Huawei P50 Pocket ফোনের নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হল, ফিচারেও রয়েছে পরিবর্তন?

Huawei P50 Pocket আরও একটি নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হল। ফলে মোট তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টের মধ্যে বেছে নেওয়া যাবে ফোনটি। উল্লেখ্য, গত বছর ডিসেম্বরে ক্ল্যামশেল ডিজাইন সহ দুটি স্টোরেজ অপশনের সাথে লঞ্চ হয়েছিল Huawei P50 Pocket। নয়া মেমোরি অপশন হিসেবে এখন ৮ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট যোগ হল। এছাড়া ফোনের ফিচারে কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ নতুন ভ্যারিয়েন্ট আগের মতোই কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ ৪জি প্রসেসর, ৪০ ওয়াট র‌্যাপিড ফাস্ট চার্জিং ও ৪০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এসেছে।

Huawei P50 Pocket এর নতুন স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ও লভ্যতা

হুয়াওয়ে পি৫০ পকেট এর ৮ জিবি র‌্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯৮ ইউয়ান (প্রায় ১,১৪,৬০০ টাকা)। আর আগের ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ছিল যথাক্রমে ৮,৮৯৮ ইউয়ান (প্রায় ১.০২ লক্ষ টাকা) এবং ১০,৮৯৮ ইউয়ান (প্রায় ১.২৫ লক্ষ টাকা)।

৮ জিবি + ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের মতোই নতুন সংস্করণ অবসিডিয়ান ব্ল্যাক এবং ক্রিস্টাল হোয়াইট কালারওয়েতে পাওয়া যাবে। তবে ১২ জিবি + ৫১২ জিবি ভ্যারিয়েন্টটি একটি বিশেষ গ্লিট গোল্ড কালারে বাজারে উপলব্ধ। প্রসঙ্গত, নয়া ভ্যারিয়েন্ট চীনের বাইরে কবে লঞ্চ হবে এখনও জানা যায়নি।

Huawei P50 Pocket এর স্পেসিফিকেশন

হুয়াওয়ে পি৫০ পকেট মডেলে আছে একটি ৬.৯ ইঞ্চি ফোল্ডেবল OLED পাঞ্চ হোল ডিসপ্লে,যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২১:৯ এসপেক্ট রেশিও ও ২৭৯০×১১৮৮ পিক্সেল রেজোলিউশন অফার করে। ডিভাইসটি হারমনিওএস ২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮৮৮ ৪জি প্রসেসর। হুয়াওয়ে পি৫০ পকেট ৮ জিবি / ১২ জিবি এলপিপিডিডিআর৫ র‍্যাম এবং ২৫৬ জিবি / ৫১২ জিবি ইউএফএস ৩.১ স্টোরেজের সাথে এসেছে।

ফটোগ্রাফির জন্য Huawei P50 Pocket ফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৪০ মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স ও ৩২ মেগাপিক্সেল আল্ট্রা-স্পেকট্রাম ক্যামেরা। আবার সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এই মডেলটিতে ১০.৭ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। পাওয়ার ব্যাকআপের জন্য Huawei P50 Pocket ফোনে ৪০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।