Huawei pura beidou satellite messaging edition smartphone launched

Huawei নিয়ে এল অভিনব স্মার্টফোন, সিম, ইন্টারনেট ছাড়াই প্রিয়জনকে পাঠানো যাবে মেসেজ

হুয়াওয়ে ব্র্যান্ডটি তাদের হোম মার্কেট চীনে গত এপ্রিলে হুয়াওয়ে পিউরা ৭০ স্মার্টফোনটি লঞ্চ করেছে। ডিভাইসটি পরে ইউরোপ এবং মালয়েশিয়ার মতো মার্কেটেও প্রবেশ করেছে। ব্র্যান্ডটি এখন হুয়াওয়ে পিউরা ৭০ বেইদৌ স্যাটালাইট ম্যাসেজিং এডিশনের স্মার্টফোনটি প্রকাশ্যে এনেছে। এটি বিশেষ সংস্করণের ফোনটি স্যাটেলাইটের মাধ্যমে এসএমএস পাঠাতে এবং গ্রহণ করতে সক্ষম হবে৷ এখন এক টিপস্টার হুয়াওয়ে পিউরা ৭০ বেইদৌ স্যাটালাইট ম্যাসেজিং এডিশন সম্পর্কে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছেন। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

হুয়াওয়ে পিউরা ৭০ বেইদৌ স্যাটালাইট ম্যাসেজিং এডিশনে রয়েছে নতুন কিরিন ৯০১০ই প্রসেসর

টিপস্টার হোয়াইল্যাব সম্প্রতি নতুন পিউরা ৭০ স্যাটালাইট ম্যাসেজিং এডিশন সম্পর্কে আরও বিশদ তথ্য প্রকাশ করে চীনা মাইক্রোব্লগিং সাইট ওয়েইবোতে কয়েকটি পোস্ট শেয়ার করেছেন। টিপস্টারের অনুসারে, হুয়াওয়ে পিউরা ৭০ স্যাটালাইট এসএমএস এডিশন/হুয়াওয়ে পিউরা ৭০ বেইদৌ স্যাটালাইট ম্যাসেজিং এডিশনে কিরিন ৯০১০ই চিপসেটটি রয়েছে। প্রসঙ্গত, স্ট্যান্ডার্ড হুয়াওয়ে পিউরা ৭০ ফোনে কিরিন ৯০০০এস১ প্রসেসরটি রয়েছে।

জানিয়ে রাখি, এই নতুন চিপটি ১২-কোর আর্কিটেকচার (আটটি কোর, ১২টি থ্রেড) সহ এসেছে, যা দুটি ২.১৯ গিগাহার্টজ ক্লক স্পিডের বড় কোর, ছয়টি ২.১৮ গিগাহার্টজ গতিতে চলা মাঝারি কোর এবং চারটি ১.৫৫ গিগাহার্টজ গতির ছোট কোর অফার করে। গ্রাফিক্সের জন্য, এটি হুয়াওয়ের স্ব-উন্নত মেলেউন ৯১০ ৭৫০ মেগাহার্টজের জিপিইউ ব্যবহার করে। টিপস্টার হুয়াওয়ে পিউরা ৭০ বেইদৌ স্যাটালাইট ম্যাসেজিং এডিশন ফোনের ১২ জিবি র‍্যাম মডেলে চলমান কিরিন ৯০১০ই চিপের গিকবেঞ্চ স্কোরও প্রদান করেছে। এটি গিকবেঞ্চ ৬.২.২-এর সিঙ্গেল-কোর টেস্টে ১,৩৫৮ পয়েন্ট এবং মাল্টি-কোর পরীক্ষায় ৪,৩৪৩ পয়েন্ট অর্জন করেছে।

তবে, রেগুলার হুয়াওয়ে পিউরা ৭০ স্মার্টফোনের তুলনায় ডিভাইসটির কর্মক্ষমতা কিছুটা দুর্বল বলে মনে হচ্ছে। এটি সম্ভবত কারণ কিরিন ৯০১০ই চিপের বড় কোরগুলি কিরিন ৯০০০এস১ প্রসেসরের তুলনায় প্রায় ১২০ মেগাহার্টজ কম ক্লক করা হয়েছে। যদিও, কর্মক্ষমতার এই পার্থক্য দৈনন্দিন ব্যবহারে সেভাবে বাধা দেবে না। নতুন স্যাটালাইট এসএমএস এডিশনের বাকি স্পেসিফিকেশনগুলি রেগুলার পিউরা ৭০ মডেলের মতোই।