Flying Car: সড়কপথ অতীত, আর ক’বছরের মধ্যেই আকাশে গাড়ি ওড়ানোর লক্ষ্যে Hyundai

ফ্লাইং কার বাজারে এনে আগে কে বাজিমাত করবে, তা নিয়ে অটোমোবাইল ব্র্যান্ডগুলির মধ্যে জোরকদমে রেষারেষি চলছে। প্রত্যেকটি সংস্থার লক্ষ্য আকাশে গাড়ি ওড়ানো। এর মুখ্য কারণ, দিনদিন রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। ফলে পথচলতি মানুষের জনসমাগম এড়িয়ে গন্তব্যস্থলে পৌঁছাতে অনেকটাই সময় ব্যয় করতে হচ্ছে। আর ঠিক সেই কারণেই এই সমস্যার বিকল্প পথের হদিশ পেতে অটোমোবাইল সংস্থাগুলি ফ্লাইং কার (flying car) বা eVTOL (electric vertical takeoff and landing) তৈরিতে মনোনিবেশ করেছে। সেই সংস্থাগুলি মধ্যে অন্যতম হল Hyundai, যারা ২০২৮ এর মধ্যে নিজেদের প্রথম বাণিজ্যিক উড়ন্ত গাড়ি নিয়ে আসার লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে। Hyundai S-A1 নামক সেই ফ্লাইং কারটির কনসেপ্ট ভার্সনটি গত বছরের প্রথমার্ধেই সর্বসমক্ষে আনা হয়েছিল।

এখন প্রশ্ন কত তাড়াতাড়ি ওই উড়ন্ত গাড়িতে করে সওয়ারি করা যাবে? এই প্রসঙ্গে হুন্ডাই (Hyundai)-এর প্রধান কার্যনির্বাহক (ইউরোপিয়ান অপারেশন) মাইকেল কোল (Michael Cole) বলেছেন, এই দশকের শেষের দিকেই ফ্লাইং কার চালু করতে পারবেন বলে বিশ্বাস করেন তিনি। তাঁর মতে, “আমরা বিশ্বাস করি এটি ভবিষ্যতের একটি অংশ। হয়তো উল্লিখিত সময়ের পূর্বেই আমরা সেটি চালু করতে পারব। হয়তো সেটি এই দশকের শেষের দিকের কোনো এক সময়ে। শহরের রাস্তায় উড়ন্ত যানবাহন যাত্রীদের যানজট এড়িয়ে চলতে সহায়তা করবে। একই সাথে পরিবেশকে দূষণমুক্ত রাখার বিষয়টিও প্রাধান্য পাবে। এই ফ্লাইং গাড়িগুলিতে একটি শহর থেকে আরেকটি শহরে অতি সহজেই পৌঁছানো যাবে।”

বর্তমানে হুন্ডাই এস-এ১ (Hyundai S-A1) কনসেপ্ট মডেলটির বাস্তবায়নে ইতিমধ্যেই তোড়জোড় শুরু করে দেওয়া হয়েছে। সংস্থাটি ফ্লাইং কার (flying car)-টি এমনভাবে তৈরি করছে, যাতে সেটি ৬০০ মিটার উচ্চতায় ৩০০ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগে উড়তে সক্ষম হয়। আকাশপথে উড়ে চলার পাশাপাশি অন্যান্য যানবাহন এর মত যাতে সেটি রাস্তাতেও চলতে পারে সেদিকেও নজর রাখা হচ্ছে।

অন্যদিকে সমালোচকদের যুক্তি, উড়ন্ত গাড়ি হল একটি অবাস্তব ধারণা, যেখানে বিনিয়োগ করা মানে ভষ্মে ঘি ঢালা! তাদের মধ্যে কয়েকজন মনে করেন, ভবিষ্যতে এই ফ্লাইং ভেহিকেল (flying vehicle)-এর সংখ্যাধিক্য ঘটলে আকাশপথেও হবে যানজট। তবে এই বিতর্কিত অভিমতগুলি উড়ন্ত গাড়ির প্রসঙ্গে মানুষের প্রত্যাশা এবং উত্তেজনা প্রশমিত করে দেয়। আসলে মানুষ বহু বছর ধরেই এটি প্রত্যক্ষ করতে অপেক্ষমান যে কবে নিজের ব্যক্তিগত গাড়িতে আকাশপথে উড়ে চলা যাবে। কাজেই উড়ন্ত গাড়ি বাস্তবে এলে সেই সমস্ত স্বপ্ন পূরণ হবে বলে আশাবাদী এদের প্রস্তুতকারী সংস্থাগুলি।