঞ্চ-হোল ডিসপ্লে সহ আসবে। সম্ভবত, এর স্ক্রিনটি সর্বোচ্চ ৯০ হার্টজ বা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।

একইসাথে, টেনা সার্টিফিকেশন আরও প্রকাশ করেছে যে Oppo PJB110-এ সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। আর পিছনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর থাকবে। ওপ্পো এ২ ৫জি শক্তিশালী ২.২ গিগাহার্টজ ক্লক স্পিডের অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এতে দুটি র‍্যাম অপশন পাওয়া যাবে – ৮ জিবি এবং ১২ জিবি। স্টোরেজের ক্ষেত্রে, ওপ্পো এ২ ৫জি ফোনটি ১২৮ জিবি, ২৫৬ জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Oppo A2 5G বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলে জানা গেলেও ফাস্ট চার্জিং ক্ষমতা সম্পর্কে কোন তথ্য এখনও উপলব্ধ নেই। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-ভিত্তিক ওপ্পোর কালারওএস ১৩ (ColorOS 13) কাস্টম স্কিনে চলবে। Oppo A2 5G-এর অস্তিত্ব সম্পর্কে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো না হলেও, এটি চীনের আসন্ন ‘ডবল ইলেভেন’ (১১ নভেম্বর) শপিং ফেস্টিভ্যালকে উদ্দ্যেশে খুব শীঘ্রই আত্মপ্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।