বর্ষায় গাড়ির মধ্যেকার স্যাঁতসেঁতে ভাব কীভাবে দূর করবেন? এই 5 টোটকায় মুশকিল আসান

গরমের দাপট পেরিয়ে বর্ষা এবার দরজায় কড়া নাড়ছে। চলতি সপ্তাহেই কেরালার উপকূলে হাজির হয়েছে মৌসুমী বায়ু। আর কয়েক সপ্তাহের মধ্যেই আসমুদ্রহিমাচল জুড়ে বিস্তৃত হবে এই মৌসুমী অক্ষরেখা। বর্ষার দিন আসতেই নিজের গাড়ির অতিরিক্ত যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে। সেই কারণেই এই সময় গাড়ির মালিকদের খানিকটা বাড়তি নজরদারির দরকার। বর্ষার সময় অতিরিক্ত বর্ষণের কারণে রাস্তাঘাট থেকে আরম্ভ করে আবহাওয়া সমস্ত কিছুই থাকে অতিরিক্ত জলকণায় পরিপূর্ণ। এই সময় সেই কারণেই গাড়ির অন্দরমহলেও ভেজা ভেজা ভাব অনুভূত হয়। যা রীতিমতো মাথা ব্যাথার কারণ হয়ে ওঠে। তবে এই মাথাব্যথা কমাতে সহজ কিছু পন্থা অবলম্বন করুন আজ থেকেই।

বর্ষাকালে গাড়ির স্যাঁতসেঁতে ভাব দূর করার সহজ টিপস –

জল ঢোকার রাস্তা খুঁজে বের করা

এই সময় প্রবল বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর ফলে অনেক ক্ষেত্রেই কেবিনের ভিতরের অংশে বৃষ্টির জলকণার প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। প্রথমে খুঁজে বের করতে হবে এর কারণ কী। অনেক সময় সানরুফ যুক্ত গাড়ির উপরের কাঁচের চারপাশে থাকা রবারের গ্যাসকিড এর পাশে ময়লা জমে সেখান থেকেই জলকণা ভেতরে প্রবেশ করার ঘটনা ঘটতে পারে। একইভাবে জানালার কাচের ফাঁক দিয়েও আসতে পারে বৃষ্টির জলের ধারা। তাই যদি এই সমস্যাগুলি সাধারণভাবে সমাধান করা যায় তো ভালো নয়তো অবশ্যই সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে দক্ষ ব্যক্তিকে দিয়ে এই কাজ সম্পাদন করতে হবে।

জল বেরোনোর প্লাগ খুলে দেওয়া

কোনো কারণে কেবিনের ভিতরে অতিরিক্ত জল জমলে তা সহজেই বের করার জন্য ফ্লোর ম্যাটের নিচে একটি ছোট ছিদ্র দেওয়া থাকে। এই ছিদ্রপথের মুখ গাড়ির নিচের অংশে একটি ঢাকনা দ্বারা বন্ধ করা অবস্থায় রাখা হয়। এটি খুলে দিলেই ভিতরে জমা জল নিমেষেই গায়েব। বেশিরভাগ গাড়ির ক্ষেত্রেই এই ড্রেন প্লাগ নিচের দিকে থাকলেও কোনো কোনো নির্দিষ্ট মডেলে তা খুঁজে পেতে সমস্যায় পড়তে হতে পারে। সেক্ষেত্রে গাড়ির ম্যানুয়াল বই দেখার পরামর্শ দিচ্ছি আমরা।

মাইক্রোফাইবার যুক্ত কাপড়ের মাধ্যমে জল শুষে নেওয়া

জানলার কাঁচ ভুলবশত খোলা থাকলে বৃষ্টির প্রবল ছাটে ভিজে যেতে পারে গাড়ির সিট এবং ভিতরের বিভিন্ন অংশ। এই ভেজা অংশগুলিকে অতি দ্রুত শুকিয়ে ফেলার জন্য প্রয়োজন পড়বে উন্নত মানের মাইক্রো ফাইবারযুক্ত কাপড় কিংবা তোয়ালের। গাড়ির অন্দরমহলে যে সমস্ত জায়গায় জল লেগে থাকবে সেগুলি পুঙ্খানুপুঙ্খভাবে এই কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। যদিও এই সম্পূর্ণ প্রক্রিয়াটি নিখুঁতভাবে শেষ করতে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে।

পোর্টেবল ফ্যানের ব্যবহার

মাইক্রো ফাইবার কাপড় দিয়ে ভালোমতো মুছে ফেলার পরেও জলীয়ভাব দূর করতে জানলার কাঁচ নামিয়ে বাইরের মুক্ত বাতাস ভেতরে প্রবেশ করতে দিন। তবে এই কাজকে ত্বরান্বিত করার জন্য পোর্টেবল ফ্যানের সাহায্য নেওয়া যেতে পারে। সম্ভব হলে ব্যবহার করতে হবে হেয়ার ড্রায়ার। তবে সিট এবং কেবিনের ভিতরের অন্যান্য অংশগুলি অত্যন্ত সৌখিন হওয়ায় হেয়ার ড্রায়ারের তাপমাত্রা যতটা সম্ভব কমিয়ে রাখাই শ্রেয়।

জলীয় বাষ্প নিয়ন্ত্রণে সিলিকা জেলের ব্যবহার

এই সমস্ত ধাপ অনুসরণ করার পরেও যেটুকু জলকণা কেবিনের মধ্যে অবশিষ্ট রয়েছে তা একদম সহজে সরিয়ে ফেলতে প্রয়োজন পড়ে সিলিকা জেলের। গাড়ির ভেতরের অংশে বিভিন্ন জায়গায় সিলিকা জেলের ছোট পাউচ রাখতে পারলে তা ভিতরের জলীয় বাষ্পকে অতি সহজেই শুষে নিতে পারে। এর ফলেই আপনার গাড়ির অন্দরমহল হয়ে উঠবে একদম শুকনো।

উপরের এই পদ্ধতি গুলো অনুসরণ করে আপনার গাড়িকে যত্নে রাখা খুব একটা কঠিন কাজ নয়। এছাড়াও সর্বক্ষণ গাড়ির জালনার কাঁচ বন্ধ রেখে বাতানুকূল যন্ত্র ব্যবহার না করে কখনো কখনো কাঁচ নামিয়ে বাইরের শুদ্ধ বাতাস ভেতরে প্রবেশ করতে দিন। এর পাশাপাশি অন্দরমহলের মধ্যে তরতাজা ভাব বজায় রাখতে ব্যবহার করতে পারেন বিভিন্ন সুগন্ধি।