ফোনে আড়ি পাতছে Pegasus স্পাইওয়্যার? এই অ্যাপ জানিয়ে দেবে

বিগত কয়েক সপ্তাহ ধরে গোটা ভারতে ‘Pegasus’ (পেগাসাস) স্পাইওয়্যারকে ঘিরে বেজায় অস্বস্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ইজরায়েলের NSO গ্রুপ কর্তৃক নির্মিত পেগাসাস একটি জিরো-ক্লিক প্রযুক্তি ব্যবহারকারী স্পাইওয়্যার, যা আমাদের ডিভাইসে প্রবেশের সময় কোনোরকম অনুমতির তোয়াক্কা করে না। ক্ষতিকারক এই স্পাইওয়্যার মূলত মোবাইল ফোনের মাধ্যমেই হানা দিয়ে থাকে। Android এবং iOS প্ল্যাটফর্মের ডিভাইস এর দ্বারা সহজেই আক্রান্ত হতে পারে। স্মার্টফোনে জায়গা করে নিলেও সেখানে পেগাসাসের উপস্থিতি বোঝার কোনো উপায় নেই। সম্পূর্ণ অজান্তেই এটি আমাদের সমস্ত তথ্য হাসিল করতে থাকে। ফোন কল, মেসেজ, ভুয়ো লিঙ্ক প্রেরণের মাধ্যমে পেগাসাস আমাদের ডিভাইসে প্রবেশ করে। সবথেকে আশ্চর্যের ব্যাপার হল ফোন কল রিসিভ বা লিঙ্কে ক্লিক না করলেও স্পাইওয়্যারের ডিভাইসে প্রবেশ করতে কোনো অসুবিধে হয় না। তাই পেগাসাসের আতঙ্কে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব, সকলেরই কপালে গভীর চিন্তার ভাঁজ পড়েছে।

তবে পেগাসাসের আতঙ্কে থেকে iPhone ব্যবহারকারীদের মুক্ত করতে একটি নতুন অ্যাপের সন্ধান পাওয়া গেছে। iMazing (আইম্যাজিং) নামক এই অ্যাপটি macOS এবং Windows উভয়ের জন্যই কার্যকর এবং অ্যাপটির একটি বিশেষ ফিচার iPhone-এ পেগাসাস স্পাইওয়্যারের অস্তিত্ব সনাক্ত করতে সক্ষম। অ্যাপ্লিকেশনের সম্প্রতি একটি আপডেটে এই ফিচারটি এসেছে। আইফোনের স্পাইওয়্যার ডিটেকশন ফিচারটি macOS বা Windows-এর জন্য iMazing 2.14 ভার্সনে পাওয়া যাবে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্ব, রাজনীতিবিদ ও সাংবাদিকদের উপরে নজরদারি চালাবার জন্য ভারতে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এখন এই অ্যাপের সাহায্যে খুব সহজেই নজরদারির হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

ফিচারটি টেস্ট করার জন্য, ব্যবহারকারীদের কেবল Mac বা Windows সিস্টেমের সাথে তাদের আইফোনগুলি কানেক্ট করতে হবে এবং লেটেস্ট iMazing অ্যাপ্লিকেশনটি রান করাতে হবে। তারপরে তাদের আইফোনটি পেগাসাস দ্বারা আক্রান্ত হয়েছে কি না তা জানার জন্য Detect Spyware (ডিটেক্ট স্পাইওয়্যার) অপশনটি সিলেক্ট করতে হবে। সংস্থাটি বলেছে যে, এই ফাংশনটি চালানোর জন্য কোনো সেটআপ বা আগে থেকে কোনো ব্যাকআপের প্রয়োজন নেই।

প্রসঙ্গত জানিয়ে রাখি, এই প্রথম যে পেগাসাস স্পাইওয়্যার সনাক্ত করার কোনো পদ্ধতি আবিষ্কৃত হল এমনটা কিন্তু নয়। পেগাসাস হামলার বিষয়টি জনসমক্ষে উন্মোচনকারী হিউম্যান রাইটস গ্রুপ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (Amnesty International) এর আগে একটি ডিভাইসে পেগাসাস সংক্রমণ সনাক্ত করতে ব্যবহারকারীদের জন্য একটি টুল লঞ্চ করেছিল। মোবাইল ভেরিফিকেশন টুলকিট বা MVT নামে পরিচিত, ওপেন-সোর্স কমান্ড-লাইন টুলটি GitHub-এ উপলব্ধ কোডগুলির একটি সেটের উপর কাজ করে। তবে এটি নিয়মিত স্মার্টফোন ইউজারদের পক্ষে ব্যবহার করা খুবই জটিল।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, iMazing-এর নতুন ফিচারটি MVT-তে ব্যবহৃত একই সনাক্তকরণ পদ্ধতি (detection methodology) ব্যবহার করে। MVT-র সনাক্তকরণ কৌশলগুলি আরও সহজে এবং ইউজার-ফ্রেন্ডলি উপায়ে ব্যবহার করাই হল iMazing অ্যাপের ফিচারটির মূল লক্ষ্য। এখন অ্যাপটির কেবলমাত্র একটি অপশনে ক্লিক করলেই সফ্টওয়্যারটি আপনার আইফোনকে পেগাসাসের হাত থেকে নিরাপদে রাখবে। iMazing লাইসেন্স কেনার প্রয়োজন ছাড়াই ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে ফিচারটি রোলআউট করছে। তবে এই অত্যাধুনিক, জটিল, ব্যয়বহুল স্পাইওয়্যারটি প্রধানত হাই-প্রোফাইল ব্যক্তিদের টার্গেট করার জন্যই ব্যবহৃত হয়েছে, তাই সাধারণ জনগণের এর দ্বারা আক্রান্ত হওয়ার খুব একটা সম্ভাবনা নেই বলেই বিশেষজ্ঞরা মনে করছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন