স্মার্টফোন ছাড়াই গান শুনতে পারবেন, নয়া Inbase Urban X2i ইয়ারফোন কিনবেন নাকি

দেশীয় সংস্থা Inbase লঞ্চ করল তাদের নতুন Urban X2i ইয়ারফোন। নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোনটি একবার চার্জে ২০০ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম এবং ২৪ ঘণ্টা একটানা কল এবং মিউজিক প্লে টাইম অফার করবে বলে দাবি করেছে সংস্থাটি। সাথে থাকবে শিয়ার অডিও পারফরম্যান্স ( “sheer audio performance”)। শুধু তাই নয়, ইউজাররা যাতে প্রতিদিন এটি ব্যবহার করতে পারেন, তার জন্য এটি এবিএস মেটেরিয়ালের তৈরী, অথচ খুবই হালকা ওজনের। চলুন নতুন Urban X2i নেকব্যান্ড ইয়ারফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

Inbase Urban X2i এর দাম ও লভ্যতা

ভারতে ইনবেস আরবান এক্স টুআই নেকব্যান্ড ইয়ারফোনের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও দেশের জনপ্রিয় অফলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে ইয়ারফোনটি। এর সাথে ক্রেতারা পাবেন এক বছরের ওয়্যারেন্টি। ব্ল্যাক এবং মায়া ব্লু এই দুটি কালার অপশনে ক্রেতারা বেছে নেওয়ার সুযোগ পাবেন ইয়ারফোনটিকে।

Inbase Urban X2i এর স্পেসিফিকেশন ও ফিচার

ইনবেস আরবান এক্স টুআই নেকব্যান্ড ইয়ারফোনটি রাগড ডিজাইন ও ১০ এমএম টাইটানিয়াম ড্রাইভারের সাথে এসেছে। ফলে এটি হাই এবং ডিপ বেসের সাথে এনহ্যান্স সাউন্ড ক্লারিটি দিতে সক্ষম। এছাড়া এতে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.০ ভার্সন, যা ১০ মিটার রেঞ্জ পর্যন্ত এটি যেকোনো ডিভাইসের সঙ্গে দ্রুত সংযোগ স্থাপন করতে পারবে। তদুপরি, ইয়ারফোনটিতে কন্ট্রোল প্যানেল বাটন বর্তমান। তাই ব্যবহারকারী খুব সহজেই এর ভলিউম, মিউজিক ট্র্যাক পরিবর্তন এবং ফোন কলের আনসার ও ভয়েস অ্যাসিস্ট্যান্ট এনাবেল করতে পারবেন। উপরন্তু ইয়ারবাডগুলি একটি মেটাল বডি দিয়ে ডিজাইন করা। সাথে রয়েছে ম্যাগনেট। যার ফলে ইনস্ট্যান্ট প্লে এবং পজ করা যাবে। এমনকি এর তারগুলি একটির সঙ্গে আরেকটি জড়িয়ে যাবে না।

তবে নতুন এই ইয়ারফোনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এর বিল্ট-ইন টিএফ কার্ড সাপোর্ট, যা ওয়্যারলেস নেকব্যান্ড ক্যাটাগরিতে সচরাচর পাওয়া যায় না। ফলে ব্যবহারকারী তার পছন্দমতো এমপি৩ প্লেলিস্ট মাইক্রো এসডি কার্ডে লোড করে ইয়ারফোনটির মাধ্যমে গান শুনতে পারবেন।

পরিশেষে আলোচনা করা যাক Urban X2i নেকব্যান্ড ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। একবার পুরোপুরি চার্জে ব্যবহার করা না হলে এটি ২০০ ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করার পাশাপাশি ২৪ ঘন্টা প্লে টাইম অফার করতে সক্ষম। আবার এটি ফাস্ট চার্জিং সাপোর্টসহ এসেছে।