অ্যাপ ছাড়াই Google Chrome-এ লাগাতে পারবেন Fingerprint Lock, এভাবে করুন অন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য অন্যতম একটি বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন হল ক্রোম (Chrome)। আর এই ব্রাইজারেরই একটি বিশেষ তথা গোপনীয়তা বজায়কারী সংস্করণ হল ইনকগনিটো (Incognito) মোড। iOS ও Android অপারেটিং সিস্টেম চালিত হ্যান্ডসেটের জন্য এই বিশেষ মোড উপলব্ধ। তবে iOS এবং ডেস্কটপ ভার্সনের তুলনায় অ্যান্ড্রয়েড ডিভাইসে আলোচ্য মোডে ব্রাউজিং করা আরও বেশি উপভোগ্য হতে চলেছে বলে মনে হচ্ছে৷ কেননা ক্রোম ডেভেলপাররা বর্তমানে একটি এমন বিশেষ ফিচার নিয়ে কাজ করছে, যা ইনকগনিটো মোডে ব্রাউজিং করার প্রক্রিয়াকে অনেক বেশি সুরক্ষিত করে তুলবে৷ এক্ষেত্রে, এই নতুন ফিচার ক্রোমে ইনকগনিটো ট্যাব অ্যাক্সেস করার জন্য ব্যবহারকারীকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করার বিকল্প প্রদান করবে৷

একই ভাবে, ইনকগনিটো ব্যবহার করাকালীন একটি বাটনও দেখা যাবে, যা ইনকগনিটোতে পূর্বে খোলা অন্যান্য ট্যাব দেখতে দেবে। আবার উইন্ডোর উপরি প্রান্তে তিনটি ডট যুক্ত মেনু অপশনও থাকবে, যেখানে গিয়ে এক সাথে সমস্ত ইনকগনিটো ট্যাব বন্ধ করা যাবে। এছাড়া এখান থেকে সেটিংস অ্যাক্সেস এবং ক্রোম ব্রাউজারের সাথেই ইনকগনিটো ট্যাব বন্ধ করার বিকল্পও পাওয়া যাবে।

অধিক নিরাপত্তা প্রদানের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং বিকল্প অফার করবে Chrome Incognito

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ক্রোম শীঘ্রই একাধিক সিকিউরিটি ফিচারের সাথে মুড়ে নিয়ে আসবে ইনকগনিটো মোড। এক্ষেত্রে আপনারা নিজেদের অ্যান্ড্রয়েড ডিভাইসে ইনকগনিটো ট্যাব বন্ধ এবং খোলার সময়ে নতুন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচারের সুবিধা পেয়ে যাবেন। যদিও এটি কিন্তু একটি ডিফল্ট সেট-অন ফিচার নয়৷ তাই আপনাদের ক্রোম সেটিংসে গিয়ে এই ফিচারটি এনাবল করতে হতে পারে।

এর জন্য প্রথমেই ক্রোম ব্রাউজারের উপরের ডানদিকের কোণায় থাকা তিনটি ডট দেওয়া বিকল্পে ট্যাপ করতে হবে। তারপর সেটিংস অপশনে চলে যেতে হবে। এবার ‘প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’ লেখা একটি বিকল্প দেখবেন, এখানে ট্যাপ করতে হবে। এখানে ‘লক ইনকগনিটো ট্যাবস হোয়েন ইউ লিভ ক্রোম’ লেখা একটি টগল বাটন পাবেন, যার অধীনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্রীন লক ফিচার বিদ্যমান থাকছে। এই বাটনটি অন করে দিতে হবে।
(chrome browser > Settings > Privacy and Security > Lock incognito tabs when you leave Chrome: Use screen lock to see open Incognito tabs)

(IMAGE)

তবে আগেই বলে দিই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ফিচার এনাবল করার জন্য আপনাদের প্রথমে নিজের আঙ্গুলের ছাপ ভ্যারিফাই করাতে হবে। অথবা আপনারা চাইলে আনলক পিন কোডও ব্যবহার করতে পারেন। এই নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারীদের জন্য খুবই কার্যকর প্রমাণিত হতে পারে। কারণ, দ্বিতীয়পক্ষ কোনো ব্যক্তির হাতে ফোন চলে গেলে এই ফিচারের দৌলতে সে ব্রাউজিং হিস্ট্রি জানতে পারবে না।

অ্যান্ড্রয়েড ডিভাইসে কতদিনে উপলব্ধ হবে Chrome Incognito?

প্রসঙ্গত, গুগল সম্প্রতি ঘোষণা করেছে যে তারা ডেটা প্রাইভেসি দিবসের অংশ হিসাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ক্রোম ইনকগনিটো ফিচার নিয়ে আসবে। সর্বোপরি রোলআউটের কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে। যদিও বর্তমানে, এই ক্রোম ভার্সন ১০৯ সবার জন্য উপলব্ধ নয়৷ তবে আগামী কিছু সময়ের মধ্যেই বিশ্বব্যাপী প্রত্যেক অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী এই গুরুত্বপূর্ণ ফিচার ব্যবহারের সুবিধা পেয়ে যাবেন। কিন্তু যারা দীর্ঘ সময় অপেক্ষা করতে চান না এবং অবিলম্বে ক্রোম ইনকগনিটো মোডে ব্রাউজ করতে ইচ্ছুক, তারা এখানে ক্লিক chrome://flags/#incognito-reauthentication-for-android করে ফিচারটি ব্যবহার করতে পারবেন৷